আফগানিস্তানকে রানরেটে টেক্কা দিতে দরকার ছিল ৭.১ ওভারে জয়। ভারত জিতল ৬.৩ ওভারে। পরপর দুটি বিশাল জয়ের ফলে ভারত ৪ পয়েন্টে পৌঁছল। রানরেটেরও অভাবনীয় উন্নতি ঘটালো ভারত।
- Home
- Sports
- Cricket
- T20 WC 2021, IND vs SCO, LIVE - ৮ উইকেটে স্কটল্যান্ডকে হারালো ভারত, রানরেটে টপকে গেল আফগানদের
T20 WC 2021, IND vs SCO, LIVE - ৮ উইকেটে স্কটল্যান্ডকে হারালো ভারত, রানরেটে টপকে গেল আফগানদের
টি২০ বিশ্বকাপ ২০২১ (T20 World Cup 2021)-এ মুখোমুখি ভারত ও স্কটল্যান্ড (India vs Scotland)। ম্যাচের প্রতি মুহূর্তের লাইভ আপডেট (Live Update) পেতে চোখ রাখুন এখানে।
- FB
- TW
- Linkdin
ক্রিস গ্রিভস-এর বলে ৬ মেরে জেতালেন সূর্যকুমার যাদব। ৬.৩ ওভারেই স্কটল্যান্জের দেওযা ৮৬ রানের লক্ষ্যমাত্রা পেরিয়ে গেল ভারত। ২ বলে ৬ রান করে অপরাজিত থাকলেন সূর্যকুমার। আর বিরাট অপরাজিত থাকলেন ২ বলে ২ করে।
অর্ধশতরান করার পরই আউট হলেন কেএল রাহুল। ষষ্ঠ ওভারে মার্ক ওয়াটের বলে এল ১২ রান।
৬ ওভারের পর স্কোর
ভারত ৮২-২
কেএল রাহুল ৫০ (১৯)
বিরাট কোহলি ১ (১)
মার্ক ওয়াট
২-০-২০-১
অর্ধশতরান করলেন রাহুল, মাত্র ১৮ বলে। মেরেছেন ৬টি চার এবং ৩৪টি ছয়।
ব্র্যাডলি হুইল পঞ্চম ওভারে রোহিত শর্মার উইকেট নিলেও রাহুল মারলেন ১টি চার ও ১টি ছয় এবং রোহিত মারলেন আরও ১টি চার। রান এল ১৭।
৫ ওভার পরে স্কোর
ভারত ৭০-১
রোহিত শর্মা ৩০ (১৬)
কেএল রাহুল ৩৯(১৪)
ব্র্যাডলি হুইল
২-০-৩২-১
ব্র্যাডলি হুইল পঞ্চম ওভারে রোহিত শর্মার উইকেট নিলেও রাহুল মারলেন ১টি চার ও ১টি ছয় এবং রোহিত মারলেন আরও ১টি চার। রান এল ১৭।
৫ ওভার পরে স্কোর
ভারত ৭০-১
রোহিত শর্মা ৩০ (১৬)
কেএল রাহুল ৩৯(১৪)
ব্র্যাডলি হুইল
২-০-৩২-১
ব্র্যাডলি বুইলের বলে পঞ্চম ওভারের শেষ বলে আউট হলেন রোহিত শর্মা। এলবিডব্লু হওয়ার আগে করলেন ১৬ বলে ৩০ রান। মারলেন ৫টি চার ও ১টি ছয়।
হাত খুলছেন রোহিতও। চতুর্থ ওভারে ১টি ছয় ও ২টি চার মারলেন তিনি। ওভার থেকে এল ১৪ রান।
৪ ওভারের পর স্কোর
ভারত ৫৩-০
রোহিত শর্মা ২৬(১৪)
কেএল রাহুল ২৬(১০)
সাফিয়ান শরীফ
১-০-১৪-০
৩.৫ ওভারেই ৫৪০ রানে পৌঁছে গেল ভারত। এই বিশ্বকাপে দ্রুততম। বাংলাদেশের বিরুদ্ধে অজিরা এই রানটা করেছিল ৪.২ ওভারে।
ইভান্স করলেন তৃতীয় ওভার। রাহুল মারলেন একটি ছয় ১টি চার আর রোহিত মারলেন আরও ১টি চার। সব মিলিয়ে ১৬ রান এল ওভার থেকে।
৩ ওভার পরে স্কোর
ভারত ৩৯-০
রোহিত শর্মা ১২(৮)
কেএল রাহুল ২৬(১০)
আলাসডেয়ার ইভান্স
১-০-১৬-০
দ্বিতীয় ওবারেই তিনটি চার মারলেন কেএল রাহুল। ব্র্যাডলি হুইলের ওভার থেকে এল ১৫ রান।
২ ওভার পরে স্কোর
ভারত ২৩-০
কেএল রাহুল ১৫(৭)
রোহিত শর্মা ৭(৫)
ব্র্যাডলি হুইল
১-০-১৫-০
ভারতের হয়ে ইনিংস ওপেন করলেন কেএল রাহুল এবং রোহিত শর্মা। স্কটিশ বোলিং শুরু করল স্পিনার মার্ক ওয়াটকে দিয়ে। প্রথম ওভারেই চার মারলেন রোহিত। রান এল ৮।
১ ওভার পরে স্কোর
ভারত ৮-০
রোহিত শর্মা ৬(৪)
কেএল রাহুল ২(২)
মার্ক ওয়াট
১-০-৮-০
১৮তম ওভারে বুমরা আক্রমণে এসে বোল্ড করলেন মার্ক ওয়াটকে। তাঁর ইয়র্কার ভেঙে দিল লেগ স্টাম্প। ওয়াট করলেন ১৩ বলে ১৪। স্কটল্যান্ড অলআউট হল ৮৫ রানে।
১৭তম ওভারের প্রথম তিন বলে তিন উইকেট পড়ল। প্রথম বলেই শামির দুরন্ত ইয়র্কারে বোল্ড হলেন ম্যাকলিওড। করলেন ২৮ বলে ১৬। দ্বিতীয় বলে সাফিয়ান শরিফ রান আউট হলেন শূন্য রানে। তার পরের বলেই আবার শামির ইয়র্কারে বোল্ড হলেন ইভান্স। ওভার থেকএ এল মাত্র ২ রান।
১৬তম ওভারে একটি চার সহ ১০ রান দিলেন অশ্বিন
১৬ ওভারের পর স্কোর
স্কটল্যান্ড ৮০-৬
মার্ক ওয়াট ১৩(১১)
ক্যালাম ম্যাকলিওড ১৫(২৬)
রবিচন্দ্রন অশ্বিন
৪-০-২৮-১
জাদেজাকে একটি চার মারলেন ওয়াট। ওভার থেকে এল ৬ রান।
১৫ ওভারের পর স্কোর
স্কটল্যান্ড ৭০-৬
মার্ক ওয়াট ৫(৬)
ক্যালাম ম্যাকলিওড ১৪(২৫)
রবীন্দ্র জাদেজা
৪-০-১৫-৩
ক্রিস গ্রিভসকে ফিরিয়ে দিলেন আর অশ্বিন। ছয় মারতে গিয়ে বাউন্জারি লাইনে ধরা পড়লেন তিনি। করলেন ৭ বলে ১। ক্যাচ ধরলেন হার্দিক। ওভার থেকে এল ৩ রান।
১৪ ওভার পরে স্কোর
স্কটল্যান্ড ৬৪-৬
মার্ক ওয়াট ০(১)
ক্যালাম ম্যাকলিওড ১৩(২৪)
রবিচন্দ্রন অশ্বিন
৩-০-১৮-১
১৩ ওভারের পর স্কোর
স্কটল্যান্ড ৬১-৫
ক্রিস গ্রিভস ১ (৪)
ম্যাকলিওড ১১ (২২)
জসপ্রিত বুমরা
৩-১-৮-১
১২তম ওভারে ফের ধাক্কা দিলে জাদেজা। জাদেজার স্লাইডার খেলতে না পেরে এলবিডব্লু হলেন লিস্ক। করলেন ১২ বলে ২১।
নতুন ব্যাটার ক্রিস গ্রিভস
১২ ওভারের পর স্কোর
স্কটল্যান্ড ৬০-৫
ম্যাকলিওড - ১০(১৯)
গ্রিভস - ১(১)
রবীন্দ্র জাদেজা
৩-০-৯-৩
মহম্মদ শামির বলে এগারোতম ওভারে পরপর দুটি চার মারলেন লিস্ক। ওভার থেকে রান এল ১৩।
১১ ওভারের পর স্কোর
স্কটল্যান্ড ৫৭-৪
ক্যালাম ম্যাকলিওড ৮ (১৫) মাইকেল লিস্ক ২১ (১১)
মহম্মদ শামি
২-১-১৩-১