ব্যাটিংসর্বোচ্চ রান করেছেন। অনবিক ক্যাচ নিয়েছেন। সেই সঙ্গে শেষের দিকে এসে ২টি উইকেটও নিয়েছেন। স্বাভাবিকভাবেই ম্যান অবদ্য ম্যাচ হলেন বেন স্টোকস।
বিশ্বকাপে প্রথমদিনই বিশাল জয় পেল ইংল্যান্ড! ম্যাচের সেরা বেন স্টোকস
)
- শুরু হয়ে গেল আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯
- প্রথম ম্যাচে মুখোমুখি ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা
- টসে জিতে আগে বল নিল দক্ষিণ আফ্রিকা
- প্রথম একাদশে চমক দিল প্রোটিয়ারা
- FB
- TW
- Linkdin
ম্যাচের সেরা স্টোকস
বিশাল জয় পেল ইংল্যান্ড
১০৪ রানে বিশাল পেল ইংল্যান্ড। ৩৯,৫ ওভারেই শেষ হল প্রোটিয়া ইনিংস।
২০৭ রানেই গুটিয়ে গেল দক্ষিণ আফ্রিকা
পরের বলেই নতুন ব্য়াটসম্য়ান ইমরান তাহিরকে আউট করলেন স্টোকস।
এবার উইকেটও নিলেন স্টোকস
৮৯ রান করেছেন, দুর্দান্ত ক্যাচ নিয়েছেন, এবার উইকেটও নিলেন। তুলোে মারতে গিয়ে প্লাঙ্কেটের হাতে ধরা পড়লেন রাবাডা।
রাবাডা ক্যাচ প্লাঙ্কেট বল স্টোকস ১১ (১৯) (চার - ২টি)
ওভার ৩৯
প্রথম বলেই ফিরে গেলেন আমলা। দক্ষিণ আফ্রিকার হারের ছবিটা প্রায় পরিষ্কার হয়ে গেল। কিন্তু চতুর্থ বলে লুঙ্গি এনগিদি অসাধারণ ছয় মারলেন। এল ওই ত্র রানই।
দক্ষিণ আফ্রিকা - ১৯৯/৮, এনগিদি - ৬ (৫), রাবাডা - ৭ (১৫)
বিদায় নিলেন আমলাও
৩৮তম ওভারের প্রথম বলেই স্লো শর্ট বল না বুঝতে পেরে চালাতে গিয়ে বাটলারের হাতে ক্যাচ দি.য়ে ফিরে গেলেন আমলা।
আমলা ক্য়াচ বাটলার বল প্লাঙ্কেট ১৩ (২৩) (চার ১টি)
চাই ৭২ বলে ১১৯
৩৮ তম ওভারের দ্বিতীয় বলে রাবাজা এক্সট্রা কভারের উপর দিয়ে চার মেরেছইলেন। মর্গান স্টোকস-এর মতো একটি ক্যাচ নেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু পারেননি। রান এল ৭। দক্ষিণ আফঅরিকার জিততে চাই ৭২ বলে ১১৯।
দক্ষিণ আফ্রিকা - ১৯৩/৭, আমলা - ১৩ (২২), রাবাডা - ৭ (১৫)
ওভার - ৩৭
অন্য প্রান্তেও বোলিং পরিবর্তন। ফেরানো হল প্লাঙ্কেটকে। মাত্র ৩ রান এল।
দক্ষিণ আফ্রিকা - ১৮৬/৭, আমলা - ১১ (২০), রাবাডা - ২ (১১)
ওভার - ৩৬
বোলিং পরিবর্তন। বল দেওয়া হল বেন স্টোকস-কে। ব্য়াট ও ফিল্ডিং-এর পর বল হাতেও ভালো শুরু করলেন তিনি। মাত্র ১টি রান দিলেন।
দক্ষিণ আফ্রিকা - ১৮৩/৭, আমলা - ৯ (১৭), রাবাডা - ১ (৮)
ওভার - ৩৫
আদিল রশিদের ওভার থেকে এল ২ রান। বেন স্টোকস-এর দারুণ ক্যাচে ফিরে গেলেন ফেহলুকাওইও।
দক্ষিণ আফ্রিকা - ১৮২/৭, আমলা - ৭ (১৪), রাবাডা - ১ (৩)
দুর্দান্ত ক্যাচ, ফিরছেন ফেলহুকাওইও
আদিল রশিদের বলে তুলে মেরেছিলেন ফেলহুকাওইও। কিন্তু বাউন্ডারি লাইনে দুর্দান্তভাবে নিজের শরীর ছুড়ে ক্যাচ নিলেন বেন স্টোকস।
ফেলহুকাওইও ক্যাচ স্টোকস বল আদিল রশিদ ২৪ (২৫) (চার- ৪টি)
ওভার - ৩৪
একটু লাইনের গন্ডোগোল করে ফেললেন আর্চার। চতুর্থ বলে যার সুযোগ নিয়ে লেগ সাইডে গ্লান্স করে বাউন্ডারি মারলেন ফেহলুকাওইও। পরের বলটি আবার ওয়াইড করলেন। ওভার থেকে এল ৭ রান।
দক্ষিণ আফ্রিকা - ১৮০/৬, ফেলহুকাওইও - ২৪ (২৪), আমলা - ৭ (১৪)
ওভার - ৩৩
আদিল রশিদের প্রথম বলেই চার মারলেন ফেলহুকাওইও। ওভার থেকে এল ৬ রান।
দক্ষিণ আফ্রিকা - ১৭৩/৬, ফেলহুকাওইও - ১৯ (২০), আমলা - ৬ (১২)
ওভার - ৩২
আক্রমণে ফিরলেন আর্চার। আর তারপরেই দলকে খেলায় ফেরালেন। একটিও রান না দিয়ে নিলেন ভ্য়ান ডার জুসেনের উইকেট।
দক্ষিণ আফ্রিকা - ১৬৭/৬, আমলা - ৫ (৯), ফেলহুকাওইও - ১৪ (১৭),
মাঠে ফিরলেন আমলা
মাথায় চোট লাগায মাঠ ছেড়েছিলেন হাশিম আমলা। স্ক্যান করে ফিরে এসে ফের মাঠে নামলেন তিনি।
আর্চারের তৃতীয় উইকেট
অর্ধশতরান করার পরে জোফ্রা আর্চার ফিরতেই তাঁর বলে হুক করতে গিয়ে সময়ের ভুলে আউট হলেন ভ্যান ডার ডুসেন - ৫০ (৬১)
ভ্যান ডার ডুসেন ক্যাচ মইন আলি বল জোফ্রা আর্চার - ৫০ (৬১) (চার - ৪টি, ছয় - ১টি)
ওভার - ৩১
মাত্র ১ রান দিলেন আদিল রশিদ। পঞ্চম বলে ফেলহুকাওইও -র বিরুদ্ধে এলবিডব্লুর রিভিউ নিল ইংল্যান্ড। কিন্তু থার্ড আম্পায়ার নটআউট দিলেন।
দক্ষিণ আফ্রিকা - ১৬৭/৫, ফেলহুকাওইও - ১৪ (১৭),ভ্যান ডার ডুসেন - ৫০ (৫৬)
ওভার - ৩০
নিজের শেষ ওভারে ১০ রান দিলেন মইন আলি। প্রথম বলেই এগিয়ে এসে মিড অন এলাকা দিয়ে চার মারলেন ফেলহুকাওইও। আর চতুর্থ বলে ব্যাকফুটে এসে দুর্দান্ত অফ ড্রাইভ করলেন ভ্যান ডার ডুসেন।
দক্ষিণ আফ্রিকা - ১৬৬/৪, ফেলহুকাওইও - ১৪ (১৫),ভ্যান ডার ডুসেন - ৪৯ (৫২)
ওভার - ২৯
বোলিং আক্রমণে ফিরলেন রশিদ। চতুর্থ বলে এগিয়ে এসে চার মারলেন ফেলহুকাওইও। মোট ৬ রান এল ওভার থেকে।
দক্ষিণ আফ্রিকা - ১৫৬/৪, ফেলহুকাওইও - ৯ (১২),ভ্যান ডার ডুসেন - ৪৪ (৪৯),
প্রয়োজনীয় রানরেট ৭.৩৬
২৮তম ওভারে এল মাত্র ৪ রান। দক্ষিণ আফ্রিকার চাই ১৬২ রান। প্রয়োজনীয় রানরেট ৭.৩৬।
দক্ষিণ আফ্রিকা - ১৫০/৫, ভ্যান ডার ডুসেন - ৪৩ (৪৮), ফেলহুকাওইও - ৪ (৭)