গত ২৪ ঘন্টায় দিল্লিতে মোট ১৮৩ টি নতুন করোনভাইরাস মামলার সন্ধান পাওয়া গিয়েছে। এর মধ্যে ১৫৪ জনই নিজামউদ্দিন মার্কাজে তাবলিগি জামাতের সমাবেশে ছিলেন।
করোনাভাইরাস LIVE, ১০০০-এ মুম্বই, বিশ্বে মৃত্যু ছাড়ালো ১ লক্ষ
বিশ্বে এবার ১৬ লক্ষ ছাড়িয়ে গেল করোনা সংক্রমণের ঘটনা। মৃতের সংখ্যা ৯৫ হাজারের বেশি। তবে আশার খবর এরমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৩ লক্ষ ৫৬ হাজারেরও বেশি মানুষ। এদিকে ভারতে করোনা সংক্রমণ পেরিয়ে গেল ৬ হাজারের গণ্ডি। মৃতের সংখ্যা ছাড়িয়ে গেল দুশোর সীমা। এর মধ্যেই নিজেদের রাজ্যে ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউনের ঘোষণা করে দিল ওড়িশা সরকার। ভারতে ও বিশ্বব্যপী এই মহামারী সংক্রান্ত সর্বশেষ খবরাখবর জানতে চোখ রাখুন এখানে -
- FB
- TW
- Linkdin
মহারাষ্ট্রে করোনাভাইরাস আক্রান্ত রোগী সংখ্যা গত ২৪ ঘন্টায় ২১০ জন বেড়েছে। সবমিলিয়ে সুক্রবার রাত পর্যন্ত এই রাজ্যে মোট ১,৫৭৪ জন আক্রান্ত হয়েছেন। আর মৃত্যুর সংখ্যা ১৩টি বেড়ে ১১০-এ পৌঁছেছে। শুধু মুম্বই শহরেই ১,০০৮ আক্রান্ত এবং ৬৪ জনে মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।
করোনাভাইরাস মহামারীজনিত কারণে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা এক লক্ষ ছাড়িয়ে গেল। এখন বিশ্বব্যপী এই রোগে মৃতের সংখ্যা ১,০০,০৯০। আর বিশ্বে আক্রান্তের সংখ্যা ১,৬৩৮,২১৬টি। তবে ৩,৬৯,০১৭ জন রোগী সুস্থও হয়ে গিয়েছেন।
দিল্লি ও মুম্বইয়ের পরে শুক্রবার গুড়গাঁও-তেও বাড়ি থেকে বেরোলে সুরক্ষামূলক মাস্ক পরা বাধ্যতামূলক করা হল।
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের হিসাব অনুযায়ী গত ২৪ ঘন্টায় ভারতে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা বেড়েছে ৮৯৬ জন, আর মৃত্যুি হয়েছে ৩৭ জনের। সব মিলিয়ে ভারতে কোভিড-১৯ রোগীর সংখ্যা দাঁড়ালো ৬,৭৬১ জনের, মৃত্যু হয়েছে ২০৬ জনের।
ফের মদ্যপ্রদেশের ইন্দোরে মৃত্যু হল এক করোনাভাইরাস আক্রান্ত ডাক্তারের। এই নিয়ে ভারতে দ্বিতীয় ডাক্তারের এই রোগে মৃত্যু হল। দুটি ঘটনাই ইন্দোরের।
ওড়িশার পর পঞ্জাব, করোনাভাইরাসের জেরে লকডাউন-এর সীমা বাড়ানো হল ৩০ এপ্রিল পর্যন্ত
মুম্বইয়ের ধারাভি এলাকায় নতুন করে করোনা সংক্রমণের শিকার হলেন ৫ জন। আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২২।
চিনের উহানে ৭৬ দিনের লকডাউন উঠতেই বিয়ের ধুম। বিয়ের রেজিস্ট্রেশনের সংখ্যা ৩০০ গুণ বাড়ল।
স্পেনকেও টপকে গেল মার্কিন যুক্তরাষ্ট্র। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের মৃতের সংখ্যা ১৬ হাজার। আক্রান্তের সংখ্যা ৪ লক্ষেরও বেশি
করোনা সংক্রমণ মোকাবিলায় দিল্লি পুলিশ ড্রোন দিয়ে চালাচ্ছে তল্লাশি।
রাজ্যেই তৈরি হবে এবার করোনার ওষুধ।করোনা রুখতে 'বেঙ্গল কেমিক্যাল'কে হাইড্রোক্সিক্লোরোকুইন তৈরির ছাড়পত্র দিল রাজ্য ড্রাগ কন্ট্রোল। জানা গিয়েছে, মাসে দেড় কোটি ওষুধ তৈরি করতে পারবে 'বেঙ্গল কেমিক্যাল'।
ওষুধ পাঠানোর জন্য ভারতকে ধন্যবাদ জানালেন ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু।
আগামী ৩ মে পর্যন্ত লকডাউন চলবে ইতালিতে।
ভারতে করোনা সংক্রমণের সংখ্যা ৬,৭২৫। এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ২২৬ জন।