- Home
- Astrology
- Horoscope
- ৬৮০০ বছর পর পৃথিবীর দিকে ধেয়ে আসছে নিওওয়াইস ধূমকেতু, সাক্ষী থাকবে কলকাতা-সহ গোটা দেশ
৬৮০০ বছর পর পৃথিবীর দিকে ধেয়ে আসছে নিওওয়াইস ধূমকেতু, সাক্ষী থাকবে কলকাতা-সহ গোটা দেশ
- FB
- TW
- Linkdin
সূর্যাস্তের পর কলকাতায় উত্তর-পশ্চিম আকাশে প্রতিদিন প্রায় ২০ মিনিট এই ধূমকেতু দেখা যাবে, তাও আবার খালি চোখে।
১৫ জুলাই অর্থাৎ বুধবার থেকে প্রতিদিন ২ ডিগ্রি উপরে উঠতে শুরু করবে এই ধূমকেতু নিওওয়াইজ। সূর্যাস্তের পর কলকাতায় উত্তর-পশ্চিম আকাশে ধূমকেতু দেখা যাবে।
সূর্যকে প্রদক্ষিণ করে বর্তমানে পৃথিবীর কাছাকাছি এসে পড়েছে এই ধূমকেতু। আবারও ফের সাড়ে ছ’হাজার বছর পর দেখা মিলবে এই ধূমকেতুর।
নিওওয়াইস-কে এতটাই উজ্জ্বল দেখাবে যে এই দশকে এর আগে এত উজ্জ্বল কোনও ধূমেকতুর দেখা মেলেনি।
২২ জুলাই পৃথিবীর সবচেয়ে কাছে থাকবে নিওওয়াইজ। সে দিন পৃথিবী থেকে নিওওয়াইজের দূরত্ব হবে মাত্র ১০ কোটি ৩০ লক্ষ কিলোমিটার।
বিজ্ঞানীরা জানিয়েছেন, সপ্তর্ষি মণ্ডলের ঠিক নীচে প্রায় ১ ঘণ্টা এই ধূমকেতুকে দেখতে পাওয়া যাবে।
মানবজাতি সৃষ্টির পর এই প্রথমবার ধূমকেতু নিওওয়াইজের দেখা মিলবে পৃথিবীর