রবিবার সরাসরি ফোন করে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফেরার জন্য নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানালেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। একই সঙ্গে ইমরান মোদীকে জানান, দু' দেশের উন্নতির লক্ষ্যে একযোগে কাজ করার জন্য তিনি মুখিয়ে আছেন।
Live Update- ৩০ মে শপথ মোদীর, নতুন মন্ত্রিসভায় চমক কারা, জানুন
- আগামী বৃহস্পতিবার দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ মোদীর
- মোদী মন্ত্রিসভায় আসতে পারেন বেশ কিছু নতুন মুখ
- অমিত শাহের মন্ত্রিসভায় আসা নিয়েও জোর জল্পনা
- FB
- TW
- Linkdin
শনিবার মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন, তিনি মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে চেয়েছিলেন। কিন্তু দল তাঁকে বাধা দিয়েছে। মমতার এই দাবিকেই কটাক্ষ করলেন বিজেপি নেতা মুকুল রায়। পাল্টা তাঁর দাবি, মানুষ ক্ষমতাচ্যুত না করলে মমতা কোনওদিন ক্ষমতা ছাড়বেন না। তাঁর দাবি, মুখ্যমন্ত্রী পদত্য়াগের নাটক করছেন।
প্রধানমন্ত্রী হিসেবে দ্বিতীয়বার শপথ নেওয়ার আগে আজ গুজরাতে গিয়ে মা হীরা বেনের আশীর্বাদ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
রবিবার দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছেন ওয়াইএসআর কংগ্রেসের প্রধান জগন্মোহন রেড্ডি। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে এনডিএ-কে ইস্যু ভিত্তিক সমর্থনের প্রস্তাবও দিয়েছেন জগন।
সর্বসম্মতিক্রমে এনডিএ-এর বৈঠকে নেতা হিসেবে নির্বাচিত হলেন নরেন্দ্র মোদী। মালা পরিয়ে মোদীকে অভিনন্দন জানালেন অমিত শাহ।
অগণতান্ত্রিক পথে রাজ্য সরকার ভাঙতে পারবে না বিজেপি, অত সহজ নয়, দাবি মমতার।
ভোটার লিস্ট এবং দলীয় বিধায়কদের সঙ্গে যোগাযোগ রক্ষার দায়িত্ব দেওয়া হল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।
উত্তরবঙ্গের দায়িত্ব দেওয়া হল অরূপ বিশ্বাসকে, দুই দিনাজপুর, জঙ্গলমহলের দায়িত্বে শুভেন্দু অধিকারী।
খারাপ ফল করা বিভিন্ন জেলার সভাপতিদের সরিয়ে দিলেন মমতা, পরাজিত প্রার্থীদের বিভিন্ন প্রশাসনিক দায়িত্বেও আনা হচ্ছে।
ঝাড়গ্রাম, বালুরঘাট, রায়গঞ্জ, হুগলির পরাজিত প্রার্থীদের জেলা সভাপতির দায়িত্ব দিল তৃণমূল।
ভাটপাড়ায় অশান্তি জন্য নির্বাচন কমিশনকে দায়ী করলেন মমতা। বিজেপি-র হয়ে নির্বাচন কমিশন কাজ করেছে বলেও অভিযোগ মমতার।
দলের কয়েকজন নেতাকেও টাকা দিয়েছিল বিজেপি, তাঁদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে দাবি মমতার।
বিজেপি নির্বাচনে যে পরিমাণ টাকা ছড়িয়ে জিতেছে তা যে কোনও বড় কেলেঙ্কারিকে ছাপিয়ে যাবে বলে দাবি মমতার, এই প্রশ্ন তোলায় তাঁর পিছনে ইডি, সিবিআই লাগানো হবে বলে আশঙ্কা মমতার।
এত উন্নয়নের কোনও দাম নেই, পরিবার পিছু পাঁচ হাজার টাকা করে দিয়েছে বিজেপি। অভিযোগ করে দাবি তৃণমূল নেত্রীর।
দলীয় বৈঠকে মুখ্যমন্ত্রীর পদ ছাড়ার জন্য প্রস্তাব দেন মমতা, তবে দলের চেয়ারপার্সন হিসেবে কাজ চালিয়ে যেতে চান, জানালেন মমতা। যদিও প্রস্তাব খারিজ করে দল।
সাম্প্রদায়িক রাজনীতির বিষ ছড়িয়ে জিতেছে বিজেপি, পুরো ভোটে হিন্দু-মুসলমান করে জিতেছে। ভোটের ফল নিয়ে মুখ খুলে দাবি মমতার।
সভাপতি পদ থেকে ইস্তফা দিতে চাইলেও রাহুলের প্রস্তাব মানল না দল। ওয়ার্কিং কমিটির বৈঠকে রাহুলের নেতৃত্বেই বিরোধী দলের ভূমিকা পালন করার সিদ্ধান্ত। সংগঠন ঢেলে সাজানোর আবেদন রাহুলকে।
আজই রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবি জানাবেন নরেন্দ্র মোদী।
বাংলায় ভোট পরবর্তী হিংসায় উদ্বিগ্ন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। রাজ্যবাসীর কাছে শান্তি বজায় রাখার আবেদন।
কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সভায় দলের সভাপতির পদ থেকে ইস্তফা দিতে চাইলেন রাহুল গাঁধী। যদিও রাহুলের ইস্তফা গ্রহণ করল না ওয়ার্কিং কমিটি।