গৃহবধূকে শ্রীলতাহানির অভিযোগ, প্রতিবাদীকে বেধড়ক মারধর হাসনাবাদে

Published : Oct 07, 2020, 05:49 PM IST
গৃহবধূকে শ্রীলতাহানির অভিযোগ, প্রতিবাদীকে বেধড়ক মারধর হাসনাবাদে

সংক্ষিপ্ত

গৃহবধূকে কুপ্রস্তাব ও শ্লীলতাহানির অভিযোগ শ্লীলতাহানির অভিযোগ দুই স্থানীয় যুবকের বিরুদ্ধে ঘটনার প্রতিবাদ করলে প্রতিবাদীকে বেধড়ক মারধর আক্রান্তের অভিযোগ, বাঁশ,লোহার রড দিয়ে মারা হয় তাদের  

গৃহবধূকে কুপ্রস্তাব ও শ্লীলতাহানির অভিযোগ উঠল দুই স্থানীয় যুবকের বিরুদ্ধে। অভিযোগ, ঘটনার প্রতিবাদ করলে প্রতিবাদীকে বেধড়ক মারধর করা হয়। আক্রান্তের অভিযোগ, বাঁশ,লোহার রড দিয়ে মারা হয় তাদের।

ঘটনাটি ঘটেছে, বসিরহাট মহকুমার হাসনাবাদ থানার গোবিন্দপুর গ্রামে। আক্রান্তের পরিবারের দাবি, মঙ্গলবার রাতে গৃহবধূ বাড়ির বাইরে শৌচকর্ম করতে গেলে তাঁকে কুপ্রস্তাব দেয এলাকারই দুই যুবক। কুপ্রস্তাবের প্রতিবাদ করলে বধূর কাপড় ছিড়ে দেওয়া হয়। এখানেই থেমে থাকেনি যুবকদের তান্ডব। অভিযোগ,বেধড়ক মারধর করে মাথা ফাটিয়ে দওয়া  হয় ওই মহিলার। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে টাকি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। 

ইতিমধ্যেই হাসনাবাদ থানায় দুই যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে আক্রান্ত মহিলার পরিবার। দুই যুবক গৃহবধূর পূর্বপরিচিত বলে প্রাথমিক অনুমান পুলিশের। এর আগেও কয়েকবার তাকে কু-প্রস্তাব দেওয়া হয়েছে বলে অভিযোগ। এর পিছনে অন্য কিছু কারণ আছে কিনা সেটাও খতিয়ে দেখছে হাসনাবাদ থানার পুলিশ ।আক্রান্ত গৃহবধূর দুই যুবকের কঠোর শাস্তির দাবি জানিয়েছে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে।
 

PREV
click me!

Recommended Stories

West Bengal SIR News: মৃত ব্যক্তির নথি চুরি করে ভোটার! এই বাংলাদেশির স্বীকারোক্তি শুনে চমকে যাবেন
ভোটের আগে ফের বেফাঁস মন্তব্যে বিতর্কে তৃণমূল সভাপতি, বিরোধীদের কড়া হুঁশিয়ারি