ওয়ান ইন আ মিলিয়ন একজন হঠাৎ নচিকেতা হয়ে গিয়েছে, একান্ত সাক্ষাৎকারে অকপট নচিকেতা
নচিকেতা মানেই এক প্রতিবাদ। তাঁর এই প্রতিবাদী সত্ত্বাই তাঁকে সকলের কাছে জনপ্রিয় করে তুলেছিল। তাঁর এই প্রতিবাদী গানের যাত্রাপথে এখন কোন বাঁক? অকপট নচিকেতা।
ঝড়-ঝঞ্জা এখনও তাঁকে বিপাকে ফেলতে পারে না বলেই মত নচিকেতার। অস্থীর সময়ের মধ্যে দিয়ে এগিয়ে চলাটাই তাঁর ধর্ম। কিন্তু, যে বিপন্মুখ রাস্তা তিনি নিতে পারেন তা অন্য কেউ নিতে পারবে এমনটা তাঁর মত নয়। তাই আগামীদিনে যে আরও এক নচিকেতা তৈরি হবে এমন আশার আলো তিনি দেখছেন না, একান্ত সাক্ষাৎকারে এমনই মতামত ব্যক্ত করলেন নচিকেতা চক্রবর্তী।