বাংলা সিনেমা শেষ পাতার ট্রেলার মুক্তি আরও এক অসামান্য চরিত্রে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এক্সক্লুসিভ সাক্ষাৎকার

শেষ পাতা-র কাহিনি আবর্তিত হয়েছে এক প্রবীণ লেখকের নিৎসঙ্গতা-কে ঘিরে। পরিচালক অতনু ঘোষ-এর দাবি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও এই ছবির কেন্দ্রীয় চরিত্রে আরও একবার সকলকে চমকে দিতে চলেছেন।

/ Updated: Mar 15 2023, 08:38 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

শুধু টলিউডেই নয়, বলিউডেও নিজের অভিনয়ের ছাপ রেখেছেন প্রসেনজিৎ। এই বয়সেও তার অভিনয়ের ক্ষুরধার দক্ষতা দর্শকমনে দাগ কাটে। নিজেকে নিয়ে এক্সপেরিমেন্ট করেই চলেছেন অভিনেতা। এবার বাল্মিকী হয়ে পর্দায় ফিরছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। পরিচালক অতুন ঘোষের নতুন ছবি ‘শেষ পাতা’-তে ৬০ বছরের বৃদ্ধর চরিত্রে দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ইতিমধ্যেই ছবির ট্রেলার মুক্তি পেয়েছে। গোটা ট্রেলারটি জুড়েই যেন বেজে উঠেছে বিষণ্ণতার সুর। ট্রেলার জুড়ে ধরা পড়েছে তিলোত্তমার টুকরো টুকরো ছবি। ময়দানে নগ্ন অবস্থায় উদ্ধার হয়েছিল স্ত্রীর মৃতদেহ। তারপর যেন এক মুহূর্তে জীবনটা পুরো লন্ডভন্ড হয়ে যায়। কোনওভাবেই যেন স্ত্রীর জীবনী লেখাটা শেষ করে উঠতে পারছিলেন না বৃদ্ধ বাল্মিকী ওরফে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। শেষমেষ লেখার কাজ সম্পূর্ণ করতে আনা হয় গার্গী রায়চৌধুরীকে। তারপর চলতে থাকে ছবির গল্প। তবে কি এই গল্প শেষ করতে পারবেন বাল্মিকী । ছবিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ছাড়াও অভিনেতা বিক্রম ঘোষ এবং গার্গী রায়চৌধুরীকে দেখা দিয়েছে।