রাজমাতা শুধু নামেই, অ্যাকাউন্টে কিচ্ছু নেই? বিজেপি প্রার্থী অমৃতা রায়ের সম্পত্তি দেখলে সত্যিই অবাক হবেন

তিনি শুধু নামেই রানী মা, কেননা তার ধনসম্পত্তিতে রানীর মতো হাল নেই। তার ঝুলিতে রয়েছে মাত্র কিছু টাকার সম্পত্তি। তবে তার স্বামীর নামে রয়েছে কয়েকশো কোটি টাকার সম্পত্তি।

Parna Sengupta | Published : May 2, 2024 4:57 PM IST

কৃষ্ণনগর রাজপরিবারের সদস্য অমৃতা রায়কে প্রার্থী করে চমক দিয়েছে বিজেপি। প্রচারে তাঁকে ‘রাজমাতা’ ও ‘রানিমা’ হিসাবে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে। বিজেপির অন্দরের খবর, কৃষ্ণনগর রাজবাড়ির প্রতি মানুষের যে আবেগে সেটাই উসকে দিয়ে নির্বাচনে বাজিমাত করার চেষ্টা চলছে।

তবে তিনি শুধু নামেই রানী মা, কেননা তার ধনসম্পত্তিতে রানীর মতো হাল নেই। তার ঝুলিতে রয়েছে মাত্র কিছু টাকার সম্পত্তি। তবে তার স্বামীর নামে রয়েছে কয়েকশো কোটি টাকার সম্পত্তি। চলুন দেখে নেওয়া যাক কৃষ্ণনগরের বিজেপি প্রার্থীর ঝুলিতে ঠিক কত পরিমাণ টাকা পয়সা রয়েছে?

Latest Videos

কমিশনকে দেওয়া হলফনামা অনুযায়ী অমৃতা রায়ের কেবলমাত্র কয়েক লক্ষ টাকার স্থাবর সম্পত্তি রয়েছে। তার নামে কোনো অস্থাবর সম্পত্তি নেই। অন্যদিকে অমৃতা রায়ের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে যা জানা গিয়েছে তাতে তিনি ১৯৮৩ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এডুকেশন বিষয়ে স্নাতক।

যদি অমৃতা রায় এবং তার স্বামীর স্থাবর সম্পত্তির দিকে নজর রাখা যায় তাহলে দেখা যাবে নগদ, ব্যাঙ্কে জমা থাকা আমানত, অলংকার ইত্যাদি মিলিয়ে তার মোট স্থাবর সম্পত্তির পরিমাণ ১০ লক্ষ ৬৮ হাজার ৭৪৫.৬৭ টাকা। অমৃতা রায়ের নামে কোনরকম গাড়ি নেই বলেই উল্লেখ রয়েছে হলফনামায়। অন্যদিকে তার স্বামীর নামে রয়েছে একটি গাড়ি। তার স্বামীর মোট স্থাবর সম্পত্তির পরিমাণ ১৪ লক্ষ ৫২ হাজার ৪৫.৫৭ টাকা।

রাণীমা অমৃতা রায়ের নামে কোথাও কোনো বাড়িঘর নেই। সেইমতো অমৃতা রায়ের অস্থাবর সম্পত্তির পরিমাণ শূন্য। যদিও তার স্বামীর নামে মোট অস্থাবর সম্পত্তি রয়েছে ৫৫৪ কোটি ১০ লক্ষ ৮৩ হাজার ২৯৭ টাকার।

বিজেপি প্রার্থী অমৃতা রায় ২০১৯-২০ অর্থ বর্ষে রোজগার করেছেন ৫৩ হাজার ৩৯০ টাকা, ২০২০-২১ অর্থবর্ষে রোজগার করেছেন ২৪ হাজার ৫০০ টাকা, ২০২১-২২ অর্থবর্ষে রোজগার করেছেন ৩০ হাজার ২৩০ টাকা, ২০২২-২৩ অর্থবর্ষে কোন রিটার্ন জমা দেননি, ২০২৩-২৪ অর্থবর্ষে রোজগার করেছেন ২৯ হাজার ৫০০ টাকা।

চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'পূজা হতে দেব না,' হিন্দুদের হুমকি বাংলাদেশের মৌলবাদীদের | Bangladesh News
সাগর দত্তের নার্সিং স্টাফদের আর জি কর করে দেওয়ার হুমকি, প্রতিবাদে MSVP-কে ঘিরে বিক্ষোভ | Agitation
'ডাক্তারদের জন্যই আমার বাচ্চাটা চলে গেল!' কি ঘটেছিল Sagar Dutta Medical-এ? দেখুন
আর একটু বাকি! ফুঁসছে নদী, রাস্তার উপর দিয়ে বইছে জল, আলিপুরদুয়ারে বন্যা পরিস্থিতি Alipurduar Flood
Daily Horoscope Live: ২৮ সেপ্টেম্বর শুক্রবার সঙ্গীর সঙ্গে কোনও বিবাদ হতে পারে, দেখুন জ্যোতিষ কথা