কঠিন উইকেটে ধৈর্যশীল ইনিংস খেলে শতরান করলেন রোহিত শর্মা। তিনিই হলেন ম্যাচেররা।
চাহালের ৪ উইকেট, শতরান রোহিতের! দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৬ উইকেটে জিতল ভারত
বিশ্বকাপ ২০১৯-এর অষ্টম ম্য়াচ। অবশেষে বিশ্বকাপ অভিযান শুরু করছে ভারত। সামনে দক্ষিণ আফ্রিকা। এখনও অবধি চলতি বিশ্বকাপে দুটি ম্যাচেই পরাজিত হয়েছে প্রোটিয়ারা। তার উপর ভারত ম্যাচের আগেই টুর্নামেন্ট থেকেই ছিটকে গিয়েছেন ডেল স্টেইন। চোটের জন্য সম্ভবত খেলবেন না লুঙ্গি এনগিদিও। তবে বিশ্বকাপের অতীত রেকর্ড থেকে অনুপ্রেরণা পারে তারা। বিশ্বকাপে চারবার সাক্ষাতে তিনবারই ভারতকে পরাজিত করেছে দক্ষিণ আফ্রিকা। ভারতীয় শিবিরেও কেদার যাদবের চোট রয়েছে। তবে প্রাক ম্যাচ সাংবাদিক সম্মেলনে তাঁকে ১০০ শতাংশ সুস্থ বলেই দাবি করেছেন বিরাট কোহলি। আপাত দুর্বল প্রোটিয়াদের বিরুদ্ধে প্রথম ম্যাচে কি সহজেই জয় পাবে বিরাট বাহিনী? না কি দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার পর মরণ কামড় বসাবেন ডু প্লেসিস-রা? জানতে চোখ রাখুন এইখানে।
- FB
- TW
- Linkdin
৪৮তম ওভারেই ম্য়াচ শেষ করে দিল ভারত। ফেহলুকাওইও-র ওভারের তৃতীয় লেই আরও একটি চার মারলেন হার্দিক পাণ্ডিয়া আর তাতেই ৬ উইকেটে জয় নিশ্চিত হল ভারতের।
৪৭.৩ ওবারের পর
ভারত ২৩০-৪, হার্দিক পাণ্ডিয়া ১৫ (৭), রোহিত শর্মা ১২২ (১৪৪),
ফেহলুকাওইও ৮.৩-০-৪০-১
নিজের শেষ ওভারের প্রথম বলেই ধোনির উইকেট নিলেন মরিস। ক্রিজে এলেন হার্দিক পাণ্ডিয়া আর এসেই পর পর দুটি চার মারলেন তিনি।
৪৭ ওভারের পর
ভারত ২২৩ - ৪, হার্দিক ৯ (৪), রোহিত ১২২ (১৪৪)
মরিস ১০-৩-৩৬-১
অবশেষে ভাল বল করার পুরস্কার পেলেন ক্রিস মরিস।৪৬তম ওবারের প্রথম বলেই মারতে গিয়ে সময়ের ভুল করলেন ধোনি। সোজা উঠে গেল বলটি। নিজেই ক্যাচ ধরলেন মরিস
ধোনি ক্যাচ এবং বল মরিস ৩৪ (৪৬) (চার ২টি)
রাবাডার ওভার শেষ। ভারতের চাই ২৪ বলে ১৫ রান।
৪৬ ওভারের পর
ভারত ২১৩-৩, ধোনি ৩৪ (৪৫), রোহিত ১২১ (১৪৩),
রাবাডা ১০-১-৩৯-২
আক্রমণে আনা হয়েছিল ইমরান তাহিরকে। টচতুর্থ বলে ডিপ স্কোয়ারসলেগ দিয়ে চার মারলেন রোহিত শর্মা।
৪৫ ওভারের পর
ভারত ২০৮-৩, ধোনি ৩০ (৪১), রোহিত ১২০ (১৪১),
তাহির ১০-০-৫৮-০
৪৪.১ ওভারে ২০০ রানে পৌঁছল ভারত।
রোহিত ১১৪ (১৩৮), ধোনি ২৮ (৩৯)
রাবাডার তৃতীয় বলে রোহিত শর্মার ক্যাচ পড়ল। আর পরের বলেি আপার কাট মেরে বল বাউন্ডারিতে পাঠালেন হিটম্যান।
৪৪ ওভারের পর
ভারত ১৯৮-৩, রোহিত ১১২ (১৩৭), ধোনি ২৮ (৩৯),
রাবাডা ৯-১-৩৪-২
৪৪তম ওভারে রাবাডার বলে মারতে গিয়ে সময়ের ভুল করেছিলেন রোহিত। একেবারে লোপ্পা ক্যাচ ছিল ডেভিড মিলারের হাতে। কিন্তু তা ফেলে দিলেন মিলার।
৪৩তম ওভারে দুটি চার এল। দ্বিতীয় বেলই চার মারলেন ধোনি। আর চতুর্থ বলে বাউন্ডারি মারলেন রোহিত।
ভারত: ১৯৩-৩, ধোনি ২৮ (৩৯), রোহিত ১০৭ (১৩১)
শামসি ৯-০-৫৪-০
৪২ তম ওবারে ভারত পৌঁছে গেল ১৭৮ রানে। আর চাই ৫০ বলে ৫০ রান।
💯
— BCCI (@BCCI) June 5, 2019
What a knock from the HITMAN. Brings up his 23rd ODI ton off 128 deliveries👏👏
Live - https://t.co/Ehv6d9cOXp #TeamIndia #CWC19 pic.twitter.com/h0geGk742V
৪১তম ওভারে শামসির বলে শতরানে পৌঁছলেন রোহিত শর্মা।
১২৮টি বল নিলেন। এই ধৈর্যশীল ইনিংসেও ১০টি চার ও ২টি ছয় মারলেন।
🙌🙌#TeamIndia #CWC19 pic.twitter.com/7BxL81vGKr
— BCCI (@BCCI) June 5, 2019
৪০ ওভারের খেলা শেষ
ভারত: ১৭১-৩, ধোনি ১৭ (২৭), রোহিত ৯৭ (১২৫)
মরিস ৯-৩-২৬-০
আক্রমণে ফিরলেন ক্রিস মিসষ। তাঁর পঞ্চম বলে ধোনির বিরুদ্ধে এলবিডব্লুর আবেদন উঠল। আম্পায়ার লটআউট দিলেন। তারপরে বলেই পুল করে চার মারলেন তিনি।
৩৮ ওভারের পরে
ভারত ১৬৪-৩, ধোনি ১২ (১৯), রোহিত শর্মা ৯৫ (১২১),
মরিস ৮-৩-২৩-০
ফেহলুকাওইও-র পঞ্চম বলে দুর্দান্ত পাঞ্চ করে সোজাসুজি চার মারলেন রোহিত শর্মা। এর শঙঅগে সঙ্গে ৯৪ রানৈে পৌঁছলেন তিনি।
৩৭ ওভারের পর
ভারত ১৫৮-৩, রোহিত শর্মা ৯৪ (১১৮), ধোনি ৭ (১৬)
ফেহলুকাওইও ৬-০-২৭-১
৩৫তম ওবারে ১৫০ রানে পৌঁছল ভারত।
ভারতের প্রথম ৫০ রান এসেছিল ৯০ বলে, পরেরটি এসেছিল ৯৭ বলে, আর শেষ ৫০ রান এল ৭২ বলে।
৩৫ ওভারের শেষে
ভারত ১৫০-৩, রোহিত শর্মা ৮৮ (১১০), ধোনি ৫ (১২),
অনেক ভাবনা চিন্তা করে রাবাডাকে আরও এক ওভার বল দেওয়া হল। তাতেই এল সাফল্য। একটি বাজে শট খেলে আউট হয়ে গেলেন কে এল রাহুল।
৩২ ওভার শেষে
ভারত ১৩৯-৩, ধোনি ০ (৩), রোহিত শর্মা ৮৩ (১০১),
রাবাডা ৮-১-২৯-২
রাহুলের পতনে ক্রিজে এলেন এমএস ধোনি
৩২তম ওভারের তৃতীয় বলে তুলে মারতে গিয়ে আউট হলেন রাহুল। খুবই অপরিণতের মতো খেললেন।
রাহুল ক্যাচ ডু প্লোেসিস বল রাবাডা ২৬ (৪২) (চার ২টি), ভারত ১৯৩-৩
Rabada gets the wicket of Rahul to break a dangerous stand, just when it seemed like India were running away with it!
— ICC (@ICC) June 5, 2019
A dominant Rohit Sharma is still around, though!
FOLLOW #SAvIND LIVE 🔽 https://t.co/BRFVfISGgy pic.twitter.com/N9CeoCKSfF
প্রথম বলে অফস্টান্পের বাইরে বল পেয়েই পয়েন্ট দিয়ে বাউন্ডারিতে পাঠালেন রোহিত। ওভার থেকে এল ১০ রান।
৩১ ওভার শেষে
ভারত ১২৯-২, রোহিত শর্মা ৮৩ (১০১), রাহুল ২৬ (৩৯),
তাহির ৭-০-৩৯-১