পানাগড়ে তরুণী মৃত্যু খুন না নিছকই দুর্ঘটনা- তা এখনও স্পষ্ট নয়। মঙ্গলবার থেকে তদন্তের ভার গ্রহণ করেছে সিবিআই। খতিয়ে দেখতে ঘটনাস্থল পরিদর্শন করেছে তদন্তকারীরা।
পানাগড়ে তরুণী মৃত্যু খুন না নিছকই দুর্ঘটনা- তা এখনও স্পষ্ট নয়। মঙ্গলবার থেকে তদন্তের ভার গ্রহণ করেছে সিবিআই। খতিয়ে দেখতে ঘটনাস্থল পরিদর্শন করেছে তদন্তকারীরা।
210
একাধিক প্রশ্ন
পানাগড়ে তরুণীর মৃত্যুর ঘটনায় একাধিক প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ। পাশাপাশি কিছু প্রশ্ন তুলে দিয়েছেন নিহত তরুণী সুতন্দ্রার মা তনুশ্রী চট্টোপাধ্যায়।
310
বয়ানে অসঙ্গতি
পানাগড়কাণ্ডে প্রত্যক্ষদর্শীর বয়ানে প্রচুর অসঙ্গতি রয়েছে। প্রথমে মৃতার সঙ্গীরা উত্যক্ত করার কথা বললেও বিকেলে সেখান থেকে সরে আসে। লিখিত বয়ানেও নেই সেই কথা।
410
পুলিশের দাবি
সন্ধ্যায় পুলিশ দাবি করে দুটি গাড়ির মধ্যে রেষারেষি হয়েছে। মৃতার গা়ড়ি ধাওয়া করে এসইউভি। তবে যৌন হেনস্থার কথা সেখানে উল্লেখ নেই।
510
কে কাকে ধাওয়া করেছে
এসইউভি না মৃতার ছোট গাড়ি- কে কাকে ধাওয়া করেছে তাও এখনও স্পষ্ট নয় পুলিশের কাছে। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে ছোট গাড়ি বড় গাড়িকে ধাওয়া করেছে। কিন্তু তা হওয়ার সম্ভাবনা কতটা? তাই নিয়েও রয়েছে প্রশ্ন।
610
সুতন্দ্রাদের গাড়ি কেন বিপদের ঝুঁকি নেবে
পুলিশের কাছে এখনও পর্যন্ত স্পষ্ট নয় নিহত সুতন্দ্রাদের ছোট গাড়ি কেন বিপদের ঝুঁকি নেবে। প্রত্যাক্ষদর্শীদের বয়ান এই বিষয়ে কোনও আলোকপাত করেনি।
710
পুলিশের নজরদারি
গলসি থেকে বুদবুদ- প্রায় ২০ কিলোমিটার পথ। এই দীর্ঘ রাস্তা দুটি গাড়ি রেষারেষি করতে করতে আসে। -কিন্তু এতটা রাস্তা পুলিশের নজরদারি কোথায়? উত্তর নেই প্রশাসনের কাছে।
810
গাড়ি ফেলে টম্পট
সুতন্দ্রার মৃত্যু যদি দুর্ঘটনা হত তাহলে এসইউভির যাত্রীরা গাড়ি ফেলে কেন চম্পট দিল- উত্তর নেই প্রশাসনের কাছে।
910
সুতন্দ্রার মায়ের প্রশ্ন
মেয়ের মৃত্যু নিছকই পথদুর্ঘটনা নয়, যৌন হেনস্থার কারণেই খুন করা হয়েছে। এমনই দাবি সুতন্দ্রার মায়ের। পুলিশের নজরদারি নিয়ে প্রাশ্ন তুলেছেন। হাইরোডে কেন থাকবে না পুলিশের নজরদারি - প্রশ্ন মেয়ে হারানো মায়ের।
1010
ইভটিজিং-এর কারণেই মৃত্যু
নিহতের মা তনুশ্রী চট্টোপাধ্যায় জানিয়েছেন, নিহতের তাঁরা বয়ান বদল করেননি। ইভিটিজিং-এর দাবিতে তিনি এখনও অনড় রয়েছে। তবে কেন পুলিশ নানা রকম কথা বলছেন। এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি কেন- প্রশ্ন তুলেছেন নিহতের মা।