মানসিক চাপ-সহ সকল বাধা কাটিয়ে উঠতে, সোমবার মেনে চলুন এই নিয়ম
| Published : Dec 07 2020, 11:09 AM IST
মানসিক চাপ-সহ সকল বাধা কাটিয়ে উঠতে, সোমবার মেনে চলুন এই নিয়ম
Share this Photo Gallery
- FB
- TW
- Linkdin
110
শাস্ত্র মতে, কালো তিল দিয়ে স্নান করলে শরীর শুদ্ধ হয়।
210
সোমবার সকালে ঘুম থেকে উঠেই স্নানের জলে কালো তিল দিয়ে স্নান সারুন।
310
শিবলিঙ্গ থাকলে তাতে স্নানের পর পুজো করুন।
410
শিবলিঙ্গ ভাল করে পরিষ্কার করে নিন। প্রথমে দুধ দিয়ে স্নান করান।
510
শিবলিঙ্গে মধু ও ঘি দিয়ে একসঙ্গে আবার ভালো করে শিবলিঙ্গ স্নান করান। এরপর গঙ্গাজল দিয়ে আবার স্নান করান।
610
নিঁখুত বেলপাতা, ফুল দিয়ে পুজো করুন। অপরাজিতা ফুল অবশ্যই রাখবেন। ধূপ ধুনো জ্বেলে মহাদেবের পুজো করুন।
710
ওম নমঃ শিবায়ঃ মন্ত্র উচ্চারণ করুন। শিবলিঙ্গের উপর চন্দনের ফোঁটা দিয়ে দিন।
810
বাতাসা ও মনের মত ফল ও মিষ্টি দিয়ে পুজো সেরে ফেলুন।
910
অবশ্যই যে দিন মহাদেবের পুজো করবেন, সেই দিন নিরামিষ খাবেন।
1010
সোমবার এই পদ্ধতিতে মহাদেবকে সন্তুষ্ট করুন আর কাটিয়ে উঠুন জীবনের জটিল থেকে জটিলতর সমস্যা।