08:43 AM (IST) Nov 16
নেই সৌমিত্র চট্টোপাধ্যায়, টুইটে শ্রদ্ধা অমিতাভের

 

 বাংলার নয়, টলিউডের এক অধ্যায়ের অবসান সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রয়াণ। সকলকে কাঁদিয়ে চলে গেলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্টে তারকাদের শ্রদ্ধাজ্ঞাপন। সুখে ভাসল বলিউডও। এ যেন এক স্তম্ভপতন। সোশ্যাল মিডিয়ায় টুইট করে শ্রদ্ধা জ্ঞাপন করলেন অমিতাভ বচ্চন।

 

 

08:32 AM (IST) Nov 16
সৌমিত্রকে নিয়ে স্মৃতির শহরে পাড়ি দিলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়

'বাঙালির আকাশ থেকে আরেকটি তারা খসে পড়ল-বলবে অনেকে। কিন্তু আমি বলব আপনি আমাদের জীবনে তারার মতই উজ্জবল হয়ে থাকবেন। 'তিনি একজন গর্বিত বামপন্থীও ছিলেন। কিন্তু মোটেই সুবিধাবাদী ছিলেন না। আর সেটাই তাঁর ব্যক্তিত্ব ও ভাবমূর্তিকে আরও শক্তিশালী করেছে। আমাকেও পরিষ্কার বলেছিলেন-তোমার গান,ডিবেট ভাল লাগে। কিন্তু তোমার দলটাকে সাপোর্ট করি না। কিছু বলতাম না। কারণ দল ও বামপন্থার প্রতি ওনার আনুগত্য ও স্বচ্ছ স্বীকারোক্তিটা ভাল লাগত বলেই। ভাবতাম, আমিও আমার দলের প্রতি দায়বদ্ধ এবং অনুগত থাকতে চাই', মন খুলে জানালেন  কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়।

10:14 PM (IST) Nov 15
একনজরে সৌমিত্রর সম্মাননা
10:13 PM (IST) Nov 15
মমতার সঙ্গে সৌমিত্র- এক ফ্রেমে- স্মৃতির মণিকোঠা
10:11 PM (IST) Nov 15
অভিনয়ের মধ্যে দিয়েও এক বাঁচার গল্প খুঁজতেন সৌমিত্র
10:06 PM (IST) Nov 15
এক পোস্টে সৌমিত্রর তিন মুহূর্ত
10:06 PM (IST) Nov 15
তরুণ ফেলুদা ও বৃদ্ধ ফেলুদা- এক ফ্রেমে
10:05 PM (IST) Nov 15
সামনে এল জয়বাবা ফেলুনাথের শ্যুটিং-এর এক অসামান্য মুহূর্ত
10:03 PM (IST) Nov 15
সৌমিত্র প্রয়াণে শোক জ্ঞাপন ইস্টবেঙ্গল ক্লাবের
10:02 PM (IST) Nov 15
চারুলতার এই গান শেয়ার করে সৌমিত্র-কে শ্রদ্ধা জ্ঞাপন এক অনুরাগীর
09:59 PM (IST) Nov 15
স্বর্গে ফেলু মিত্তিরের অপেক্ষায় জটায়ু থেকে মগনলাল মেঘরাজ, অভিনব টুইটে শ্রদ্ধা সৌমিত্র-কে
09:57 PM (IST) Nov 15
মার্কিন অভিনেতা রিক সেগাল-এর শোকপ্রকাশ
09:51 PM (IST) Nov 15
সৌমিত্র প্রয়াণে রাষ্ট্রপতির শোকজ্ঞাপন
09:48 PM (IST) Nov 15
একটা যুগের অবসান- টুইট করে বললেন রণদীপ হুড়া
09:45 PM (IST) Nov 15
সৌমিত্রকে শেষ শ্রদ্ধা রাজ্য সিপিএম-এর
08:13 PM (IST) Nov 15
দাদাগিরিতে সৌমিত্র-র সঙ্গে সাক্ষাৎ-এর স্মৃতি রোমন্থন সৌরভের
07:09 PM (IST) Nov 15
বুদ্ধদেব ভট্টাচার্যের শোকজ্ঞাপন

অভিনেতার মৃত্যুর খবরে ভেঙে পড়লেন বুদ্ধদেব ভট্টাচার্য, জানালেন সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যু এক গভীর দু:খজনক ঘটনা। বাংলা চলচ্চিত্র চিরকাল তাঁর কাছে ঋণস্বীকার করবে। আমি তাঁর পরিবার পরিজনকে সমবেদনা জানাই।

06:42 PM (IST) Nov 15
কেওড়াতলা মহাশ্মশানে মরদেহ, গান স্যালুটের প্রস্তুতি

কেওড়াতলা মহাশ্মশানে পৌচ্ছে গেল সৌমিত্র চট্টোপাধ্যায়ের মরদেহ। একের পর এক তারকাদের ভিড়। উপস্থিত রয়েছেন সৌমিত্র কন্যা পৌলমি চট্টোপাধ্যায়। প্রস্তুতি তুঙ্গে, দেওয়া হবে গান স্যালুট। 

06:04 PM (IST) Nov 15
অপুর আত্মাকে সেলাম জানালো ফ্রান্স

সৌমিত্র চট্টোপাধ্যায় প্রয়াণে শোকপ্রকাশ করে কলকাতার ফ্রান্সের কনসাল জেনারেল জানিয়েছেন, 'ফ্রান্স অপুর আত্মাকে সেলাম জানায়'।

05:58 PM (IST) Nov 15
শোকপ্রকাশ ফরাসী দূতাবাসের

সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রয়াণে শোক প্রকাশ করল নয়াদিল্লির ফরাসী দূতাবাস। ১৯৯৯ সালে তাঁকেই প্রথম ভারতীয় চলচ্চিত্র ব্যক্তিত্ব হিসাবে, শিল্পীদের জন্য ফ্রান্সের সর্বোচ্চ পুরষ্কার 'অর্ডার অব আর্টস অ্যান্ড লেটার্স' এবং ২০১৩ সালে ফ্রান্সের সর্বোচ্চ অসামরিক পুরষ্কার 'দ্য লিজিয়ন অব অনার'-এ ভূষিত করা হয়েছিল।