বাবা-ছেলের এক অনন্য কাহিনি প্রজাপতি, পেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ২৩ ডিসেম্বর

২৩ ডিসেম্বর মুক্তি পাচ্ছে প্রজাপতি , তার আগে মুক্তি পেল ছবির ট্রেলার । প্রজাপতি-র মুখ্য চরিত্রে মিঠুন ও দেব ।

 

/ Updated: Dec 02 2022, 05:18 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

২৩ ডিসেম্বর মুক্তি পাচ্ছে প্রজাপতি , তার আগে মুক্তি পেল ছবির ট্রেলার । দেব প্রোডাকশনের ছবি প্রজাপতি | প্রজাপতি-র মুখ্য চরিত্রে মিঠুন ও দেব ।  এছাড়াও রয়েছেন খরাজ মুখোপাধ্যায়, অম্বরিশ ভট্টাচার্য, মমতা শঙ্কর, বিশ্বনাথ বসু, কনিনিকা বন্দ্যোপাধ্যায়, কৌশানী মুখোপাধ্যায়। আর অবশ্যই চমক জি বাংলার বিখ্যাত সিরিয়াল যমুনা ঢাকির যমুনা শ্বেতা ভট্টাচার্য। প্রজাপতির কাহিনি এক সাধারণ রোজকার জীবনযাত্রার এক চালচিত্র।বাবা-মা-এর আশা আকাঙ্খা থাকে সন্তান সাবলম্বি হলে যেন সংসার পেতে চির সুখী হয়। এখানেও মিঠুন তেমনই একজন বাবা। কিন্তু, ছেলে যদি ঘোষণা করে যে তাঁর এক প্রেমিকা রয়েছে, তাতে যেন সুখাশ্রু নেমে আসে মিঠুনের চোখে। কিন্তু কিছু সময় পরে যেন সেই সুখাশ্রু পরিণতি পায় চরম বেদনায়-- কী সেই বেদনা, কী সেই হাহাকার- জানতে হলে অবশ্যই প্রজাপতির মুক্তি পর্যন্ত অপেক্ষা করতে হবে।