বান্দ্রা পশ্চিমে ভোট দিলেন আমির খান। ভোট দিয়ে তিনি জানান, সাধারণ মানুষের কাছে তিনি আবেদন করছেন যাতে তাঁরা বেশি সংখ্যকভাবে বুথে এসে ভোটদান করেন।
| Published : Oct 21 2019, 08:08 AM IST / Updated: Oct 21 2019, 11:35 AM IST
Elections Live- হরিয়ানায় ভোটদানের হার ১৬.৬%, মহারাষ্ট্রে হার ৬ শতাংশ
- আজ বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ দুই রাজ্যে
- ভোটদান হচ্ছে মহারাষ্ট্র ও হরিয়ানা
- দুই রাজ্যেই বিধানসভা নির্বাচন নিয়ে সেভাবে কোনও তাপ-উত্তাপ নেই
- বিরোধী দলগুলি সেভাবে এনডিএ জোটের বিরুদ্ধে কড়া অবস্থান নিতে পারেনি
- FB
- TW
- Linkdin
সস্ত্রীক ভোট দিলেেন এনসিপি নেতা তথা ভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি প্রফুল প্যাটেল। গোণ্ডিয়া বিধানসভা কেন্দ্রে এদিন সকালে স্ত্রী বর্ষাকে সঙ্গে নিয়ে আসেন প্রফুল।
ভোট দিলেন অভিনেত্রী শোভা খোটে। তিনি মুম্বই-এর অন্ধ্রেরি পশ্চিম কেন্দ্রে ভোট দেন।
ভোট দিলেন ববিতা ফোগাট। চখরি দাদরি বিধানসভা কেন্দ্রে তিনি বিজেপি-র টিকিটে প্রার্থী হয়েছেন। তাঁর মূল লড়াই কংগ্রেসের নৃপেন্দ্র সিং সাঙ্গওয়ান এবং জেজেপি-র সতপাল সাঙ্গওয়ানের বিরুদ্ধে। যদিও, ববিতার জয়ের বিষয়ে আশাবাদী তাঁর বাবা তথা দ্রোণাচার্য কুস্তিগীর মহাবীর ফোগাট।
ভোট দিল ফোগাট পরিবার। ভোটদানের পর ক্যামেরাবন্দি ফোগাাট পরিবারের ছবি। হরিয়ানার চরখি দাদরি বিধানসভা কেন্দ্রের বালালি গ্রামের ভোটদান কেন্দ্রে তাঁরা ভোট দেন।
ভোট দিলেন অলিম্পিকে পদকজয়ী কুস্তিগীর যোগেশ্বর দত্ত। তিনি আবার হরিয়ানার বারোদা কেন্দ্র থেকে বিজেপি-র টিকিটে প্রার্থী হয়েছেন। তাঁর মূল লড়াই কংগ্রেস প্রার্থী কৃষাণ হুড়া-র সঙ্গে।
বিজেপি-শিবসেনা মহারাষ্ট্রে এবার ২২৫টি আসন পাচ্ছেই, কারণ বিরোধীরা তাদের অস্তিত্ব হারিয়েছে এখানে। ভোট দিতে এসে এমনই দাবি রেলমন্ত্রী পীষূষ গয়ালের। তিনি বলেন, মহারাষ্ট্রের মানুষ ফড়নবীশ এবং মোদী-র সঙ্গেই আছে।
মহারাষ্ট্রের বারামতি কেন্দ্রে ভোট দিলেন এনসিপি-র সাংসদ সুপ্রিয়া সুলে। এনসিপি-র প্রধান শরদ পাওয়ারের কন্যা সুপ্রিয়া যে বারামতি কেন্দ্রে ভোটদান করলেন সেখানে প্রার্থী হয়েছেন তাঁর তুতো ভাই অজিত পাওয়ার, তিনি বিজেপি-র গোপীচাঁদ পাড়ালকরের বিরুদ্ধে লড়াই করছেন।
ভোট দিলেন হরিয়ানার টিক-টক স্টার তথা বিধানসভা নির্বাচনে আদমপুর কেন্দ্র থেকে বিজেপি-র টিকিটে দাঁড়ানো প্রার্থী সোনালী ফোগাট।
হরিয়ানায় বিজেপি প্রায় আধিপত্য বজায় রেখেই বিধানসভা নির্বাচনে নেমেছে। কিন্তু, অঙ্কের বাইরে গিয়ে ভাবনাকে মেলে ধরার চেষ্টায় হরিয়ানার প্রাক্তন কংগ্রেস মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিং হুড়া। তিনি দাবি করেছেন, সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গড়বে কংগ্রেস। তাঁর দাবি, হরিয়ানা বিধানসভা নির্বাচনে মূল লড়াইটা মূলত কংগ্রেস ও বিজেপি-র মধ্যে। কংগ্রেস লোকদলের কোনও আশা নেই এই নির্বাচনে।
স্ত্রী কাঞ্চনকে সঙ্গী করে ভোট দিলেন নীতিন গড়কড়ি। নাগপুরে তিনি এবং তাঁর স্ত্রী ভোট দেন।
হরিয়ানার গুরুগ্রামের বাদশাপুরের ২৮৬ নম্বর বুথে ভোটদান ব্যহত। ইভিএম খারাপ হয়ে যাওয়ায় সাময়িকভাবে ভোটদান বন্ধ থাকে।
ভোট দিচ্ছেন হরিয়ানা কংগ্রেসের প্রদেশ সভাপতি কুমারী শৈলজা। তিনি হিসারের যোশাধা পাবলিক স্কুলের ১০৩ নম্বর বুথে ভোটদান করেন।