লড়াই করেও পারল না কেকেআর। ২ রানে ম্যাচ জিতে প্লে অফে লখনউ।
- Home
- Sports
- Cricket
- KKR vs LSG- কেকেআর বনাম লখনউ সুপার জায়ান্টস ম্যাচের প্রতি মুহূর্তের লাইভ আপডেট এক ক্লিকে
KKR vs LSG- কেকেআর বনাম লখনউ সুপার জায়ান্টস ম্যাচের প্রতি মুহূর্তের লাইভ আপডেট এক ক্লিকে
বুধবার আইপিএল সুপার ফাইটে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও লখনউ সুপার জায়ান্টস। এই ম্য়াচকে কোয়ার্টার ফাইনাল বললেও খুব একটা ভালো হয়নি। কারণ একদিকে শেষ চারের টিকিট একশো শতাংশ নিশ্চিৎ করতে এই ম্যাচ থেকে জয় চাইছে কেএল রাহুলের দল। বর্তমানে ১৩ ম্য়াচে ৮টি জয় ১৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানে রয়েছে লখনউ। অপরদিকে, এই ম্য়াচ ডু অর ডাই কেকেআরের কাছে। বড় ব্যবধানে ম্যাচ জয়ের পাশাপাশি প্লে অফে উঠতে হলে শ্রেয়স আইয়রের দলকে তাকিয়ে থাকতে হবে অন্য দলের ফলাফলের দিকে। বর্তমানে ১৩ ম্যাচে ৬টি জয় ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে কেকেআর। প্রথম পর্বের ম্যাচে লখনউয়ের কাছে হারতে হয়েছিল কলকাতাকে। আজকের ম্যাত কেকেআর কাছে বদলারও। ফলে ২ পয়েন্ট ঘরে তুলতে মরিয়া নাইটরা। হাড্ডাহাড্ডি ম্য়াচ দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা।
- FB
- TW
- Linkdin
১৫ বলে ৪০ রান করে আউট রিঙ্কু সিং।
মরিয়া চেষ্টা করছেন রিঙ্কু সিং ও সুনীল নারিন। ১৯ ওভার শেষে ১৯০ রান কেকেআর। শেষ ওভারে ২১ রান দরকার নাইটদের।
লক্ষ্য কঠিন হলেও আক্রমণাত্মক শট খেলছেন রিঙ্কু সিং ও সুনীল নারিন। ১৮ ওভার শেষে ১৭৩ রানে ৬ উইকেট কেকেআর। ২ ওভারে দরকার ৩৮ রান।
পরপর উইকেট হারিয়ে চাপে কেকেআর। ১৭ ওভার শেষে ৬ উইকেটে ১৫৬ কেকেআর। ৩ ওভারে দরকার দরকার ৫৫ রান।
৫ রান করে মহসিন খানের বলে আউট হলেন আন্দ্রে রাসেল।
১৬ তম ওভারে রবি বিষ্ণোইকে একটি ছয় মারার পর আউট হলেন স্যাম বিলিংস। ৩৬ রান করেন তিনি। ১৪২ রানে ৫ উইকেট।
ক্রিজে রাসেল ও বিলিংস। ১৫ ওভার শেষে ১৩৪ কেকেআর। ৩০ বলে দরকার ৭৭ রান।
অর্ধশতরান করে আউট হলেন শ্রেয়স আইয়র। মার্কাস স্টয়নিসের শিকার হলেন তিনি। কেকেআর ১৩১ রানে ৪ উইকেট।
লড়াই করছে কেকেআর। বিলিংস ও শ্রেয়সের অনবদ্য পার্টনারশিপ। ১২ ওভার শেষে ৩ উইকেটে ১২৫ কেকেআর।
ইনিংসের রাশ ধরেছেন শ্রেয়স আইয়র ও স্যাম বিলিংস। দশম ওভারে আবেশ খানের বলে এল ২০ রান। ১০ ওভারে ৩ উইকেটে ৯৯ কেকেআর।
উইকেট পড়লেও ওভারে একটি ছয় মারলেন শ্রেয়স ৮ ওভার শেষে কেকেআর ৩ উইকেটে ৭৫।
অষ্টম ওভারে কৃষ্ণাপ্পা গৌতমের বলে বিগ হিট করতে গিয়ে আউট হলেন নীতিশ রানা। ২২ বলে ৪২ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি।
ষষ্ঠ ওভারে কৃষ্ণাপ্পা গৌতমের ওভারে ১৩ রান। ৩টি চার মারলেন নীতিশ রানা। ২০ বলে অর্ধশথরানের পার্টমারশিপ পূরণ করেন রানা ও শ্রেয়স। ৬ ওভার শেষে কেকেআর ২ উইকেটে ৬০ রান।
জেসন হোল্ডােরের ওভারে ২টি চার ও একটি ছয় মাারলেন শ্রেয়স আইয়র। ৫ ওভার শেষে কেকেআর ৪৭। ২ উইকেটের বিনিময়ে।
চতুর্থ ওভারে আবেশ খানের বলে ৫টি চার মারলেন নীতিশ রানা। ওভারে এল ২১ রান। ৪ ওভার শেষে কেকেআর ২ উইকেটে ৩১।
খারাপ শুরু কেকেআরের। ৩ ওভার শেষে ২ উইকেট ১০।
নিজের দ্বিতীয় উইকেট নিলেন মহসিন খান। ৪ রান করে আউট হলেন অভিজিৎ তোমর। কেকেআর ২ উইকেটে ৯।
ভেঙ্কটেশ আইয়র আউট হওয়ার পর ক্রিজে এসে চার মারলেন নীতিশ রানা। প্রথম ওভার শেষে কেকেআর ৪ রানে ১ উইকেট
মহসিন খানের প্রথম ওভারেই খাতা না খুলে আউট ভেঙ্কটেশ আইয়র।