শ্রাবণ মাসেই মিলবে ঋণ থেকে মুক্তি, মেনে চলুন বাস্তুর এই নিয়মগুলি
- FB
- TW
- Linkdin
শ্রাবণ মাসের প্রতি সোমবার মহাদেবের পুজো বা আরাধনা করুন, সম্ভব হলে সোমবার নিরামিশ আহার গ্রহণ করুন।
ঘরের কোনায় কখনোই ঝুল জমতে দেবেন না, প্রতিদিন নিয়মিত ঘর-বাড়ি পরিস্কার রাখবেন
শ্রাবণ মাসে যিনি নিয়মিত ঘর-বাড়ি পরিস্কার রাখেন তাদের আর্থিক ভাগ্য সব সময় উন্নত থাকে।
বাস্তু মতে শ্রাবণ মাসে বাড়িতে শিবের পুজো করলে তা নেগেটিভ শক্তি বাড়িতে প্রবেশ করতে বাধা দেয়। ঘরের পজেটিভ শক্তি বজায় রাখে।
অনেক সময় রাশিচক্রে দারিদ্র যোগ বা বাস্তু দোষের কারণেও আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়, তাই এই মাসে বুঝে খরচ করুন, চেষ্টা করুন বারতি খরচ এড়িয়ে চলার।
প্রতি সোমবারে শিব পুজোয় মহাদেবকে ধূতরা ফুল অথবা নীলকন্ঠ ফুল অর্পণ করুন।
আয় বাড়াতে গঙ্গাজল বা সাধারণ জলের সঙ্গে কাঁচা দুধ এবং মিছরি মিশিয়ে প্রতি সোমবার অভিষেক করুন দ্রুত ফল পাবেন।
মহাদেব একটি নিঁখুত বেলপাতা ও বাতাসাতেই সন্তুষ্ট, তাই নিষ্ঠাভরে ওম নম শিবায় মন্ত্র জপ করুন, আর্থিক ও যাবতীয় সমস্যা দূর হবে।