সংক্ষিপ্ত
বিশ্ববাজারে যখন সোনার দামে যখন দুদিন কোনও পরিবর্তন ঘটেনি তখন অন্যদিকে খাস কলকাতাতেও শেষ দুদিন সোনার দাম অপরিবর্তিত রয়েছে। কলকাতায় প্রতি ১০ গ্রাম ২২ ক্যারেট সোনালি ধাতুর দর রয়েছে ৪৮ হাজার ২০০ টাকা। আর প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম রয়েছে ৫২ হাজার ৫৮০ টাকা। কলকাতায় সোনার দামের পারদ কবে হাফ সেঞ্চুরির ঘর থেকে নামবে এখন অপেক্ষাতেই প্রহর গুনছে আম ক্রেতা।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান ঘোষণার পরই হু হু করে বেড়েছিল সোনার দাম। একলাফে প্রায় দেড় হাজার টাকার কাছাকাছি বেড়ে গিয়েছিল সোনালি ধাতুর দর। তারপর কয়েকদিন সোনার দামের পারদের ওঠা নামা লেগে ছিল। তবে শেষ দুদিন বিশ্ববাজারে সোনার দাম রয়েছে অপরিবর্তিত (Gold Price Same For Last 2 Days)। শুক্রবার ও শনিবার প্রতি ১০ গ্রাম ২২ ক্যারেট ও ২৪ ক্যারেট সোনার দামে কোনও পরিবর্তন ঘটেনি। সেই হিসাবে আজ অর্থাৎ ১২ মার্চ বিশ্ববাজারে প্রতি ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম রয়েছে ৪৮ হাজার ২০০ টাকা। অন্যদিকে প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনালি ধাতুর দর রয়েছে ৫২ হাজার ৫৮০ টাকা। সোনার দামে পরিবর্তন না ঘটলেও সোনার দামের পারদ কিন্তু সেই উর্ধ্বমুখীই রয়েছে। মার্চ মাস মানেই ভরপুর বিয়ের মরশুম (Wedding Season)। আর সেই জায়গায় বিশ্ববাজারে সোনার দামের (Gold Price Today) যা গতিপ্রকৃতি তাতে সাধারণ ক্রেতা যে খুব একটা স্বস্তি পাবে না সে কথাই বলাই বাহুল্য।
বিশ্ববাজারে যখন সোনার দামে যখন দুদিন কোনও পরিবর্তন ঘটেনি তখন অন্যদিকে খাস কলকাতাতেও শেষ দুদিন সোনার দাম অপরিবর্তিত রয়েছে। আসুন তাহলে দেখে নেওয়া যাক আজ অর্থাৎ ১২ মার্চ শনিবার কলকাতায় প্রতি ১০ গ্রাম ২২ ক্যারেট ও ২৪ ক্যারেট সোনার দর কোথায় গিয়ে ঠেকল। আজ কলকাতায় প্রতি ১০ গ্রাম ২২ ক্যারেট সোনালি ধাতুর দর রয়েছে ৪৮ হাজার ২০০ টাকা। আর প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম রয়েছে ৫২ হাজার ৫৮০ টাকা। সোনা কিনতে কলকাতাবাসী যে খুব একটা স্বস্তি পাবে সে কথা কিন্তু মোটেই বলা যায় না। তবে হ্যাঁ, ৫৪ হাজারের থেকে সোনার দামের পারদ ৫২ হাজারে নামায় নামমাত্র স্বস্তি পেয়েছে কলকাতার আম ক্রেতারা (Custoers)।
প্রসঙ্গত, খাস কলকতাবাসীদেরও যে সোনা কিনতে একেবারে নাভিশ্বাস উঠছে সে কথা কিন্তু মোটেই বলার অপেক্ষা রাখছে না। সোনার দামের পারদ কবে একটু নিম্নমুখী হবে সেই আশাতেই প্রহর গুনছেন কলকাতার আম ক্রেতা। কলকাতাতেই এখন ভরপুর বিয়ের মরশুম। আর ওই যে বললাম বিয়ের মরশুম আর সোনার যোগ একে অন্যের সঙ্গে ওতোপ্রতোভাবে জড়িয়ে রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে সোনার দামের উত্তোরত্তোর বৃদ্ধিতে একেবারে নাজেহাল অবস্থা হয়েছিল সাধারণ ক্রেতাদের। সোনার দামের গতি যেভাবে বাড়ছে তাতে মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ অব্যাহত। এদিকে কলকাতায় সোনার দামের পারদ নিম্নমুখী হলেও ৫০ হাজারের নীচে নামেনি সোনালি ধাতুর দর। তাই ভরপুর বিয়ের মরশুমে সোনার দামে যে খুব একটা স্বস্তি পাবে না কলকাতাবাসী তা বলাই বাহুল্য।