Live- Ind-Aus ODI- ফিঞ্চ ও স্মিথের জোড়া সেঞ্চুরি, ভারতকে ৩৭৫ রানের পাহাড় প্রমাণ টার্গেট দিল অস্ট্রেলিয়া

Live Update of India-Australia first ODI from Sydney as Australia choose to bat

12:51 PM IST

৪৫ ওভার শেষে ৪ উইকেটে ৩৩০ রান অস্ট্রেলিয়ার

ম্যাক্সি-র ঝোড়ো ব্যাটিং। স্টিভ স্মিথের আক্রমণাত্মক মেজাজ।  ৩৫০ রানের টার্গেট দেওয়ার পথে অস্ট্রেলিয়া। স্মিথ ৫১ বলে ৮১ রান করে অপরাজিত। ম্যাক্সওয়েল ১৯ বলে ৪৫ রান করে প্যাভিলিয়নে ফেরেন। ৪৪.৫ ওভারে তাঁকে ক্যাচ আউট করেন মহম্মদ সামি। 

12:36 PM IST

৪২ ওভারের শেষে ৩ উইকেটে ২৮১ রান অস্ট্রেলিয়ার

ক্রিজে রয়েছেন স্মিথ ও ম্যাক্সওয়েল। স্মিথ ৪৭ বলে ৭২ রানে ব্যাট করছেন। ম্যাক্সওয়েল ৬ বলে ৭ রান করে অপরাজিত। ফিঞ্চ ১২৪ বলে ১১৪ রান করে প্যাভিলিয়নে ফিরেছেন। স্টোয়িন্স ১ বলে ০ রান করে আউট হয়েছেন।

12:10 PM IST

৩৭ ওভারের শেষে ১ উইকেটে ২২৬ রান অস্ট্রেলিয়ার

ক্রিজে রয়েছেন স্মিথ ও ফিঞ্চ। ফিঞ্চ ১১৫ বলে ৯৮ রান করে অপরাজিত। স্মিথ ৩৫ বলে ৪৬ রান করে ব্যাট করছেন।

11:46 AM IST

সকালে কীভাবে হোটেল থেকে বের হল টিম ইন্ডিয়া

11:45 AM IST

ওয়ার্নারকে প্যাভিলিয়নে ফিরিয়ে সামির হুঙ্কার

11:43 AM IST

ফিল হিউজস ও ডিন জোন্সের স্মৃতির উদ্দেশে নীরবতা পালন

11:41 AM IST

বর্ণবিদ্বেষের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ম্যাচ শুরুর আগে নীরবতা পালন

11:39 AM IST

করোনা আবহেও ভক্তদের উৎসাহে কমতি নেই সিডনি ক্রিকেট গ্রাউন্ডে

11:32 AM IST

টসের মুহূর্ত- দেখে নিন ছবিতে

11:27 AM IST

২৮ ওভারের শেষে অস্ট্রেলিয়া ১ উইকেটে ১৫৭ রান

২৭.৫ ওভারের মহম্মদ সামির বলে প্যাভিলিয়নে ফিরলেন ওয়ার্নার, তিনি ৭৬ বলে ৬৯ রান করেন, ৬টি বাউন্ডারি রয়েছে তাঁর ইনিংসে। শেষ ৫ ওভারে অস্ট্রেলিয়া ৩১ রান সংগ্রহ করেছে, হারিয়েছে একটি উইকেট। শেষ ৫ ওভারে রানের গড় ৬.২০। 

11:03 AM IST

২২ ওভারের শেষে ১১৮ রান অস্ট্রেলিয়া

ক্রিজে ব্যাট করছেন ডেভিড ওয়ার্নার এবং অ্যারন ফিঞ্চ। ওয়ার্নার অপরাজিত ৫২ বলে ৪৮ রান করে। ফিঞ্চ অপরাজিত ৮১ বলে ৫৬ রান করে। 

12:53 PM IST:

ম্যাক্সি-র ঝোড়ো ব্যাটিং। স্টিভ স্মিথের আক্রমণাত্মক মেজাজ।  ৩৫০ রানের টার্গেট দেওয়ার পথে অস্ট্রেলিয়া। স্মিথ ৫১ বলে ৮১ রান করে অপরাজিত। ম্যাক্সওয়েল ১৯ বলে ৪৫ রান করে প্যাভিলিয়নে ফেরেন। ৪৪.৫ ওভারে তাঁকে ক্যাচ আউট করেন মহম্মদ সামি। 

12:36 PM IST:

ক্রিজে রয়েছেন স্মিথ ও ম্যাক্সওয়েল। স্মিথ ৪৭ বলে ৭২ রানে ব্যাট করছেন। ম্যাক্সওয়েল ৬ বলে ৭ রান করে অপরাজিত। ফিঞ্চ ১২৪ বলে ১১৪ রান করে প্যাভিলিয়নে ফিরেছেন। স্টোয়িন্স ১ বলে ০ রান করে আউট হয়েছেন।

12:10 PM IST:

ক্রিজে রয়েছেন স্মিথ ও ফিঞ্চ। ফিঞ্চ ১১৫ বলে ৯৮ রান করে অপরাজিত। স্মিথ ৩৫ বলে ৪৬ রান করে ব্যাট করছেন।

11:46 AM IST:

11:44 AM IST:

11:43 AM IST:

11:40 AM IST:

11:39 AM IST:

11:31 AM IST:

11:29 AM IST:

২৭.৫ ওভারের মহম্মদ সামির বলে প্যাভিলিয়নে ফিরলেন ওয়ার্নার, তিনি ৭৬ বলে ৬৯ রান করেন, ৬টি বাউন্ডারি রয়েছে তাঁর ইনিংসে। শেষ ৫ ওভারে অস্ট্রেলিয়া ৩১ রান সংগ্রহ করেছে, হারিয়েছে একটি উইকেট। শেষ ৫ ওভারে রানের গড় ৬.২০। 

11:01 AM IST:

ক্রিজে ব্যাট করছেন ডেভিড ওয়ার্নার এবং অ্যারন ফিঞ্চ। ওয়ার্নার অপরাজিত ৫২ বলে ৪৮ রান করে। ফিঞ্চ অপরাজিত ৮১ বলে ৫৬ রান করে। 

একদিনের সিরিজে আজ প্রথম ম্যাচ। সিডনি-তে মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া। ভারতীয় দলে নেওয়া হয়েছে মায়াঙ্ক আগরওয়ালকে। তিনি ওপেন করবেন বলেই ভারতীয় টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর।