সংক্ষিপ্ত
- মধুমিতার হাইভোল্টেজে তাপমাত্রার পারদ যেন তুঙ্গে
- কাঠফাটা গরমে শরীরী উত্তাপে আগুন জ্বালিয়েছেন মধুমিতা
- বিকিনি ফোটোশ্যুটে ভক্তদের পাগল করে দিয়েছেন অভিনেত্রী
- খোলা চুলের সেক্সি অ্যাটায়ারে হালকা মেকআপে সামার সল্ট মধুমিতা
বৈশাখের গরমে পারদ যেমন তুঙ্গে তেমনি মধুমিতার হাইভোল্টেজে তাপমাত্রার পারদ যেন তুঙ্গে। কাঠফাটা গরমের মধ্যেও শরীরী উত্তাপে রীতিমতো আগুন জ্বালিয়েছেন অভিনেত্রী। বিকিনি ফোটোশ্যুটে ভক্তদের পাগল করে দিয়েছেন অভিনেত্রী। সম্প্রতি 'সান ডে'-তে অনুরাগীদের দেওয়া এই উপহারে 'উফফ ইয়ে গরমি' বলতে খানিকটা যেন বাধ্য করিয়েছেন বঙ্গতনয়া।
সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় টু-পিস বিকিনিতে শরীরী আবেদনে ভক্তদের ঘুম উড়িয়েছেন মধু। মাল্টিরঙের বিকিনি এবং সাদা সি-থ্রু জ্যাকেটে ফোটোশ্যুট করেছেন নায়িকা। খোলা চুলের সেক্সি অ্যাটায়ারে হালকা মেকআপেই 'সামার সল্ট' মধুমিতা। ন্যুড লিপস্টিক, ব্রাউন আইশ্যাডো, ওয়েভি হেয়ারে শরীরী উষ্ণতা যেন ঠিকরে বেরোচ্ছে। ছবির ক্যাপশনে লিখেছেন 'সামার সল্ট'।
বরাবরই সাহসী ছবিতে পোজ দিতে অনেকটাই এগিয়ে মধুমিতা। যদিও ট্রোলারদের কুরুচিকর মন্তব্যতেও তিনি নিজের জায়গা থেকে নড়েননি। বরং ট্রোলিংয়ের কড়া জবাব বারংবার দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। কিছুদিন আগেইও বাঙালির প্রিয় পয়লা বৈশাখের দিনই শাড়ি ছেড়ে ওয়েস্টার্ন লুকে ধরা দিয়েছিলেন মধুমিতা সরকার।
ছিমছাম সেক্সি চেহারায় প্রতিনিয়তই ফোটোশুটে নজর কাড়ছেন ছোটপর্দার পাখি কিংবা ইমন। হট অবতারে দর্শক ধরে রাখতেও বেশ সিদ্ধহস্ত মধুমিতা। শরীরী উষ্ণতায় বলিউডকেও টেক্কা দিতে প্রস্তুত মধুমিতা। কালো বিকিনি টপের ফাঁক দিয়ে উঁকি মারছে বক্ষ-বিভাজিকা। দেশি গার্লের এহেন অবতারেই ক্লিন বোল্ড নেটিজেনরা। বোঝে না সে বোঝে না সিরিয়ালের পাশের বাড়ির মেয়ের ইমেজ ঝেড়ে টলিপাড়ার সাহসী অভিনেত্রীর তকমা জুটেছে মধুমিতার। শুধু ধারাবাহিকেই নয়, বড় পর্দা এবং ওটিটিতেও দাঁপিয়ে বেড়াচ্ছেন মধুমিতা। সদ্যই মুক্তি পেয়েছে ট্যাংরা ব্লুজ, যেখান পরমব্রতর বিপরীতে দেখা গেছে মধুমিতা সরকারকে, যার প্রচার নিয়ে ব্যস্ত পাখি।