অরিজিৎ সিং-কে হাসপাতাল তৈরিতে সাহায্যের অঙ্গীকার, জঙ্গিপুর প্রশাসনকে নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের

Published : May 04, 2023, 04:10 PM IST
Arijit Singh

সংক্ষিপ্ত

বৃহস্পতিবার মালদহ এবং মুর্শিদাবাদ জেলার প্রশাসনিক বৈঠকে জেলার স্বাস্থ্য বিষয়ক আলোচনার মধ্যে এই হাসপাতালের প্রসঙ্গ টানলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

অরিজিৎ সিং-এর হাসপাতাল তৈরিতে সব রকম সাহায্যের অঙ্গিকার মমতার। রাজ্য এবং মুর্শিদাবাদ জেলা প্রশাসনকে একযোগে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জঙ্গিপুরে নিজের খরচে হাসপাতাল তৈরি করতে চান শিল্পী অরিজিৎ সিং। বৃহস্পতিবার মালদহ এবং মুর্শিদাবাদ জেলার প্রশাসনিক বৈঠকে জেলার স্বাস্থ্য বিষয়ক আলোচনার মধ্যে এই হাসপাতালের প্রসঙ্গ টানলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন,'গ্রামের ছেলে একটা কিছু করতে চাইছে। একটা হাসপাতাল তৈরি করতে চায়। সেই কাগজপত্র জেলা প্রশাসনের কাছে দিয়ে দিয়েছি।' তিনি আরও বলেন,'অরিজিৎ নিজে জিয়াগঞ্জের বাসিন্দা। কিন্তু হাসপাতাল তৈরি করতে চায় জঙ্গিপুরে। আমি প্রশাসনকে বলব ওর জন্য সব রকম সহযোগিতা করতে।'

অরিজিতের সহায়তা করতে জঙ্গিপুরের তৃণমূল সাংসদের খলিলুর রহমানকে দায়িত্ব দিলেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়,'অরিজিৎ জঙ্গিপুরে হাসপাতাল তৈরি করলে তো সবচেয়ে খুশি হবেন খলিলুর। আমি খালিলুরকে বলব অরিজিৎকে সাহায্য করতে।' তিনি আরও বলেন, জঙ্গিপুরে সরকার একটি সুপার স্পেশ্যালিটি হাসপাতাল তৈরি করছে। তা-ও অরিজিৎ হাসপাতাল তৈরি করলে মানুষের সুবিধাই হবে।'

প্রসঙ্গত, গত কয়েকমাস ধরে 'গেরুয়া' বিতর্কে নাজেহাল সঙ্গীত শিল্পী অরিজিৎ সিংহ। গত কাল নিজের কনসার্টে নিজেই সেই বিতর্কে ইতি টেনেছেন। কিন্তু তাতে কী? অরিজিৎ সিংহ-এর 'গেরুয়া' মন্তব্য নিয়ে কাটাছেঁড়ার মাঝেই নয়া বিতর্ক। রবীবাসরীর দুপুরে মেয়র ফিরহাদ হাকিমের বাড়িতে দেখা গেল শিল্পী অরিজিৎ সিংহ-কে। ববি হাকিমের মেয়ে প্রিয়দর্শীনী হাকিম গায়কের সঙ্গে সেই ছবি শেয়ার করলেন ফেসবুকে। মহানাগরিকের বাড়ির অন্যান্য সদস্য ও ফিরহাদ কন্যার সঙ্গে ছবিও তুলেছেন তিনি। অরিজিতের সঙ্গে ছবি পোস্ট করে তিনি লিখেছেন,'গত রাতের কনসার্টে অরিজিৎ সিংকে লাইভ শোনার ঘোর এখনও কাটেনি আমার। তার মধ্যেই এবার আমাদের বাড়িতে হাজির স্বয়ং গায়ক।'

প্রসঙ্গত, হাজার বিতর্কের পর নির্ধারিত দিনেই কলকাতায় কনসার্ট হল অরিজিৎ সিংহ-এর। তবে ইকো পার্কে নয়, অনুষ্ঠানের আয়োজন করা হল অ্যাকোয়াটিকায়। এই অনুষ্ঠানেই ফের গায়কের কণ্ঠে শোনা গেল,'রং দে তু মোহে গেরুয়া।' এই গান গেয়েই গত দু'মাস যাবৎ চলতে থাকা বিতর্ক নিয়ে মুখ খুললেন তিনি। বিগত দু'মাস ধরে অরিজিৎ সিং-এর সঙ্গে রাজ্য সরকারের সম্পর্ক ঘিরে বিস্তর জলঘোলা হয়েছিল। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে 'রং দে তু মোহে গেরুয়া' গাওয়াকে কেন্দ্র করে বিতর্কের সূত্রপাত। তাঁরপর থেকেই একের পর এক বিতর্কে জড়ান সঙ্গীত শিল্পী। এরই মধ্যে ইকো পার্কে অরিজিতের অনুষ্ঠান বাতিলকে কেন্দ্র করে নতুন করে মমতা-অরিজিৎ সম্পর্ক ঘিরে জল্পনা তৈরি হয়।

 

PREV
click me!

Recommended Stories

LIVE NEWS UPDATE: Amazon Investment India - আগামী ২০৩০ সালের মধ্যে ভারতে ৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে অ্যামাজন?
শেষ হল এনুমারেশন ফর্মের কাজ, ভোটার তালিকা থেকে বাদ পড়লেন কতজন? রইল নয়া আপডেট