৩৯৭ বছর পর ঘটতে চলেছে বিরল যোগ, সোমবার রাতের আকাশে দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য
First Published Dec 21, 2020, 12:06 PM IST
জ্যোতির্বিদ্যার দৃষ্টিকোণ থেকে ২১ ডিসেম্বর সোমবার অর্থাৎ আজ একটি বিশেষ দিন। কারণ আজ রাতে গুরুগ্রহ বৃহস্পতি এবং শনি খুব কাছাকাছি হবে। এই দুই গ্রহের মধ্যে মাত্র ০.১ ডিগ্রি দূরত্ব থাকবে। এই ঘটনাকে Great Conjunction বলা হচ্ছে। এছাড়া ২১ ডিসেম্বরের এই রাত এই বছরের দীর্ঘতম রাত হবে বলেও জানানো হয়েছে।ভোপাল বিজ্ঞান সম্প্রচারক সারিকা ঘারু বলেছেন যে, বৃহস্পতি এবং শনি প্রতি ২০ বছর পর কাছাকাছি আসে। তবে এই বছর এই গ্রহগুলির মধ্যে দূরত্ব হবে মাত্র ০.১ ডিগ্রি।
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন