মুড়ি কেনা নিয়ে বচসা, নৃশংসভাবে 'পিটিয়ে খুন' সদ্য বিবাহিত যুবককে

  • বাড়িতে চড়াও হয়ে 'পিটিয়ে খুন'
  • বেঘোরে প্রাণ গেল সদ্য বিবাহিত যুবকের
  • দোষীদের ফাঁসির দাবি পরিবারের
  • নৃশংসতার সাক্ষী বীরভূমের নলহাটি
     

আশিষ মণ্ডল, বীরভূম:  দোকান থেকে কে আগে মুড়ি আগে কিনবে? সেই নিয়ে বচসা বেঘোরে প্রাণ গেল যুবকের।  এক মহিলা-সহ চারজন তাঁকে 'পিটিয়ে খুন' করল! ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বীরভূমের নলহাটিতে। অভিযুক্তেরা পলাতক।

আরও পড়ুন: করোনা রোধে এবার লকডাউন ভূটানেও, সীমান্ত বাণিজ্য় বন্ধ উত্তরবঙ্গে

Latest Videos

মৃতের নাম বিধান লেট। বাড়ি, নলহাটির আট গ্রামে। পেশায় তিনি ছিলেন দিনমজুর। বিয়ে করেছিলেন মাস খানেক আগে। তবে মানসিকভাবে কিছুটা অবসাদগ্রস্থ ছিলেন বিধান। পরিবারের লোকেরা জানিয়েছেন, রবিবার আট গ্রামে নামু পাড়ায় একটি দোকান থেকে মুড়ি কিনতে যান তিনি। মুড়ি আগে-পরে নেওয়া নিয়ে স্থানীয় এক গৃহবধূর সঙ্গে বচসা হয়। তখনমতো মতো ঝামেলা মিটেও যায়। এরপর সন্ধ্যাবেলায় বেশ কয়েকজনকে নিয়ে ওই গৃহবধূর স্বামী বিধানের বাড়িতে চড়াও হয় বলে অভিযোগ।  স্থানীয় বাসিন্দাদের দাবি, বাড়ির চিলেকোটার ঘর থেকে বিধানকে মারতে মারতে রাস্তায় বেরিয়ে করে আনা হয়। এরপর রাস্তায় ফেলে তাঁর গোপনাঙ্গে লাথি মারতে থাকে অভিযুক্তেরা। মারে চোটে একসময় জ্ঞান হারান আক্রান্ত যুবক। পরিস্থিতি বেগতিক বুঝে তখন হামলাকারীরা পালিয়ে যায়।

আরও পড়ুন: আট ঘণ্টা পর এল 'মমতার ফ্রি অ্যাম্বুল্য়ান্স', নাকাল প্রসূতির পরিবার

এদিকে এই ঘটনার পর বিধান লেটকে প্রথমে নিয়ে যাওয়া হয় নলহাটি ব্লক স্বাস্থ্যকেন্দ্রে। সেখান থেকে সোমবার সকালে রোগীকে পাঠিয়ে দেওয়া হয় রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। কিন্তু শেষরক্ষা হয়নি। গভীর রাতে মারা যান বছর পঁচিশের ওই যুবক। মা নির্মলা লেট বলেন, 'ছেলেকে সবার সামনে নৃশংস ভাবে খুন করল বীরবল লেট তার ছেলে মিলন লেট, বউমা অপর্ণা লেট, আত্মীয় মধু লেট ও হেমন্ত লেট। আমরা ওদের ফাঁসি চাই।' ঘটনার পর থেকে পলাতক অভিযুক্তেরা। তাদের বাড়িতে তালা ঝুলছে।

Share this article
click me!

Latest Videos

ইসকনের পাশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কড়া বার্তা দিলেন বাংলাদেশকে? Narendra Modi
অসাধ্য সাধন! যথেষ্ট পরিকাঠামো না থাকার সত্ত্বেও ৮০০ গ্রামের শিশুকে বড় করে তুলল বারাসাত মেডিক্যাল
হতবাক সবাই! হাওড়া স্টেশন থেকে এ কী উদ্ধার হলো, দেখুন | Howrah News Today
Suvendu Adhikari: 'পুলিশ গরু প্রতি ২০০০ টাকা তোলা তোলে' বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর
'চুরি হবে অথচ তৃণমূলের নাম আসবে না তা হয় কখনও!' ট্যাব দুর্নীতিতে মমতাকে ধুয়ে দিলেন সুকান্ত!