১৯ ওভারেই জয়ের লক্ষ্যে পৌছে গেল দিল্লি। ৪ উইকেটে কেকেআরকে হারাল ঋষভ পন্থের দল।
KKR vs DC Highlights- কোন পথে কীভাবে কেকেআরকে হারাল দিল্লি, জানুন সমস্ত আপডেট
আইপিএল ২০২২-এর মেগা ম্যাচে আজ মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স ও দিল্লি ক্যাপিটালস। প্রতিযোগিতার মাঝ পথে এসে অনেকটাই ছন্দ হারিয়েছে শ্রেয়স আইয়র ও ঋষভ পন্থের দল। পারফরম্যান্সের ধারাবাহিকতার অভাব একের পর এক হারে শেষ চারে ওঠার রাস্তা অনেকটাই কঠিন হয়েছে দুই দলের। বর্তমানে ৭ টি ম্য়াচের মধ্যে তিনটিতে জিতে লিগ টেবিলের সপ্তম স্থানে রয়েছে দিল্লি ক্যাপিটালস। অপরদিকে আটটি ম্যাচের মধ্যে ৩টিতে জিতে লিগগ টেবিসলের অষ্টম স্থানে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। শেষ চারটি ম্য়াচ পরপর হেরে কেকেআরের সমস্যাটা আরও বেশি। এই পরিস্থিতিতে জয়ে ফিরতে মরিয়া দুই দল।
- FB
- TW
- Linkdin
১৮ ওভার শেষে ১৪৩ দিল্লি। ২ ওভারে দরকার ৪ রান।
জয়ের দোরগোড়ায় দিল্লি। ৩ ওভারে দরকার ১৬ রান। ১৭ ওভার শেষে ১৩১ দিল্লি।
ভালো ব্য়াট করছিলেন অক্ষর প্য়াটেল ও রভম্য়ান পাওয়েল। কিন্ত ২৪ রান করে রান আউট হলেন অক্ষর প্য়াটেল। ১৫ ওভার শেষে ১১৩ রানে ৬ উইকেট দিল্লি। ৫ ওভার দরকার ৩৪ রান।
দিল্লি পরপর তিনটি উইকেট হারিয়ে জমে উঠল ম্য়াচ। ১২ ওভার শেষে ৮৭ রানে ৫ উইকেট দিল্লি।
১২ তম ওভারের প্রথম বলেই উমেশ যাদবের তৃতীয় শিকার হলেন ঋষভ পন্থ। ২ রান করে আউট হলেন দিল্লি অধিনায়ক।
এগারতম ওভারে সুনীল নারিনের বলে আউট হলেন ললিত যাদব।২২ রান করলেন তিনি। ১১ ওভার শেষে দিল্লি ৮৪ রানে ৪ উইকেট।
দশম ওভারে ৪৩২ রান করে আউট হলেন ডেভিড ওয়ার্নার। উমেশ যাদব নিলেন তার দ্বিতীয় উইকেট। ৩ উইকেটে ৮৩ দিল্লি ক্যাপিটালস।
দ্রুত গতিতে এগোচ্ছে দিল্লি ক্যাপিটালস। নীতিশ রানাকে এনে ফাটকা খেলতে গিয়ে কাজে এল না শ্রেয়সের। এক ওভারে দিলেন ১৪ রান। ৯ ওভার শেষে ৮০ দিল্লি।
উইকেট না পড়ায় চাপ বাড়ছে কেকেআরের উপর। ৮ ওভার শেষে দিল্লি ক্যাপিটালস ২ উইকেটে ৬৬।
পার্টনারশিপ গড়ছেন ডেভিড ওয়ার্নার ও ললিত যাদব। ৬ ওভার শেষে ২ উইকেটে ৪৭ দিল্লি ক্যাপিটালস।
২ উইকেট পড়লেও আক্রমণাত্মক ব্য়াটিং করছেন ওয়ার্নার। ৪ ওভার শেষে দিল্লি ক্যাপিটালস ২ উইকেটে ৩৫।
পরপর ২ ওভারে ২ উইকেট। ২ ওভার শেষে দিল্লি ২ উইকেটে ১৭
আইপিএল ডেবিউয়ের প্রথম ওভারেই উইকেট পেলেন হর্শিত রানা। ১৩ করে আউট হলেন মিচেল মার্শ।
পৃথ্বি শ-কে উমেশ যাদব আউট করলেও একটি করে চার মারলেন মিচেল মার্শ ও ডেভিড ওয়ার্নার। দিল্লি ১ ওভার শেষে ১ উইকেটে ১১।
উমেশ যাদবের প্রথম বলেই শূন্য রানে আউট পৃথ্বি শ। দুরন্ত শুরু কেকেআরের।
প্রাথমিক ব্যাটিং বিপর্যয় সামলে দিল্লির বিরুদ্ধে নীতিশ রানা, শ্রেয়স আইয়র ও রিঙ্কু সিংয়ের ব্যাটে ভর করে ১৪৬ রান করল কেকেআর ৯ উইকেটের বিনিময়ে।
একই ওভারে ৩ উইকেট নিলেন মুস্তাফিজুর রহমান। খাতা না খুলেই আউট টিম সাউদি।
শেষ ওভারে মুস্তাফিজুর রহমানের বলে আউট হলেন নীতিশ রানা। ৫৭ রানের অনবদ্য ইনিংস খেললেন তিনি।
শেষ ওভারে বিগ হিট করতে গিয়ে মুস্তাফিজুর রহমানের বলে আউট হন রিঙ্কু সিং। করলেন ২৩ রান।