Exclusive : 'সবাই ভোট দিন, যে দিতে বাধা দেবে তার গলা টিপে দিন' খোলামেলা আড্ডায় মুখোমুখি মানসী সিনহা

কিছু দিন আগে মুক্তি পেয়েছে মানসী সিনহা পরিচালিত প্রথম ছবি 'এটা আমাদের গল্প'। ছবি নিয়ে খোলামেলা আড্ডা দিলেন এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে। উঠে এল রাজনীতি, ভোট, সিনেমা, অভিনয় নিয়ে যাবতীয় ভাবনা।

/ Updated: May 23 2024, 10:08 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

তিনি বরাবরই স্পষ্টবক্তা, আসাধারণ অভিনেত্রী, এ নিয়ে আলাদা শব্দ খরচ করার কোনও মানে হয় না। পরিচালক হিসাবে মানসী সিনহা কেমন তার পরিচয় দর্শকরা পাচ্ছেন সিনেমাহলে। কিছু দিন আগে মুক্তি পেয়েছে মানসী সিনহা পরিচালিত প্রথম ছবি 'এটা আমাদের গল্প'। ছবি নিয়ে খোলামেলা আড্ডা দিলেন এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে। উঠে এল রাজনীতি, ভোট, সিনেমা, অভিনয় নিয়ে যাবতীয় ভাবনা।