রাত ৯টা মহাকাশ থেকে ভারত কেমন দেখতে ছিল, সেই ছবি ক্যামেরাবন্দি করেছে নাসা, পরে সেই ছবি টুইটারে শেয়ার করেছেন বিগবি
করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য দেশবাসীকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর জন্য ৫ এপ্রিল রাত ৯টা ৯ মিনিটের জন্য বাড়ির সমস্ত আলো নিভিয়ে শুধুমাত্র প্রদীপ জ্বালাতে আহ্বান করেছেন। পাশাপাশি মোমবাতি, মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালানোর জন্য আহ্বান করেছেন তিনি।
রাত ৯টা মহাকাশ থেকে ভারত কেমন দেখতে ছিল, সেই ছবি ক্যামেরাবন্দি করেছে নাসা, পরে সেই ছবি টুইটারে শেয়ার করেছেন বিগবি
বাবা-মা-স্ত্রী ও কন্যাকে সঙ্গে করে প্রদীপ জ্বালালেন বাবুল সুপ্রিয়, প্রদীপ জ্বালানোর সময় কিশোরকুমারের দিয়ে জ্বলতে গানটি করেন তিনি
দক্ষিণী ছবির সুপারস্টার আল্লা অর্জুন তাঁর পরিবারের সঙ্গে প্রদীপ হাতে
একটা নয় একাধিক প্রদীপে বাড়ির বারান্দা আলোকিত করলেন অভিনেত্রী পূজা হেগড়ে
মুম্বইয়ে নিজের ফ্ল্যাটের ব্যালকনিতে গোটা মুম্বই-এর ছবি ধরার সঙ্গে সঙ্গে পরিবারের ছবিও ভিডিও করলেন করণ জোহর, যমজ দুই কন্যা ও পুত্র সন্তানের হাতে মোবাইলের আলো উজ্জ্বল হলেও করণের মা-এর হাতে ছিল মোমবাতি
ঠিক চোখ বন্ধ করে এমনই প্রার্থনা জানালেন অভিনেত্রী কৃতি শ্যানন
ব্যালকনিতে মোমবাতি হাতে অক্ষয়কুমার
তাঁদের নামের সঙ্গেই জড়িয়ে আছে দীপ শব্দটি, যেভাবে জনতা কারফিউ-তে করতালি দিয়ে প্রধানমন্ত্রীর পাশে দাঁড়িয়েছিলেন, এদিনও সেইভাবে হাতে প্রদীপ নিয়ে অন্ধকার মুম্বইয়ের স্কাইলাইনে উদ্ভাসিত হল দীপবীরের মুখ
সিঙ্গাপুরের বাড়ি থেকেই এদিন তাঁর অনুরাগীদের প্রদীপ প্রজ্বলনের পরামর্শ দিয়েছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, সেই তিনি এবার সিঙ্গাপুরের বাড়ি থেকেই ছবি শেয়ার করলেন, এই ছবিতে দেখা যাচ্ছে ঋতুপর্ণা-কে প্রদীপ হাতে দাঁড়িয়ে থাকতে
অরুণাচল প্রদেশের ইটানগরেও আলো নিবিয়ে প্রদীপ জ্বালান সাধারণ মানুষ, রাত ৯টায় কেমন দেখতে ছিল ইটানগরের স্কাইলাইন, সেই ছবি ধরা পড়েছে ড্রোন ক্যামেরায়
অরুণাচল প্রদেশের ইটানগরেও আলো নিবিয়ে প্রদীপ জ্বালান সাধারণ মানুষ, রাত ৯টায় কেমন দেখতে ছিল ইটানগরের স্কাইলাইন, সেই ছবি ধরা পড়েছে ড্রোন ক্যামেরায়
অরুণাচল প্রদেশের ইটানগরেও আলো নিবিয়ে প্রদীপ জ্বালান সাধারণ মানুষ, রাত ৯টায় কেমন দেখতে ছিল ইটানগরের স্কাইলাইন, সেই ছবি ধরা পড়েছে ড্রোন ক্যামেরায়
এখানে প্রদীপ জ্বালান জওয়ানরা
দিল্লিতে আইটিবিপি-র কোয়ারেন্টাইন সেন্টারে প্রদীপ জ্বালালেন জওয়ানরা
রাত ৮.৪৯টা পর্যন্ত বিদ্যুৎ-এর চাহিদা ছিল ১১৭৩০০ মেগাওয়াট এরপর বিদ্যুৎ-এর চাহিদা ৮৫৩০০ মেগাওয়াটে নেমে যায়, যা ৯.০৯ টা পর্যন্ত স্থায়ী ছিল। সবমিলিয়ে ভারত এই কয় মিনিটে ৩২ হাজার মেগাওয়াট বিদ্যুৎ বাঁচাতে পেরেছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় শক্তিমন্ত্রী আর কে সিং।
প্রদীপ জ্বালালেন সেনাবাহিনীর জওয়ানরাও
বলিউড তারকাদের মধ্যে অক্ষয়কুমার থেকে শুরু করে কৃতি শ্যানন-রাও প্রদীপ জ্বালালেন
কেন্দ্রীয়মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এভাবেই পরিবারকে সঙ্গে নিয়ে রাত নটায় প্রদীপ জ্বালালেন
অমৃতসরে অধিকাংশ বহুতলেই এভাবেই এদিন জ্বলে ওঠে প্রদীপ
পাকিস্তানে ভারতীয় হাইকমিশনেও হাইকমিশনার এবং সেখানে কর্মরত ভারতীয়রা এভাবেই প্রদীপ জ্বালান