সংক্ষিপ্ত
ব্য়াঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করা থাকলেই ঢুকবে ভর্তুকির টাকা। ভর্তুকির টাকা কখন ঢুকছে সেটা যদি জানতে পারেন তাহলে এখন অনলাইনেই জেনে নিতে পারবেন।
একটানা দীর্ঘদিন ঘরোয়া রান্নার গ্যাসের দামে (LPG) কোনও পরিবর্তন নেই। রান্নার গ্যাসের দামের উর্ধ্বমুখী পারদে একেবারে নাজেহাল মধ্যবিত্ত। তবে তার মাঝে কিছুটা স্বস্তি দিয়েছে রান্নার গ্যাসের ভর্তুকি। কেন্দ্রীয় সরকার বা মোদী সরকারের উদ্যোগে বর্তমানে অনেকের অ্যাকাউন্টেই ঢুকছে রান্নার গ্যাসের ভর্তুকি। ভর্তুকি পাওয়ার জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কিন্তু আধার লিঙ্ক অত্যাবশ্যক। যে ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধারকার্ড লিঙ্ক করানো আছে তারা রান্নার গ্যাসের সরকারি ভর্তুকি (Subsidy) তাঁর অ্যাকাউন্টে সরাসরি ঢুকে যাচ্ছে। কিন্তু যাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করা নেই তাঁরা কিন্তু এই কিন্তু এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। যদি এই সুবিধা থেকে বঞ্চিত হতে না চান তাহলে শীঘ্রই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করিয়ে ফেলুন।
অনেক ব্যক্তির আবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরের সঙ্গে আধার লিঙ্ক করানো থাকলেও কখনও ভর্তুকির টাকা ঢুকছে বা আদৌ ঢুকছে কিনা সেই বিষয় টেরই পান না। কিন্তু এই উন্নত প্রযুক্তির যুগে এক ক্লিকে যখন সব সমস্যার সমাধান হয়ে যাচ্ছে তখন আপনার মোবাইলের মাধ্যমেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে রান্নার গ্যাসের ভর্তুকি ঢুকল কিনা সেটাও জেনে নিতে পারবেন সহজে। আসুন তাহলে জেনে নেওয়া যাক কীভাবে আপনার মোবাইলে অনলাইনেই জেনে নিতে পারবেন রান্নার গ্যাসের ভর্তুকির বিস্তারিত খবর। উল্লেখ্য, রান্নার গ্যাসের ভর্তুকির খরচ এক এক রাজ্যে এক এক রকমের হয়ে থাকে। তবে সেক্ষেত্রে কিন্তু একটা সীমাবদ্ধতাও রয়েছে। যেমন-একটি পরিবারের বার্ষিক আয় যদি ১০ লাখ টাকা বা তার বেশী হয় তাহলে কিন্তু সরকারের ভর্তুকি পাওয়া যাবে না। বলা বাহুল্য, করোনা পরিস্থিতিতে সব জিনিসের দাম যেমন বেড়েছে তেমনই বেড়েছে রান্নার গ্যাসের দামও। এই পরিস্থিতিতে ভর্তুকি পেলে মন্দ কী..যতটুকু সাশ্রয় হয় তাতেই মঙ্গল।
এবার জেনে নেওয়া যাক, কীভাবে আপনি মোবাইলে দেখবেন যে আপনার ভর্তুকি ঢুকল কিনা। এর জন্য প্রথমে আপনাকে যেতে হবে http://mylpg.in/ এর অফিসিয়াল পেজে। এবার বেছে নিতে হবে রান্নার গ্যাস বা এলপিজি পরিষেবা প্রদানকরীকে বেছে নিয়ে Join DBT-এ ক্লিক করতে হবে। যদি আধার নম্বর না থাকে তাহলে DBTL অপশনে ক্লিক করতে হবে। তারপর খুলে যাবে একটি কমপ্লেন বক্স। সেখানে গিয়ে সাবসিটি স্ট্যাটাস লিখতে হবে। তারপর PAHAL অপশনে ক্লিক করতে হবে। এবার সাবসিডি নট রিসিভড অপশনে ক্লিক করতে হবে। তাহলেই একটি ডায়ালগ বক্স খুলে যাবে। সেখানে ডানদিকের ফাঁকা জায়গায় ১৭ সংখ্যার এলপিজি আই ডি লিখতে হবে। তারপর রেজিস্টার করা মোবাইল নম্বর লিখে ক্যাপচা কোডে ক্লিক করতে হবে। তারপর ক্লিক করতে হবে প্রসেড অপশনে। এবার আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে চলে আসবে ওটিপি। সেই সঙ্গে ইমেল আই ডি ও একটি পাসওয়ার্ড তৈরি করতে হবে। এই ইমেল আই ডি-তে একটি অ্যাক্টিভেশন লিংক আসবে। সই লিঙ্কে ক্লিক করলেই আপানর অ্যাকাউন্ট অ্যাকটিভেট হয়ে যাবে। এবার ফের http://mylpg.in-অ্যাকাউন্টে লগইন করতে হবে। এরপর পপআপ উইন্ডোতে এলপিজি অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্কযুক্ত আধার কার্ডসহ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে হবে। এবার যাচাইকরণের পর রিকোয়েস্ট জমা দিন। তাহলেই সিলিন্ডার বুকিং হিস্ট্রি, ভর্তুকির পরিমানের তথ্য পেয়ে যাবেন।