অন্তঃসত্ত্বা স্ত্রী কে নিয়ে বাড়ি ফিরছিলেন! রাস্তায় পড়ে থাকা কই দাঁতে চেপে ধরতেই প্রাণ গেল যুবকের

Published : Aug 03, 2024, 12:51 PM IST
Death

সংক্ষিপ্ত

অন্তঃসত্ত্বা স্ত্রী কে নিয়ে বাড়ি ফিরছিলেন! রাস্তায় পড়ে থাকা কই দাঁতে চেপে ধরতেই প্রাণ গেল যুবকের

পূর্ব বর্ধমানের জামালপুরের তেলেগ্রামে ভয়াবহ ঘটনা। গলার মধ্যে জ্যান্ত কই ঢুকে মৃত যুবক। অন্তঃসত্ত্বা স্ত্রীকে ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরছিলেন। সেই সময় রাস্তাতে একটি কই মাছ পড়ে থাকতে দেখেন যুবক। সেটিকে হাতে তুলে নেন তিনি। তারপর কিছু দূরে যাওয়ার পরে আবার একটি কই মাছ দেখতে পান যুবক সেটিকে অন্য হাতে তুলে নিয়ে যেতেই আরও একটি কই মাছ পড়ে থাকতে দেখেন তিনি।

এবার তাতেই কেলেঙ্কারি হয়, একটি হাতের কই দাঁতে চেপে মাছটি ধরতে গিয়েই গলায় ছুকে যায় কই মাছটি। সঙ্গে সঙ্গে মৃত্যু হয় যুবকটির। স্থানীয় সূত্রে খবর, মৃতের নাম সাগর রায়। ৩৫ বছরের ওই যুবকের গলায় জ্যান্ত কই আটকে গিয়ে মৃত্যু হয়। 

হাসাপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয়েছে তাঁর। আদপে হুগলির বাসিন্দা সাগর। কর্মসূত্রে স্ত্রীকে নিয়ে জামালপুরে থাকতেন। বৃহস্পতিবার রাত্রে স্ত্রীকে নিয়ে বর্ধমান থেকে ডাক্তার দেখিয়ে ফিরছিলেন সাগর,রাত আটটা নাগাদ স্টেশনে নেমে বাড়ির পথে রওনা দেওয়ার সময় পরপর তিনটে কই মাছ পড়ে থাকতে দেখেন তাঁরা। বৃষ্টির জন্য পুকুর থেকে রাস্তায় কই মাছ উঠে এসেছিল। তাই ধরতে গিয়ে অকালে প্রাণ হারালেন সাগর।

PREV
click me!

Recommended Stories

কেন SIR প্রক্রিয়াকে বানচাল করে দিতে চাইছে তৃণমূল? যুক্তি দিয়ে বোঝালেন অধীর চৌধুরী
'আপনার ভাইপো বৌকেও ঘুগনি বানিয়ে বিক্রি করতে বলুন', মমতাকে ধুয়ে যা বললেন সুকান্ত