টানা চতুর্থ হার কেকেআরের। আন্দ্রে রাসেল চেষ্টা করেও শেষ রক্ষা হল না। ১৪৮ রানে শেষ হল কেকেআরের ইনিংস। ৮ রানে ম্য়াচ জিতল গুজরাট টাইটানস।
KKR vs GT- কোন পথে গুজরাটের কাছে হারল কেকেআর, দেখুন ম্যাচের সব আপডেট
শনিবার আইপিএলের দুটি ম্যাচের প্রথমটিতে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স গুজরাট টাইটানস। একদিকে দুরন্ত ফর্মে থাকা হার্দিক পান্ডিয়ার দল। প্রথম ৬টি ম্য়াচের মধ্যে ৫টিতেই জিতে বর্তমানে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে গুজরাট। আজকের ম্য়াচে কেকেআরকে হারাতে পারলেই ফের এক নম্বরে পৌছে যাবে হার্দিক ব্রিগেড। অপরদিকে প্রতিযোগিতার ঘুড়ে দাঁড়ানোর লড়াই কলকাতা নাইট রাইডার্সের। প্রতিযোগিতার প্রথম ৪টি ম্য়াচে ৩টিতে জয় পেয়ে শুরুটা ভালো করেছিল নাইটরা। কিন্তু শেষ তিনটি ম্যাচ টানা হেরে অনেকটাই ব্য়াকফুটে শ্রেয়স আইয়রের দল। সেমি ফাইনালে যাওয়ার রাস্তা মসৃণ রাখতে হলে গুজরাটের বিরুদ্ধে জয়ে ফিরতে মরিয়া কেকেআর।
- FB
- TW
- Linkdin
একটি ছয় মেরে আউট রাসেল। আলজারি জোসেফের বলে আউট হলেন তিনি। ২৫ বলে ৪৮ করলেন রাসেল। ৪ বলে দরকার ১২ রান।
৬ বলে দরকার ১৮ রান, ক্রিজে রাসেল ও উমেশ
ক্রিজে রাসেল-উমেশ। ১৮ ওভার শেষে ১২৮ কেকেআর। ২ ওভারে দরকার ২৯ রান।
১৭ ওভার শেষে কেকেআর ১২০। ৩ ওভারে দরকার ৩৭
২ রান করে রাশিদ খানের বলে বোল্ড শিবম মাভি। ১০৮ রানে ৭ উইকেট কেকেআর।
কেকেআরের ভরসা একমাত্র রাসেল। ৫ ওভারে দরকার ৫০ রান। ১৫ ওভার শেষে ১০৭ কেকেআর।
৬ ওভারে কেকেআরের দরকরা ৫৮ রান। ১৪ ওভারে ৯৯ কেকেআর। ৬ উইকেটের বিনিময়ে।
১৬ রান করে রাশিদ খানের বলে আউট ভেঙ্কটেশ আইয়র।
যশ দয়ালের বলে ক্যাচ আউট হওয়ার পরও নো বল হওয়ায় বেঁচে যান রাসেল। তারপর দুটি বিশাল ছয়। ১৩ ওভারে ৯৮ কেকেআর।
৩৫ রান করে যশ দয়ালের বলে আউট হলেন রিঙ্কু সিং। কেকেআর ৭ রানে ৫ উইকেট।
উইকেট বাঁচিয়ে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যাচ্ছেন রিঙ্কু সিং ও ভেঙ্কটেশ আইয়র। ১০ ওভার শেষে কেকেআক ৬৩।
লড়াই করছেন রিঙ্কু সিং। ৮ ওভার শেষে কেকেআর ৪ উইকেট হারিয়ে ৫০
ব্য়াট করছেন রিঙ্কু সিং ও ভেঙ্কটেশ আইয়র। ৭ ওভার শেষে কেকেআর ৪ উইকেটে ৪১।
যশ দয়ালের বলে ১২ রান করে আউট হলেন শ্রেয়স আইয়র। ৩৪ রানে ৪ উইকেট কেকেআর।
একের পর এক উইকেট হারিয়ে চাপে কেকেআর। ৫ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে কেকেআর ২৪।
২ রান করে লকি ফার্গুসনের বলে আউট হলেন নীতিশ রানা। ১৬ রানে ৩ উইকেট কেকেআর।
আলজারি জোসেফের বলে একটি চার মারলেন শ্রেয়স আইয়র। ৪ ওভার শেষে ১৬ কেকেআর
শুরুতেই চাপে কেকেআর। ৩ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ১১।
শামির তৃতীয় ওভারেই আউট নারিন। ৫ রান করে আউট নারিন।