৯ ওভারে ৩১ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন নুয়ান প্রদীপ। তিনিই এদিন ভাঙেন আপগান ব্যাটিং-কে। তিনিই হলেন ম্যাচের সেরা।
হতাশ করলেন আফগানরা, শ্রীলঙ্কা জয়ী ৩৪ রানে! নায়ক হলেন নুয়ান প্রদীপ
বিশ্বকাপ ২০১৯-এর সপ্তম ম্য়াচ। মুখোমুখি দুই এশিয় দেশ, আফগানিস্তান ও শ্রীলঙ্কা। এখনও অবধি তিনটি একদিনের ম্যাচে সাক্ষাতে শ্রীলঙ্কা জয় পেয়েছে ২টি ম্য়াচে ১টিতে আফগানিস্তান। বিশ্বকাপে ২০১৫ সালেই একবার মাত্র মুখোমুখি হয়েছিল দুই দেশ। সেখানেও জিতেছিল শ্রীলঙ্কা। কিন্তু গত চার বছরে একদিকে যেমন আফগানিস্তানের পারফরম্যান্স গ্রাফ ক্রমেই উঠেছে, অন্যদিকে বেশ কয়েকদজন তারকা ক্রিকেটারের একসঙ্গে অবসরের ধাক্কা এখনও সামলে উঠতে পারেনি শ্রীলঙ্কা। এশিয়া কাপ ২০১৮-র শেষ সাক্ষাতে শ্রীলঙ্কাকে কিন্তু হারিয়ে দিয়েছিল আফগনিস্তান। আজ কি হবে?
- FB
- TW
- Linkdin
৩২.৪ ওভারে ১৫২ রানেই শেষ হল আফগানিস্তানে ইনিংস। ফলে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ৩৪ রানে জয়ী হল শ্রীলঙ্কা।
মালিঙ্গার বিষাক্ত ইয়র্কারেই পডৃ়ল আফগানিস্তানের শে। উইকেট। হামিদকে আউট করলেন তিনি।
হামিদ বোল্ড মালিঙ্গা ৬ (৫) (ছয় ১টি)
ম্যাচ যত শেষের দিকে এগোচ্ছে ধরা পড়ে যাচ্ছএ আফগানিস্তানের অনভিজ্ঢতা। ৩২তম ওবারে দুটি চার মেরে ৯ রান নিয়েও শেষ বলে স্ট্রাইক নিজের হাতে রাখতে গিয়ে রান আউট হলেন তিনি।
নাজিবুল্লা রানআউট ৪৫ (৫৬)
আফগানিস্তান: ১৪৫/৯, মুজিব ০ (১), হামিদ ০ (২)
৩১তম ওবারে আক্রমণে ফিরেই ফের একটি উইকেট তুলে নিলেন সলাসিথ মালিঙ্গা। চতুর্থ বলে আউট হয়ে ফিরে গেলেন দৌলত জাদরান।
দৌলত জাদরান বোল্ড মালিঙ্গা ৬ (১৮) (চার ১টি)
ক্রিজে এলেন হামিদ হাসান
৩১ ওভার শেষে
আফগানিস্তান: ১৩৬-৮, হামিদ ০ (২), নাজিবুল্লা ৩৫ (৪৯)
দরকার ৬০ বলে ৪৯
ধীরে ধীরে এই ম্যাচে শ্রীলঙ্কার নায়ক হয়ে উঠছেন নুযান প্রদীপ। এবার রশিদ খানকেও ফিরিয়ে দিলেন তিনি। মোট ৪টি উইকেট শিকার করেছএন প্রদীপ এখনও পর্যন্ত।
রশিদ খান বোল্ড প্রদীপ ২ (৪)
আউট হয়ে গেলেন অধিনায়ক গুলবদিন নইব।
নইব এলবিডব্লু প্রদীপ ২৩ (৩২) (চার ২টি)
নতুন ব্যাচটসলম্যান রশিদ খান
২৫ ওভার শেষে
আফগানিস্তান: ১২২/৬, রশিদ খান ১ (১), নাজিবুল্লা ২৮ (৩৬)
৫০ রানের জুটি গড়ে ফেললেন গুলবদিন নইব ও নাজিবুল্লা জাদরান। হাঁটি হাঁটি পা পা করে জয়ের রানের দিকে এগোচ্ছে আৎগানিস্তান।
২৩ ওবারের শেষে
আফহগানিস্তান: ১০৭/৫, নাজিবুল্লা ২৩ (৩২), নইব ২০ (২৫)
২২তম ওভারের প্রথম বলেই ১০০ রানে পৌঁছল আফগানিস্তান। অপরাজিত নইব ১৬, নাজিবুল্লা ২৩। দরকার আর ৮৭ রান।
১৯তম ওভারে ফেরানো হল মালিঙ্গাকে। প্রথম দুই বলেি স্টেট ড্রাইভে ও মিড উইকেট দিয়ে দুটি দারুণ চার মারলেন তিনি। ওভার থেকে ১২ রান এল।
১৯ ওভারে শেষে
আফগানিস্তান: ৯৪-৫, নাজিবুল্লা ২১ (২৩), নইব ১১ (১০)
১৬তম ওভারে দুটি অসাধারণ চার মারলেন নাজিবুল্লা। ৫ উিকেট পড়ে যাওয়ার পরেও তিনি আশা দেখাচ্ছেন আফগানিস্তানকে।
১৬ ওভারের শেষে
আফগানিস্তান: ৭৩-৫, নৈাজিবুল্লা ১৬ (১২), নইব ০ (৩)
পরের ওভারেই আরও একটি উইকেট খোয়ালো আফগানিস্তান। পিচে বল অসমান বাউন্স হচ্ছে। তারই শিকার হলেন নবি।
নবি ক্যাচ পেরেরা বল উদানা ১১ (১৬) (চার -১টি)
ক্রিজে এলেন নাজিবুল্লা জাদরান
১৪ ওভার শেষে
আফগানিস্তান: ৬০-৫, নাজিবুল্লা ৩ (২), নইব ০ (১)
আরও একটি উইকেটের পতন ঘটল। দারুণ বল করছেন নুয়ান প্রদীপ। রানও দিচ্ছএন না। আরও একটি উইকেট তুলে নিলেন তিনি। ১৩তম ওবারের পঞ্চম বলে আউট হলেন বাশমতউল্লা শহিদি।
শহিদি ক্যাচ কুশল পেরেরা বল প্রদীপ ৪ (১৭)
আফগানিস্তান: ৫৭-৪, নইব - ০ (১), নবি ১১ (১২)
প্রথম পাওয়ার প্লে-র সেষে আক্রমণে আসলেন নুয়ান প্রদীপ। চতুর্থ বলেই আউট হলেন হজরতুল্লা জাজাই। তবে মূল কৃতিত্ব কুশল পেরেরার। থার্ডম্যান এলাকায় দারুণ একটি ক্যাচ নিলেন তিনি।
জাজাই ক্যাচ পেরেরা বল প্রদীপ ৩০ (২৫) (চার ৩টি, ছয় ১টি)
ক্রিজে এলেন মহম্মদ নবি
৯ ওভারের শেষে
আফগানিস্তান: ৪৪-৩, নবি ০ (২), শহিদি ২ (৪)
প্রথম পাওয়ার প্লের শেষ ওভারে রহমত শাহকে ফিরিয়ে দিলেন উদানা। তবে অপরদিকে এখনও অপ্রতিরোধ্য জাজাই।
৮ ওবারের শেষে
আফগানিস্তান: ৪৩-২, শহিদি - ১ (১), জাজাই - ৩০ (২৪)
পঞ্চম ওভারেই আঘাত হানলেন মালিঙ্গা। করুনারত্র হাতে ক্যাচ দিয়ে ফিরলেন শাহাজাদ।
শাহজাদ ক্যাচ করুনারত্নে মালিঙ্গা ৭ (১২) (চার - ১টি)
ক্রিজে এলেন রহমত শাহ।
৫ ওভারের পর
আফগানিস্তান: ৩৪-১, রহমত - ০ (২), জাজাই - ২৫ (১৬)
শুরু হল আফগানিস্তচানের ইনিংস ওপেন করলেন মহম্মদ শাহজাদ ও হজরতুল্লা জাজাই।
শ্রীলঙ্কার হয়ে বোলিং শুরু করলেন মালিঙ্গা।
বৃষ্টিতে অনেকটা সময় নষ্ট হওয়ায় খেলার ওভার সংখ্যা কমিয়ে ৪১ করা হয়েছে। ডাকওয়ার্থ-লুইস নিয়ম অনুযায়ী শ্রীলঙ্কা ২০১ রান করলেও আফগানিস্তানের সামনে লক্ষ্যমাত্রা দাঁড়াল ৪১ ওভারে ১৮৭।
১৩ বলে ১৫ রান করে অপরাজিত থাকলেন লাকমল। সব মিলিয়ে ২০১ রানেই অলআউট হল শ্রীলঙ্কা।
৩৭ তম ওভারের পঞ্চম বলে প্রদীপকে আউট করলেন রশিদ খান
প্রদীপ বোল্ড রশিদ ০ (৪)