সংক্ষিপ্ত
শনিবার সন্ধে সাড়ে সাতটা থেকে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে শুরু আইএসএল-এর কলকাতা ডার্বি। উত্তেজনায় ফুটছেন দু'দলের সমর্থকরা।
“যতবার ডার্বি, ততবার হারবি।” এই স্লোগান এখন কলকাতা ময়দানে পরিচিত। বড় ম্যাচের বদলে যখন থেকে কলকাতা ডার্বি নামটা জনপ্রিয় হয়ে উঠেছে, তখন থেকেই এই স্লোগান দিতে শুরু করেছেন লাল-হলুদ ও সবুজ-মেরুন সমর্থকরা। কিন্তু লাল-হলুদ জনতার স্বর গত ২ বছরে চাপা পড়ে গিয়েছে। কারণ, প্রায় ৩ বছর কলকাতা ডার্বি জিততে পারেনি ইস্টবেঙ্গল। মোহনবাগানের বিরুদ্ধে শেষ ডার্বি হার দিয়ে শুরু। তারপর এটিকে মোহনবাগানের কাছে পরপর ৫ ডার্বি হারতে হয়েছে লাল-হলুদকে। ফলে সবুজ-মেরুন জনতা প্রতিপক্ষকে ব্যঙ্গে ভরিয়ে দিচ্ছে। কোনও জবাব নেই ইস্টবেঙ্গল জনতার কাছে। আইএসএল-এ অক্টোবর মাসে প্রথম কলকাতা ডার্বিতে কোথায় উৎসব হবে, গোষ্ঠ পাল সরণিতে না লেসলি ক্লডিয়াস সরণিতে? সবুজ-মেরুন শিবির আত্মবিশ্বাসী। লাল-হলুদ ব্রিগেড নিজেদের উপর থেকে পাহাড়প্রমাণ চাপ সরিয়ে বিপক্ষকে পাল্টা চাপে ফেলে দিতে মরিয়া। দু'দলের রক্ষণেই সমস্যা আছে। ফলে ডার্বিতে একাধিক গোল হতে পারে। লড়াই বাগানের দিমিত্রি পেট্রাটোসের সঙ্গে ইস্টবেঙ্গলের ক্লেটন সিলভার।
ডার্বিতে বাগানের তুরুপের তাস হতে পারেন মনবীর সিং। আইএসএল-এ ইস্টবেঙ্গলের বিরুদ্ধে একাধিক গোল আছে এই ফুটবলারের। ফলে শনিবারও তিনি ইভান গঞ্জালেজ, লালচুংগুঙ্গাদের বোকা বানিয়ে গোল করতেই পারেন। অস্ট্রেলিয়ান স্ট্রাইকার দিমিত্রি গত ম্যাচে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে অসাধারণ খেলেছেন। ডার্বিতেও গোলের জন্য তাঁর দিকে তাকিয়ে সবুজ-মেরুন শিবির। লিস্টন কোলাসো চলতি মরসুমের আইএসএল-এ এখনও গোল পাননি। গত মরসুমে ডার্বিতে গোল ছিল তাঁর। এবার কি ডার্বিতেই মরসুমের প্রথম গোল পাবেন লিস্টন?
বাগান কোচ হুয়ান ফেরান্দো জানেন, তাঁর দলের রক্ষণে গলদ আছে। ম্যাচের আগের দিন সে কথা মেনে নিলেও, ফুটবলারদের পাশেই দাঁড়িয়েছেন সবুজ-মেরুনের স্প্যানিশ কোচ। তিনি জানিয়েছেন, ছোট ছোট ভুল যাতে না হয়, প্রতিপক্ষ যাতে তাঁদের রক্ষণে জায়গা না পেয়ে যায়, সেটা নিশ্চিত করার চেষ্টা করবেন। ৬ বিদেশিই খেলার জন্য তৈরি বলেও জানিয়েছেন ফেরান্দো।
শনিবাসরীয় ডার্বিতে বাগানের প্রথম একাদশে ৪ বিদেশি হিসেবে থাকতে পারেন ব্রেন্ডন হ্যামিল, হুগো বুমোস, জনি কাউকো ও দিমিত্রি। মাঝমাঠে বুমোস ও কাউকো বেশ দাপটের সঙ্গে খেলছেন। দিমিত্রিও শুরুতেই ছাপ ফেলেছেন। ফলে এই ৩ বিদেশিকে নিয়ে চিন্তা নেই। হ্যামিল ডার্বির চাপ সামলে কতটা ভাল খেলতে পারেন, তার উপরেই বাগানের সাফল্য অনেকটা নির্ভর করছে। রক্ষণে হ্যামিলের পাশে থাকবেন প্রীতম কোটাল, শুভাশিস বসু, আশিক কুরুনিয়ানরা। উইংয়ে লিস্টন, আশিস রাই বেশ ভাল খেলছেন। ফলে বাগানের দল তৈরি।
ডার্বিতে ইস্টবেঙ্গলের ভরসা ক্লেটন প্রতিপক্ষকে এগিয়ে রাখলেও, কোচ স্টিফেন কনস্টানটাইন কিন্তু জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী। ক্লেটন নিজেদের উপর থেকে চাপ কমানোর লক্ষ্যেই প্রতিপক্ষকে এগিয়ে রাখার কৌশল নিয়েছেন। স্টিফেন মজা করে ক্লেটন ডার্বিতে হ্যাটট্রিক করবেন বললেও, তাঁরা ভালভাবেই জানেন, কাজটা মোটেই সহজ নয়। সবুজ-মেরুন আক্রমণের চাপ কীভাবে সামাল দেওয়া যাবে, সেটাই বরং স্টিফেনের বেশি চিন্তার। লাল-হলুদ রক্ষণে একেবারেই ভাল খেলতে পারছেন না ইভান। তাঁর ভুলেই একাধিক ম্যাচে গোল হজম করেছে দল। ডার্বিতেও যদি ইভান এরকম ভুল করেন, তাহলে দলের পক্ষে জয় পাওয়া সম্ভব না-ও হতে পারে। ইস্টবেঙ্গলের রক্ষণে গত ম্যাচে নর্থ-ইস্ট ইউনাইটেড এফসি-র বিরুদ্ধে ভাল খেলেছেন সার্থক গলুই, লালচুংগুঙ্গা ও জেরি। মাঝমাঠে ভাল খেলেছেন, গোল করেছেন কিরিয়াকু ও জর্ডন ও'ডোহার্টি। ক্লেটন তো প্রথম ম্যাচ থেকেই ভাল খেলছেন। নাওরেম মহেশ, হাওকিপ, ভি পি সুহেররা ডার্বিতে কেমন খেলেন, তার উপরেই লাল-হলুদের সাফল্য নির্ভর করছে।
আরও পড়ুন-
গত ৫ কলকাতা ডার্বিতে কীভাবে জয় পেয়েছে এটিকে মোহনবাগান?
ইস্টবেঙ্গলকে গুরুত্ব দিচ্ছেন না প্রীতম, নিজেদের নিয়েই ভাবছেন বাগান কোচ