উত্তর-পূর্ব দিল্লির এক মহল্লা ক্লিনিকের এক চিকিৎসকের দেহেই এবার করোনভাইরাস ধরা পড়ল। ওই ক্লিনিকে গত ১২ থেকে ১৮ মার্চের মধ্যে যে যে রোগী এসেছিলেন সকলকে বিচ্ছিন্ন করা হচ্ছে।
করোনাভাইরাস LIVE, সামিল এবার মধ্যপ্রদেশ-ও, দেশে কোভিড-১৯'এ মৃত্যুর সংখ্যা বেড়ে ১১
করোনাভাইরাস সংক্রমণ ক্রমেই বিশ্বজুড়ে ত্রাস তৈরি করেছে। ইতিমধ্যে গোটা দুনিয়ায় আক্রান্তের সংখ্যা পৌঁছে গেছে ৩ লক্ষ ৭২ হাজারে। মৃত্যু হয়েছে ১৬ হাজার মানুষের। দেশে যাতে গোষ্ঠী সংক্রমণ আটকানো যায় সেকরাণে মঙ্গলবার মধ্যরাত থেকে ২১ দিনের জন্য লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর মধ্যেই বুধবার সকালে তামিলনাড়ুতে করোনা সংক্রমণে এক ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে। ভারতে ও বিশ্বব্যপী এই মহামারী সংক্রান্ত সর্বশেষ খবরাখবর জানতে চোখ রাখুন এখানে -
- FB
- TW
- Linkdin
বিশিষ্ট শেফ ফ্লয়েড কার্ডোজ-এর নভেল করোনভাইরাস পরীক্ষার ফল ইতিবাচক এসেছিল। বুধবার, নিউইয়র্কের এক হাসপাতালে মুম্বইয়ের এই ৫৯ বছর বয়সী শেফ-এর মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে পরিবারের পক্ষ থেকে।
বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে দেশব্যাপী লকডাউন নির্দেশিকায় আরও কিছু সংযোজন করা হল।
গত ২৪ ঘন্টায় আরও ১০জন নতুন আক্রান্তের সন্ধান মেলায় সব মিলিয়ে কর্ণাটকে এখন পর্যন্ত কোভিড-১৯ আক্রান্ত হলেন ৫১ জন। একজনের মৃত্যুও হয়েছে।
জম্মু-কাশ্মাীরে বুধবার আরও ৪ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ল। প্রত্যেকেই বান্দিপোরার বাসিন্দা। সব মিলিয়ে উপত্যকায় এখন মোট ৮ জন করোনা রোগী আছেন।
কেরালে এদিন আরও নয়জনের কোভিড-১৯ পরীক্ষার ফল ইতিবাচক এসেছে। এদের মধ্যে চারজন দুবাই থেকে, একজন ব্রিটেল থেকে এবং আরেকজন ফ্রান্স থেকে ফিরে এসেছিলেন। দক্ষিণের এই রাজ্যে মোট কোভিড-১৯ আক্রানেতর সংখ্যা ১১৮-তে পৌঁছল।
গত ২৪ ঘন্টায় দিল্লিতে লকডাউনের মধ্যেও আরও ৫জন নতুন করে কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন। তার মধ্যে একজনের মাত্র বিদেশে ভ্রমণের ইতিহাস আছে। সব মিলিয়ে এখন দিল্লিতে মোট আক্রান্তের সংখ্যা ৩৫। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, প্রয়োজনীয় পরিষেবা সরবরাহকারীদের ই-পাস ইস্যু করার জন্য হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে।
বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাঁর নির্বাচনী এলাকা বারাণসীর নাগরিকদের সঙ্গে কথা বললেন, প্রশ্নের জবাব দিলেন করোনাভাইরাস সংক্রমণ নিয়ে। তিনি এদিনও বলেছেন, ঘরে বসে সামাজিক দূরত্ব রাখাই করোনভাইরাসকে মোকাবেলার সেরা ও একমাত্র উপায়। এই রোগ ধনী ও দরিদ্রের মধ্যে বৈষম্য রাখে না। মহাভারতের যুদ্ধ ১৮ দিনে জেতা গিয়েছিল, করোনভাইরাস বিরুদ্ধে যুদ্ধ জিততে ২১ দিন সময় লাগবে। এছাড়া করোনাভাইরাস সম্পর্কে বিশ্বাসযোগ্য তথ্য পাওয়ার জন্য ৯০১৩১৫১৫১৫ নম্বরে সরকারের হোয়াটসঅ্যাপ হেল্পডেস্ক-এ যোগাযোগ করতে বলেচেন তিনি।
মধ্যপ্রদেশ বুধবার, করোনভাইরাস মহামারীতে প্রথম মৃত্যুর খবর পাওয়া গেল। ৬৫ বছর বয়সী ওই মহিলা ইন্দোরে চিকিৎসাধীন ছিলেন।
বুধবার স্পেনের-ও করোনাভাইরাস সংক্রমণজনিত কারণে মৃতের সংখ্যা চিনকে ছাড়িয়ে গেল। গত ২৪ ঘন্টায় ৭৩৮ জনের মৃত্যুর পর তাদের মৃত্যু মিছিল ৩৪৩৪-এ পৌঁছেছে।
ব্রিটিশ রাজপরিবারের পরবর্তী সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স চার্লস কোভিড-১৯ আক্রান্ত বলে জানা গিয়েছে।
রাজ্যে করোনায় আক্রান্তের দেহ সৎকার করতে গিয়ে তুলকালাম বেধেছিল নিমতলা শ্মশানঘাটে। স্থানীয় বাসিন্দারা শ্মশানের গেট আটকে দেহটি দাহ করতে দিতে বাধা দেন। ফলে গভীর রাত পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত দমদমের ওই প্রৌঢ়ের মৃতদেহ সৎকার করতে কালঘাম ছুটে যায় পুলিশ প্রশাসনের। এই পরিস্থিতিতে বড় সিদ্ধান্ত নিল কলকাতা পৌরসভা। যদি করোনা আক্রান্ত হয়ে রাজ্যে কারও মৃত্যু হয় তবে তাঁকে দাহ করা হবে ধাপার নির্দিষ্ট এলাকায় এবং পাশাপাশি কবর দেওয়ার জন্যও বাগমারির একটা নির্দিষ্ট এলাকা চিহ্নিত করল কলকাতা পৌরসভা।
করোনার বিরুদ্ধে প্রতিরোধ গড়তে লকডাউন চলছে দেশে। বন্ধ হল সেনার সদর দফতরও।
প্রথম করোনা আক্রান্ত ব্যক্তির দেখা মিলল মিজোরামে।
রাজ্যের প্রথম করোনা আক্রান্তের দেহ সৎকার ঘিরে গোলমালের পরে নিমতলা শ্মশানঘাটে বড়সড় পরিবর্তন। এদিকে সোমবার বিকেল ৫ টা থেকে শুরু হয়েছে লকডাউন।
আর প্রথম করোনা আক্রান্তের দেহ সৎকারের কাজ নিয়ে ভিড়ে ঠাসা নিমতলা শ্মশানঘাটের বরাবরের সেই ছবিটা সোমবার রাতের পর থেকেই বদলে গেল। সোমবার রাত থেকে নিমতলা শ্মশানঘাট সংলগ্ন এলাকা রীতিমতো থমথমে। মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। শ্মশানের বিপরীতে থাকা সব দোকান বন্ধ। করোনা আক্রান্তের দেহ সৎকার করতে গেলে প্রথমে প্রবল বাধার সামনে পড়তে হয় পুলিশকে। পরে পুলিশি প্রহরায় রাত পৌনে ১২টা নাগাদ পুরনো শ্মশানের ভিআইপি চুল্লিতে ওই ব্যক্তির দেহ ঢোকানো হয়। পৌরসভা সূত্রে জানা গিয়েছে, দাহকার্য শেষ হলে রাত ১টা থেকে সাড়ে ৩টে পর্যন্ত আড়াই ঘণ্টা ধরে ওই বৈদ্যুতিক চুল্লির পাশাপাশি পুরো ভবনটি জীবাণুমুক্ত করা হয়।
করোনা আক্রান্তের সংখ্যা পাকিস্তানে ছুঁয়ে ফেলল হাজারের গণ্ডি। এখনও পর্যন্ত ৭ জনের মৃত্যু দেশটিতে।
করোনা মোকাবিলায় স্বাস্থ্য দফতরের জন্য আরও ৫০ কোটি ঘোষণা উত্তরপ্রদেশ সরকারের।
কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে ৭ লোক কল্যাণ মার্গে। পরস্পরের মধ্যে দূরত্ব রেখে অনুষ্ঠিত হল বৈঠক।
নয়ডায় প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করতে বের হওয়া মানুষেদর জন্য দূরত্ব বজায় রাখতে কেটে দেওয়া হল গণ্ডী।
দেশে করোনা সংক্রমণ বেড়ে দাঁড়াল ৫৬২। এদের মধ্যএ ৪০ জন সুস্থ হয়ে উঠেছেন।