২০২১ সালে কোন ব্যবসায় হবে আর্থিক উন্নতি, জেনে নিন জ্যোতিষের এই নিয়মগুলি
First Published Dec 9, 2020, 12:24 PM IST
জ্যোতিষশাস্ত্র মতে, গ্রহ নক্ষত্র, ভাগ্য, স্থান ও কালের উপর ভিত্তি করেই নির্ভর করে ব্যবসায় লাভ বা ক্ষতি। তাই নিজের ভাগ্য জেনেই তবে কোনও ব্যবসা শুরু করা উচিত।ব্যবসার অবস্থা খুব একটা ভালো নয়, একথা প্রায় ব্যবসায়ীর মুখে শুনতে পারবেন। কেন সমস্যা হয় ব্যবসায়! এই বিষয়ে তবে ব্যবসার সমস্যা এড়িয়ে চলা যায় অনেকটাই। জেনে নেওয়া যাক কোন গ্রহের প্রভাবাধীনে কোন ধরনের ব্যবসায় উন্নতি হবে আপনার। কোন ধরনের ব্যবসা হবে আপনার জন্য শুভ, জেনে নিন।

বুধের প্রভাবাধীন ব্যবসার দ্রব্যগুলি হল সবুজ রঙের বস্ত্র, মটর, সবুজবর্ণের দ্রব্য, পত্রিকা, তৈল্যবীজ, কাগজ/প্রকাশনা সংস্থার শেয়ার ইত্যাদি।

রবির প্রভাবাধীন ব্যবসার দ্রব্যগুলি হল শষ্যজাতীয়, কোনও কঠিন বস্তু, ওষুধের ব্যবসা, কেশর, সর্ষে, মুক্তো, সোনা, রেশম, কম্বল, ঠিকাদার বা প্রোমোটারদের ব্যবহার্য দ্রব্য, কাঠ, কাচ ইত্যাদি।
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন