১৬ বল বাকি থাকতেই ৭৩ রানে জয়ী হল ভারত। ১৭তম ওভারে ইশ সোধিকে ৯ রানে ফেরালেন হর্ষল প্যাটেল। আর তার পরের ওভারের দ্বিতীয় বলে সকি ফার্গুসনকে কট অ্য়ান্ড বোল্ড করলেন দীপক চাহারে।
১৭.২ ওভারের পর
নিউজিল্যান্ড ১১১ অলআউট
বোল্ট অপরাজিত ২ রানে।
রবিবার কলকাতায় (Kolkata) টি২০আই সিরিজের তৃতীয় ম্যাচে মুখোমুখি ভারত ও নিউজিল্যান্ড (India vs New Zealand)। জমজমাট এই ম্যাচের প্রতিমুহূর্তের লাইভ আপডেট (Live Update) পান এখানে -
১৬ বল বাকি থাকতেই ৭৩ রানে জয়ী হল ভারত। ১৭তম ওভারে ইশ সোধিকে ৯ রানে ফেরালেন হর্ষল প্যাটেল। আর তার পরের ওভারের দ্বিতীয় বলে সকি ফার্গুসনকে কট অ্য়ান্ড বোল্ড করলেন দীপক চাহারে।
১৭.২ ওভারের পর
নিউজিল্যান্ড ১১১ অলআউট
বোল্ট অপরাজিত ২ রানে।
এই ম্যাচেই প্রথম বল করার সুযোগ পেয়েছেন ভেঙ্কটেশ আইয়ার। প্রথম ম্যাচেই কেরিয়ারের প্রথম উইকেট পেলেন তিনি। ১৫তম ওভারের প্রথম বলেই আইয়ারের বলে এক্সট্রা কভারে রোহিত শর্মার হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন অ্যাডাম মিলনে। অফের বাইরে স্লোয়ার শর্ট বল করেছিলেন আইয়ার। ৬ বলে ৭ করলেন মিলনে। একটি ছয় মেরেছেন।
১৬ ওভারের পর স্কোর
নিউজিল্যান্ড ৯৫-৮
ইশ সোধি ৯ (১০)
লকি ফার্গুসন ০ (০)
ইশান কিষাণের দুরন্ত থ্রো-তে আউট মিচেল স্যান্টনার। করলেন ৪ বলে ২।
হর্ষল প্যাটেল উইকেট ছাড়া যেন থাকতেই পারেননা। ভারতকে ষষ্ঠ উইকেট দিলেন তিনি। স্লোয়ারে বিভ্রান্ত হয়ে, পন্থের হাতে ক্যাচ দিয়ে ৭ বলে ৩ রান করে আউট হলেন জেমস নিশাম। ছয় মারতে গিয়েছিলেন, বল পিছন দিকে অনেকটা উঠে যায়। অনেকটা দৌড়ে দারুণ ক্যাচ নিলেন পন্থ।
১৩ ওভারের পর স্কোর
নিউজিল্যান্ড ৮৩-৬
অ্যাডাম মিলনে ৬(২)
মিচেল স্যান্টনার ১(৩)
রান আউট হলেন টিম সেফার্ট। দ্বিতীয় রান নিতে চেয়েছিলেন তিনি। কিন্তু, নিশাম তাঁকে ফেরত পাঠান। মরিয়া ডাইভ দেওয়া সত্ত্বেও সময়ে ক্রিজে ঢুকতে পারেননি তিনি। ডিপ মিডউইকেট থেকে রকেটের গতিতে বলটি ছুঁড়েছিলেন ইশান কিষাণষ দারুণভাবে ধরে উইকেটে মারেন পন্থ। সেফার্ট করলেন ১৮ বলে ১৭ রান। নতুন ব্যাটার স্যান্টনার।
বেশ কয়েকদিন পর, এদিন ভারতীয় দলের প্রথম একাদশে ফিরেছেন যুজবেন্দ্র চাহাল। ১১তম ওভারে তিনিই ফেরালেন কিউইদের পক্ষে একা লড়াই করা মার্টিন গাপ্টিলকে। ৪টি চার এবং ৪টি ছয়-সহ ৩৬ বলে ৫১ রান করে গেলেন তিনি। নতুন ব্যাটার জেমস নিশাম।
৩৩ বলে অর্ধশতরান পূর্ণ করলেন মার্টিন গাপ্টিল।
১০ ওভারের পরে স্কোর
নিউজিল্যান্ড ৬৮-৩
মার্টিন গাপ্টিল ৫১(৩৪)
টিম সেফার্ট ১২(১৪)
নবম ওভারে ৫০ রান পার করল নিউজিল্যান্ড। চাহালকে একটি চার মারলেন সেইফার্ট, একটি চার একটি ছয় মারলেন গাপ্টিল।
৯ ওভারের পর স্কোর
নিউজিল্যান্ড ৬১-৩
মার্টিন গাপটিল ৪৭(৩০)
টিম সেফার্ট ৯(১২)
পঞ্চম ওভারে আক্রমণে ফিরে গ্লেন ফিলিপ্সকেও ফিরিয়ে দিলেন অক্ষর প্যাটেল। নিউজিল্যান্ডের স্কোর ৩০-৩
তৃতীয় ওভারের শেষ বলে ফের ধাক্কা দিলেন অক্ষর প্যাটেল। কোনও রান না করেই ফিরলেন চ্যাপম্যান।
৩ ওভারের পর স্কোর
নিউজিল্যান্ড ২২-২
মার্ক চ্যাপম্যান ০(২)
মার্টিন গাপ্টিল ১৭(১০)
তৃতীয় ওভারের শেষ বলে ফের ধাক্কা দিলেন অক্ষর প্যাটেল। কোনও রান না করেই ফিরলেন চ্যাপম্যান।
৩ ওভারের পর স্কোর
নিউজিল্যান্ড ২২-২
মার্ক চ্যাপম্যান ০(২)
মার্টিন গাপ্টিল ১৭(১০)
তৃতীয় ওভারে আক্রমণে এসেই প্রথম বলে ডেরিল মিচেলকে ফিরিয়ে দিলেন অক্ষর প্যাটেল। নতুন ব্যাটার, চ্যাপম্যান।
নিজের বলেই মার্টিন গাপ্টিলের সহজ ক্যাচ হাতছাড়া করলেন দীপক চাহার। স্বভাবসিদ্ধ মারকুটে ভঙ্গিতে খেলছেন গাপ্টিল। চাহারের বলে দ্বিতীয় ওভার থেকেই নিলেন ১৬ রান। সব মিলিয়ে 2 ওভার পরে স্কোর
নিউজিল্যান্ড ২১-০
মার্টিন গাপ্টিল ১৬ (৭)
ড্যারিল মিচেল ৫(৫)
শেষ ওভারে দীপক চাহার দেখালেন, প্রয়োজনে বড় শট মারতে পারেন তিনিও। দুটি চার এবং ১টি ছয় মারলেন তিনি। ফলে শেষ ওভারে ১৯ রান এল। ফলে ভারত ইনিংস শেষ করল ১৮৪-৭
রানে।
দীপক চাহার ২১ (৮) এবং অক্ষর প্যাটেল ২ (৪) অপরাজিত থাকলেন।
লকি ফার্গুসনের বলে ১৯তম ওভারে অদ্ভূতভাবে আউট হলেন হর্ষল প্যাটেল। ১১ বলে ১৮ রান করে হিটউইকেট হলেন তিনি। টি২০আই ক্রিকেটে কেএল রাহুলের পর দ্বিতীয় ভারতীয় হিসাবে এভাবে আউট হলেন তিনি। ২টি চার এবং ১টি ছয় মেরেছেন তিনি।
১৯ ওভার শেষে ভারতের রান ১৬৫-৭
দীপক চাহার ২(২)
অক্ষর প্যাটেল ২ (৪)
পরে ওভারেই মিলনের স্লোয়ারে পরাস্ত আরেক আইয়ার শ্রেয়স। তিনি করলেন ২০ বলে ২৫। মারলেন ২টি চার।
পরে ওভারেই মিলনের স্লোয়ারে পরাস্ত আরেক আইয়ার শ্রেয়স। তিনি করলেন ২০ বলে ২৫। মারলেন ২টি চার।
বোল্টের নাকল বলে পার্সত হয়ে চ্যাপম্যানের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন ভেঙ্কটেশ আইয়ার। সোজা খেলতে চেয়েছিলেন আইয়ার, কিন্তু বল শেষ পর্যন্ত যায় ডিপ মিড-উইকেটে। ভেঙ্কটেশ আইয়ার করলেন ১৫ বলে ২০। মারলেন ১টি করে চার ও ছয়।
১৬ ওভারের পর স্কোর
ভারত ১৪০-৫
শ্রেয়স আইয়ার ২৫ (১৯)
অক্ষর প্যাটেল ০(০)
হার্দিক পান্ডিয়া বোলিং না করলে ভেঙ্কটেশ আইয়ারকেই ভারতের ফিনিশার হিসেবে তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। সেই ভূমিকায় তিনি কতটা সফল হবেন, তা বিবেচনা করার জন্য এক দুর্দান্ত পরিস্থিতি রয়েছে এই ম্যাচে। স্পিনারদের বিপক্ষে দারুণ শুরু করেছেন তিনি। পেসার বিপক্ষে ডেথ ওভারে কী করেন, সেটাই দেখার বিষয়।
১৫ ওভারের পর স্কোর
ভারত ১৩৪-৪
শ্রেয়াস আইয়ার ২১ (১৫)
ভেঙ্কটেশ আইয়ার ১৯ (১৩)
অর্ধশতরানের পরই রোহিত শর্মাকে কট অ্যান্ড বোল্ড করলেন ইশ সোধি। রোহিত সোজা চালিয়েছিলেন, এক হাতে সেই বল লুফে নিলেন সোধি। ৩১ বলে ৫৬ রান করে গেলেন ভারত অধিনায়ক। মারলেন ৫টি চার এ ৩টি ছয়।