১৫ তম ওভারেই জয়ের লক্ষ্যে পৌছে গেল নিউজিল্যান্ড। ভারতকে ৮ উইকেটে হারাল কেন উইলিয়ামসনের দল। টানা ২ ম্যাচ হেরে সেমি ফাইনালের যাওয়ার আশা কার্যত অনিশ্চিৎ হয়ে পড়ল বিরাটদের।
- Home
- Sports
- Cricket
- T20 WC 2021, IND vs NZ, Live - ৮ উইকেটে ভারতকে হারাল নিউজিল্যান্ড, সেমি ফাইনালে যাওয়া অনিশ্চিৎ বিরাটদের
T20 WC 2021, IND vs NZ, Live - ৮ উইকেটে ভারতকে হারাল নিউজিল্যান্ড, সেমি ফাইনালে যাওয়া অনিশ্চিৎ বিরাটদের
)
রবিবার, আবুধাবিতে, টি২০ বিশ্বকাপ ২০২১-এ (T20 World Cup 2021) মুখোমুখি নিউজিল্যান্ড (New Zealand) ও ভারত (India)। ম্য়াচের প্রতি মুহূর্তের সব আপডেট পেতে চোখ রাখুন এখানে -
- FB
- TW
- Linkdin
১৫ তম ওভারেই জয় পেয় গেল নিউজিল্যান্ড
হার্দিকের ওভারে এল ১২ রান
হার্দিক পান্ডিয়ার ১৪ তম ওভারে এল ১২ রান। নিউজিল্যান্ড ১০৮।
দ্বিতীয় উইকেটের পতন নিউজিল্যান্ডের
৪৯ রান করে বুমরার বলে আউট হলেন ডায়ার্ল মিচেল। ১৩ ওভার শেষে ৯৬ রানে ২ উইকেট নিউজিল্যান্ড।
১২ ওভার শেষে ৯৪ নিউজিল্যান্ড
১২ ওভার শেষে ১ উইকেটে ৯৪ নিউজিল্যান্ড। জয়ের জন্য দরকার ১৭ রান।
১০ ওভার শেষে নিউজিল্যান্ড ৮৩
ঝোড়ো ইনিংস ডায়ার্ল মিচেলের। ১০ ওভার শেষে নিউজিল্যান্ড ১ উইকেটে ৮৩ রান।
৮ ওভার শেষে নিউজিল্যান্ড ৬৪
আক্রমণাত্মক ব্যাটিং ডায়ার্ল মিচেলের। ৮ ওভার শেষে নিউজিল্যান্ড ১ উইকেটে ৬৪ রান।
পাওয়ার প্লে শেষে নিউজিল্যান্ড ৪৪
জাদেজার ষষ্ঠ ওভারে এল ২টি চার ও একটি ৬। ৬ ওভার শেষে নিউজিল্যান্ড ৪৪ রানে ১ উইকেট।
চতুর্থ ওভারে প্রথম উইকেট পড়ল নিউজিল্যান্ডের
বুমরার বলে ২০ রান করে আউট হলেন মার্টিন গাপটিল।
বরুণ চক্রবর্তীর ওভারে জোড়া চার মারলেন গাপটিল
তৃতীয় ওভারে বরুণ চক্রবর্তীর বলে জোড়া চার মারলেন মার্টিন গাপটিল। ৩ ওভার শেষে নিউজিল্যান্ড ১৮
প্রথম ওভার শেষে নিউজিল্যান্ড ৪
প্রথম ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর ৪ রান। ব্যাট করছেন মার্টিন গাপটিল ও ডায়ার্ল মিচেল।
১১০ করল ভারত
শেষ ওভারে কিছুটা আক্রমণাত্মক জাদেজা। ১৯ বলে ২৬ রানের ইনিংস খেললেন তিনি। ভারত করল ১১০ রান।
১৯ ওভার শেষে ভারত ৯৯ রানে ৭ উইকেট
১৯ তম ওভারে ৫ রান দিয়ে ২ উইকেট নিলেন ট্রেন্ট বোল্ট। ভারত ৯৯ রানে ৭ উইকেট।
এবার আউট শার্দুল ঠাকুর
খাতা না খুলেই বোল্টের বলে আউট হলেন শার্দুল ঠাকুর।
আউট হার্দিক পান্ডিয়া
ষষ্ঠ উইকেটের পতন হল ভারতের। ২৩ রান করে বোল্টের শিকার হলেন তিনি।
১৮ ওভার শেষে ভারত ৯৪
১৮ তম ওভারের শেষ ওভারে একটি চার মারলেন রবীন্দ্র জাদেজা। ভারতের স্কোর ৯৪ রানে ৫ উইকেট।
লড়াই করছেন হার্দিক ও জাদেজা
প্রবল চাপের মধ্য়ে লড়াই করছেন হার্দিক ও জাদেজা। ১৭ ওভার শেষে ভারত ৮৬ রানে ৫ উইকেট।
১৫ ওভার শেষে ভারত ৭৩
১৫ ওভার শেষে ভারত ৭৩ রানে ৫ উইকেট। ব্যাট করছেন জাদেজা ও পান্ডিয়া।
আউট ঋষভ পন্থ
আউট হলেন ঋষভ পন্থ। ১২ রান করে মিলনের বলে বোল্ড হলেন তিনি। ভারত ৭০ রানে ৫ উইকেট।
১৩ ওভার শেষে ভারত ৬২ রানে ৪ উইকেট
চাপের মধ্যে ব্যাট করছেন পন্থ ও হার্দিক। ১৩ ওভার শেষে ভারত ৬২ রানে ৪ উইকেট।
আউট বিরাট কোহলি
ইশ সোধিকে বড় হিট করতে গিয়ে এবার আউট হলেন বিরাট কোহলি। ৯ রান করে আউট হলেন ভারত অধিনায়ক।