ফ্যানেদের রঙিন হোলির শুভেচ্ছা জুহি চাওলার,
- Home
- Entertainment
- Bollywood
- Holi Live Update 2021- পুরোনো স্মৃতিতে ভেসে সেলেব দুনিয়া, সতর্কতা মেনেই সেলিব্রেশন দেশ জুড়ে
Holi Live Update 2021- পুরোনো স্মৃতিতে ভেসে সেলেব দুনিয়া, সতর্কতা মেনেই সেলিব্রেশন দেশ জুড়ে
বছর ঘুরতেই চোখ রাঙাচ্ছে করোনার দ্বিতীয় ঢেউ। হু-হু করে বাড়ছে বিভিন্ন রাজ্যে সংক্রমণ, বাড়ছে মৃত্যুর হারও। এরই মাঝে উৎসবের মরশুম, সারা দেশ জুড়ে আজ পালন হচ্ছে হলি উৎসব, সেলেব দুনিয়াও গা ভাসালো রঙ দিবসে, ভাইরাল একাধিক সোশ্যাল পোস্ট।
- FB
- TW
- Linkdin
বাড়িতে বসেই ডাবের জলে চুমুক, ভক্তদের হোলির শুভেচ্ছা আমিশার,
ভিডিও শেয়ার করে ফ্যানেদের হোলির শুভেচ্ছা টাইগার শ্রফের,
নিজের পুরোনো ছবি শেয়ার করে ভক্তদের হোলির শুভেচ্ছা অনিল কাপুরের,
রঙিন তৈমুরের ছবি পোস্ট করে সকলকে হোলির শুভেচ্ছা করিনা কাপুর খানের,
সন্তানদের ছবি পোস্ট করে প্রাকৃতিক হোলির শুভেচ্ছা করণ জোহরের,
হোলিতে সকলকে শুভেচ্ছা জানাল বিরাট কোহলির আরসিবি।
অনুশীলনের ভিডিওতে প্রযুক্তির মাধ্যমে অভিনব হোলির শুভেচ্ছা জানাল সানরাইজার্স হায়দরবাদ
হোলিতে শুভেচ্ছা জানাল প্রীতি জিন্টার দল পঞ্জাব কিংস।
হোলিতে ভিডিও বার্তা দিয়ে সকলকে শুভেচ্ছা জানাল রাজস্থান রয়্যালস।
দেশ জুড়ে পালিত হচ্ছে হোলি। পিছিয়ে নেই আইপিএলের কলকাতার ফ্র্যাঞ্চাইজি কেকেআরও। নিজেদের মধ্যে আবির কেলার ছবি শেয়ার করল নাইটরা।
হোলির শুভেচ্ছা জানালেন তাপসী পান্নুর,
মেয়ে এবং স্বামীর সঙ্গে হোলির শুভেচ্ছা নেহা ধুপিয়ার,
জোনাস পরিবারে সঙ্গে রঙিন হোলিতে মাতলেন প্রিয়ঙ্কা চোপড়া এবং নিক জোনাস,
হোলির রঙিন শুভেচ্ছা শ্রদ্ধা কাপুরের,
অনুষ্কার সঙ্গে হোলির মুহূর্তে শেয়ার করে রেড চিলিস শুভেচ্ছা জানালো হোলির।
সকলকে হোলির শুভেচ্ছা জানিয়েছেন অভিষেক বচ্চন,
সলমন খান ফিল্মের তরফ থেকে জানানো হল শুভেচ্ছা, সেখানেই তিনি করোনা নিয়ে আরও একবার সচেতন করলেন ভক্তদের।
শুভেচ্ছায় মাতোয়ারা বিটাউন, নেট পাড়ায় খুশির জোয়ার, বিভিন্ন পোশাকের রঙে রঙিন কাজল।
সকলকে হোলির শুভেচ্ছা জানালেন সিদ্ধার্থ মালহোত্রা, শেয়ার করলেন রঙিন ছবি