মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধে বাবা মুকুল রায়ের প্রশংসায় শুভ্রাংশু রায়। সাংবাদিক বৈঠকে বললেন, "অনেকেই বলেছিলেন লক্ষ, লক্ষ মুকুল রায় তৈরি করে নেব। কিন্তু আজ সেই কাঁচরাপড়ার কাঁচা মাথার লোকটাই চাণক্য়ের বুদ্ধি দিয়ে গোটা তৃণমূলকে তছনছ করে দিল।"
- Home
- West Bengal
- West Bengal News
- Live Counting- বাংলায় মমতাকে বিরাট ধাক্কা বিজেপি-র, সাড়ে তিনশোর কাছে এনডিএ
Live Counting- বাংলায় মমতাকে বিরাট ধাক্কা বিজেপি-র, সাড়ে তিনশোর কাছে এনডিএ
- বৃহস্পতিবার সকাল আটটা থেকে শুরু ভোটগ্রহণ
- বাংলার বিয়াল্লিশটি আসনের ফলাফল নিয়েও আগ্রহ তুঙ্গে
- FB
- TW
- Linkdin
এখনই দল ছাড়ছেন না দাবি করলেও বাবার সঙ্গে আলোচনা করেই ভবিষ্যতের সিদ্ধান্ত নেওয়ার কথা জানালেন মুকুল পুত্র। তাঁর প্রশ্ন, "দল এখনই ছাড়ছি না, কিন্তু দল কি আমায় বিশ্বাস করে?"
উত্তর প্রদেশে কংগ্রেস সভাপতির পদ ছাড়লেন রাজ বব্বর। রাজ্যে দলের খারাপ ফলের দায়িত্ব কাঁধে নিয়ে রাহুল গাঁধীকে পদত্য়াগপত্র পাঠিয়েছেন তিনি।
ভোটের ফলাফল বিশ্লেষণে শনিবার কালীঘাটে নিজের বাড়িতে জরুরি বৈঠক ডাকলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলের জয়ী এবং পরাজিত প্রার্থীদের উপস্থিত থাকতে বলা হয়েছে বৈঠকে।
বিপুল জয়ের জন্য অন্যান্য দেশের রাষ্ট্রনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানও।
বারাণসী যাওয়ার পাশাপাশি গুজরাতে গিয়ে মায়ের আশীর্বাদও নিতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
দলের দুই প্রবীণ নেতা লালকৃষ্ণ আদবাণী এবং মুরলী মনোহর যোশীর সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদীর সঙ্গে আদবাণীর কাছে যান অমিত শাহও।
দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে আগামী ৩০ মে শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদী। তার আগে রবিবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবি জানাবেন তিনি।
ব্য়ারাকপুর কেন্দ্রে তৃণমূলের দীনেশ ত্রিবেদীর থেকে প্রায় সতেরো হাজার ভোটে এগিয়ে বিজেপি-র অর্জুন সিংহ।
বাংলায় ২২ আসনে এগিয়ে তৃণমূল, ১৯ আসন এগিয়ে বিজেপি। কংগ্রেস এগিয়ে একটি আসনে।
দেশে সাড়ে তিনশো আসনে এগিয়ে এনডিএ, গত লোকসভা নির্বাচন থেকেও বেশি আসন নিয়ে ক্ষমতায় ফিরতে চলেছে এনডিএ। ইউপিএ এগিয়ে ৮৬ আসনে।
হারের দায় নিয়ে কংগ্রেস সভাপতির পদ থেকে ইস্তফা দিতে চাইলেন রাহুল গাঁধী। ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গাঁধীর সঙ্গে বৈঠকে এই ইচ্ছে প্রকাশ করেন রাহুল। যদিও দলের ওয়ার্কিং কমিটিতে এই সিদ্ধান্ত নিয়ে আলোচনা করতে বলেন সোনিয়া।
নির্বাচনে জয়লাভের জন্য নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানালেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। অমেঠিতেও হার স্বীকার করে অভিনন্দন জানালেন রাহুল।
আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি, বালুরঘাট, রায়গঞ্জ, মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, রানাঘাট, বাঁকুড়া, বিষ্ণুপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর, হুগলি, বনগাঁ কেন্দ্রে বিজেপি-র জয় নিশ্চিত।
বসিরহাট, কলকাতা দক্ষিণ, কলকাতা উত্তর, যাদবপুর, ডায়মন্ড হারবার, মথুরাপুর, জয়নগর, কাঁথি, তমলুক, ঘাটাল, দমদম, বারাসত, কৃষ্ণনগর, মুর্শিদাবাদ, জঙ্গিপুর, বর্ধমান পূর্ব, বোলপুর, বীরভূম, উলুবেড়িয়া, হাওড়া কেন্দ্রে জয় নিশ্চিত তৃণমূল প্রার্থীদের
ব্য়ারাকপুর কেন্দ্রে তৃণমূল এগিয়ে রয়েছে প্রায় পাঁচ হাজার ভোটে, বর্ধমান-দুর্গাপুরেও অল্প ব্য়বধানে এগিয়ে তৃণমূল।
ব্য়ারাকপুর কেন্দ্র থেকে ২৩৭০ ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী দীনেশ ত্রিবেদী।
বাংলা থেকে ২৪টি আসনে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থীরা, ১৭ আসনে এগিয়ে বিজেপি।
বিজেপি প্রার্থীদের পিছনে ফেলে বর্ধমান-দুর্গাপুর এবং আরামবাগ কেন্দ্রে এগিয়ে গেলেন তৃণমূল প্রার্থীরা।
বর্ধমান পূর্ব কেন্দ্র থেকে জিতে গেলেন তৃণমূল প্রার্থী সুনীল মণ্ডল।