দিঘা-বালেশ্বর থেকে মাত্র ৮০ কিলোমিটার দূরে যশ, তার আগেই শুরু তান্ডব, ভয়াবহ ছবি বিভিন্ন এলাকায়

  • বর্তমানে কোন অবস্থায় যশ 
  • ঘর্ণিঝড়ের বর্তমান অবস্থান ঠিক কোথায়
  • কখন স্থলভাগে আছড়ে পড়ার সম্ভাবনা 
  • প্রবল ঝড়ের কবলে ইতিমধ্যেই একাধিক এলাকা

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় যশ। স্থলভাগে আছড়ে পরার আগেই বিভিন্ন এলাকা জুড়ে চলছে তান্ডব। ভোর রাত থেকেই বিভিন্ন উপকূলবর্তী এলাকা ছাপিয়ে যেতে শুরু করে প্রবল জলোচ্ছ্বাসে। মঙ্গলবার থেকেই যশের দাপট নজরে আসে। একের পর এক এলাকাতে বিক্ষিপ্ত ঝড়, টর্নেডো জানান দেয় ঝড়ের আগাম বার্তা। বুধবার থেকেই পাল্টে যায় পরিস্থিতি। উপকূলবর্তী এলাকাতে বেড়েছে হাওয়ার দাপট। পাশাপাশি বাঁধ ছাড়িয়ে সমুদ্রের জল ঢুকে একাধিক এলাকায় নেমে এসেছে বিপর্যয়।

যতই এগিয়ে আসছে যশ ততই ভয়ানক ছবি ধরা পড়ছে বিভিন্ন জায়গায়। বর্তমানে ওড়িশার ধারমার খুব কাছে চলে এসেছে যশ। দিঘা-বালেশ্বর থেকে মাত্র ৮০ কিলোমিটার দূরে অবস্থান করছে বর্তমানে এই ঝড়। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ এবং ওড়িশার উপকূলবর্তী এলাকায় লাল সতর্কতা জারি হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী বুধবার দুপুরেই স্থলভাগে আছড়ে পড়বে যশ।

Latest Videos

পূর্ব মেদিনীপুরে ইতিমধ্যেই জেলা শাসক জারি করেছেন সতর্কতা। অতিরিক্ত শক্তি বাড়ানোর ফলে ইতিমধ্যেই ৮৮ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে বইছে ঝড়। পাশাপাশি কলকাতাতে ৬২ কিলোমিটার প্রতি ঘণ্টাতে ঝড় বয়ে যাওয়ার রেকর্ড ইতিমধ্যেই সামনে এনেছে আবহাওয়া দফতর। বিভিন্ন এলাকাতে চলছে কড়া নজরদারি। নবান্ন থেকে প্রতি মুহূর্তে নজর রাখছেন খোদ মুখ্যমন্ত্রী। 

Share this article
click me!

Latest Videos

‘Chinmoy Krishna-কে আমি মুক্ত করবোই’ নির্ভীক Bangladeshi আইনজীবী Rabindra Ghosh-এর চরম প্রতিশ্রুতি
Rashifal : আজ আপনার ভাগ্য কি বলছে? দেখুন শুক্রবারের রাশিফল | Astro | Friday | Horoscope
আরে ওরা কি করবে, সেদিন আমি ওদের সামনে আরতি করে বুঝিয়ে দিয়েছি : শুভেন্দু | Suvendu Adhikari
নয়া মোড় নিয়োগ দুর্নীতি মামলায়! পার্থ-অর্পিতাদের বিরুদ্ধে শুরু হলো চার্জ গঠনের প্রক্রিয়া!
মাত্র এক মাসের সংসার! যৌতুক না দিতে পারায় এইরকম পরিণতি, শুনলে আঁতকে উঠবেন | South 24 Parganas News