11:07 PM (IST) Oct 11
জয় পেল কেকেআর

রুদ্ধশ্বাস ম্যাচে আরসিবি ৪ উইকেটে হারাল কেকেআর। দ্বিতীয় এলিমিনেটরে দিল্লির মুখোমুখি হবে নাইটরা।

11:02 PM (IST) Oct 11
কেকেআরের দরকার ১ ওভরে ৭ রান

এক ওভারে কেকেআরের দরকার ৭ রান। ক্রিজে মর্গ্যান ও শাকিব।

11:00 PM (IST) Oct 11
আউট দীনেশ কার্তিক

এক ওভারে জোড়া শিকার সিরাজের। আউট দীনেশ কার্তিক।

10:50 PM (IST) Oct 11
আউট সুনীল নারিন

ফের জমে উঠল ম্য়াচ। মহম্মদ সিরাজের বলে আউট সুনীল নারিন। ২৬ রান করলেন তিনি।

10:48 PM (IST) Oct 11
১৭ ওভার শেষে কেকেআর ১২৪

ব্য়াট করছেন কার্তিক ও নারিন। ৩ ওভারে কেকেআরের দরকার ১৫ রান।

10:37 PM (IST) Oct 11
১৫ ওভার শেষে কেকেআর ১১২

১৫ ওভার শেষে কেকেআর ৪ উইকেটে ১১২। ৫ ওভারে দরকার ২৭ রান। 

10:34 PM (IST) Oct 11
আউট নীতিশ রানা

চাহলের বলে ২৩ রান করে আউট নীতিশ রানা। ১১০ রানে ৪  উইকেট কেকেআর।

10:24 PM (IST) Oct 11
এক ওভারে ৩টি ছক্কা মারলেন নারিন

রানের গতি বাড়াতে নারিনকে নামায় কেকেআর। ড্যান ক্রিস্টিয়ানের এক ওভারে তিনটি ছক্কা হাঁকান ড্যান ক্রিস্টিয়ানকে। ১২ ওভার শেষে কেকেআর ১০১ রানে ৩  উইকেট।

10:18 PM (IST) Oct 11
আউট ভেঙ্কটেশ আইয়র

তৃতীয় ধাক্কা কেকেআরের। হার্সল প্যাটেলের বলে ২৬ রান করে আউট হলেন ভেঙ্কটেশ আইয়র। ১১ ওভার শেষে ৭৯ রানে ৩ উইকেট কেকেআর।

10:11 PM (IST) Oct 11
১০ ওভার শেষে কেকেআর ৭৪

পরপর ২ উইকেট হারিয়ে ক্রিজে ব্যাট করছেন ভেঙ্কটেশ আইয়র ও নীতিশ রানা। ১০ ওভার শেষে কেকেআর ২ উইকেটে ৭৪।

10:01 PM (IST) Oct 11
আউট রাহুল ত্রিপাঠী

৬ রান করে চাহলের বলে আউট হলেন রাহুল ত্রিপাঠী।

09:52 PM (IST) Oct 11
আউট শুবমান গিল

১৮ বলে ২৯ রান করে হার্সল প্যাটেলের বলে আউট হলেন শুবমান গিল।  ৬ ওভার শেষে কেকেআর  ৪৮ রানে ১ উইকেট।

09:43 PM (IST) Oct 11
চতুর্থ ওভারে চারের হ্যাটট্রিক শুবমানের

 গিল। ভালো শুরু কেকেআরের। চতুর্থ ওভারে গার্টনকে পরপর তিনটি চার মারেন গিল। চতুর্থ ওভার শেষে কেকেআর ৩৬।

09:35 PM (IST) Oct 11
দ্বিতীয় ওভারে বিশাল ছক্কা ভেঙ্কটেশ আইয়রের

দ্বিতীয় ওভারে বিশাল ছক্কা মারলেন ভেঙ্কটেশ আইয়র। ২ ওভার শেষে কেকেআর বিনা উইকেটে ১৬।

09:30 PM (IST) Oct 11
প্রথম ওভার শেষে কেকেআর ৭

১৩৯ রান তাড়া করতে নামল কেকেআর। প্রথম ওভার শেষে রান ৭। একটি চার মারেন শুবমান গিল।

09:12 PM (IST) Oct 11
শেষ ওভারে উঠল রান

শেষ ওভারে করলেন শিব মাভি। একটি নোবল এবং একটি ওয়াইড-সহ ১২ রান দিলেন তিনি। কেকেআর-এর সামনে ১৩৯ রানের লক্ষ্যমাত্রা রাখল আরসিবি। ২০ ওভারে ১৩৬/৭ করল তারা। 

09:09 PM (IST) Oct 11
আউট ক্রিশ্চিয়ান

শেষ ওভারের চতুর্থ বলে রানাউট হলেন ড্যান ক্রিশ্চিয়ান। লকি ফার্গুসন ফিল্ডিং মিস করায় তাঁরা দুই রান নিতে গিয়েছিলেন। ক্রিশ্চিয়ান করলেন ৮ বলে ৯।

09:03 PM (IST) Oct 11
আউট শাহবাজ

১৪ বলে ১৩ করে আউট হলে শাহবাজ। ফার্গুসনের বলে ছয় মারতে গিয়ে শিবম মাভির হাতে ধরা পড়লেন তিনি। ১৯ ওভারের শেষে আরসিবি ১২৬/৬  

08:58 PM (IST) Oct 11
১৮ ওভারে আরসিবি ৫ উইকেটে ১১৯

১৮তম ওভারে ৬ রান দিলেন শিবম মাভি। 

১৮ ওভারের শেষে

আরসিবি - ১১৯/৫

শাহবাজ - ১২

ক্রিশ্চিয়ান - ২

08:53 PM (IST) Oct 11
আউট ম্যাক্সওয়েল

দুরন্ত নারাইনের কাছে বশ মানলেন ম্যাক্সওয়েলও। ১৮ বলে ১৫ রান করলেন তিনি। নতুন ব্যাটার ড্য়ান ক্রিশ্চিয়ান।

১৭ ওভারের শেষে

আরসিবি - ১১৩/৫

শাহবাজ - ৮

ক্রিশ্চিয়ান - ০