সংক্ষিপ্ত
- লোকসভা ভোটের পাঁচ দফা শেষ হয়েছে। আর মাত্র বাকি দুই দফার ভোট।
- ফলেই ভোট নিয়ে সারা দেশ এখন উত্তেজনার শিখরে।
- ১২ মে ষষ্ঠ দফার ভোটে মোট ৫৯ টি লোকসভা কেন্দ্রে ভোট। মোট ৭ টি রাজ্য়ের মানুষ এদিন রায় দেবেন।
লোকসভা ভোটের পাঁচ দফা শেষ হয়েছে। আর মাত্র বাকি দুই দফার ভোট। ফলেই ভোট নিয়ে সারা দেশ এখন উত্তেজনার শিখরে। ১২ মে ষষ্ঠ দফার ভোটে মোট ৫৯ টি লোকসভা কেন্দ্রে ভোট। মোট ৭ টি রাজ্য়ের মানুষ এদিন রায় দেবেন।
এদিন রাজধানীতেও ভোট। এছাড়াও সাত রাজ্য়ের মধ্য়ে বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, হরিয়ানা, মধ্য়প্রদেশ, উত্তরপ্রদেশে এদিন ভোট হবে। ১২ মে দিল্লি ও হরিয়ানার সবকটি কেন্দ্রে ভোট হবে।
পশ্চিমবঙ্গে এদিন ৮টি আসনে ভোট। তমলুক, কাঁথি, ঘাটাল, ঝাড়গ্রাম, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া এবং বিষ্ণুপুরে এদিন ভোট হবে।
বিহারে এদিন ৮ইি আসনে ভোট হবে। এর মধ্য়ে রয়েছে বাল্মিকী নগর, পশ্চিম ছমপড়ন, পূর্বী ছমপড়ন, শেওহার, বৈশালী, গোপালগঞ্জ, সিওয়ান, মহারাজগঞ্জ।
ষষ্ঠ দফার ভোটে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল দিল্লির কেন্দ্রগুলি। মোট ৭টি আসনে এদিন ভোট। এর মধ্য়ে রয়েছে- চাঁদনী চক, উত্তর-পূর্ব দিল্লি, পূর্ব দিল্লি, নয়া দিল্লি, উত্তর-পশ্চিম দিল্লি, পশ্চিম দিল্লি, দক্ষিণ দিল্লি।
হরিয়ানার মোট১০টি আসনে ভোট এদিন। অম্বালা, কুরুক্ষেত্র, সিরসা, হিসার, কর্নাল, সোনিপাত, রোহতাক, ভিওয়ানি মহেন্দ্রগড়, গুরুগ্রাম, ফরিদাবাদ।
ঝাড়খণ্ডের ৪ টি আসনের মধ্য়ে রয়েছে গিরিডি, ধানবাদ, জামশেদপুর, সিংভূম।
মধ্যপ্রদেশের ৮টি আসনের মধ্যে রয়েছে মোরেনা, ভিন্দ, গোয়ালিয়র, গুনা, সাগর, বিদিশা, ভোপাল,রাজগড়।
উত্তরপ্রদেশে রয়েছে ১৪ টি আসনে ভোট। এর মধ্য়ে ভোট হবে সুলতানপুর, প্রতাপগড়, ফুলপুর, এলাহাবাদ, আম্বেদকর নগর, শ্রবস্তী, ডোমারিয়াগঞ্জ, বাস্তি, সন্ত কবীর নগর, লালগঞ্জ, আজমগড়, জৌনপুর, মছলিশহর, ভাদোহি।
ষষ্ঠ দফার ভোটের উপরে অনেক কিছুই নির্ভর করছে। কারণ এইদিন দিল্লি ও হরিয়ানার সবকটি গুরুত্বপূর্ণ আসনের ভাগ্য় নির্ধারণ হবে। পঞ্চম দফা পর্যন্ত ৬২ শতাংশ ভোট পড়েছে সারা দেশে। আর দুই দফার ভোট শেষ হলেই ২৩ মে বোঝা যাবে কোন দলের ভাগ্য়ের চাকা কোন দিকে ঘুরলো।