- Home
- World News
- Bangladesh News
- মিলল না রেহাই, উদ্দাম যৌনতা থেকে মাদক মামলায় জড়িত পরীমণি, জেলে থাকার আবেদন আরও ৫ দিনের
মিলল না রেহাই, উদ্দাম যৌনতা থেকে মাদক মামলায় জড়িত পরীমণি, জেলে থাকার আবেদন আরও ৫ দিনের
| Published : Aug 19 2021, 01:14 PM IST
মিলল না রেহাই, উদ্দাম যৌনতা থেকে মাদক মামলায় জড়িত পরীমণি, জেলে থাকার আবেদন আরও ৫ দিনের
Share this Photo Gallery
- FB
- TW
- Linkdin
110
বাংলাদেশের জনপ্রিয় নায়িকা পরীমণিকে নিয়ে এই মুহূর্তে উত্তাল গোটা বাংলাদেশ। কিছুদিন আগেই বাংলাদেশের ব়্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (RAB) অভিনেত্রীর বাড়িতে তল্লাশি চালায়। পরীর বাড়িতে বিপুল পরিমাণে বিদেশি মদ পাওয়ার পরেই ব়্যাবের হাতে গ্রেফতার হন পরীমণি।
210
এই পরিস্থিতিতে পরীমণির জামিনের দ্বিতীয় আবেদনের শুনানি ছিল বুধবার। যদি তা পিছিয়ে হয়েছে বৃহস্পতিবার। মাদক মামলায় তৃতীয় দফা শুনানির জন্য পরীমণিকে আদালতে তোলা হয়েছে।
310
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টার সময় গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে হাজির করে পুলিশ।
410
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টার সময় গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে হাজির করে পুলিশ।
510
গত ১৩ আগস্ট পরীমণি ও তার সহযোগীর বিরুদ্ধে বনানী থানায় করা মাদক মামলায় দুই দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়।
610
সূত্রের খবর, পরীমণিকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে। যেহেতু অভিনেত্রী ডিভিশনপ্রাপ্ত হননি, তাই কোয়ারেন্টাইনের সময় পার হওয়ার পর তারে বিচারাধীন সাধারণ বন্দির সঙ্গে রাখা হয়েছে।
710
বাংলাদেশের ব়্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (RAB) অভিনেত্রীর বাড়িতে তল্লাশি চালায়। আচমকা তল্লাশি চালিয়ে যা বেরোল তা দেখে হতবাক সকলেই। পরীর বাড়িতে বিপুল পরিমাণে বিদেশি মদ পায় তারা। সূত্রের খবর তল্লাশি চালিয়ে প্রচুর বিদেশি মদের বোতল পাওয়া গেছে।
810
এলএসডি-র নেশা করত অভিনেত্রী , যার জন্য বেশ কিছু ব্লটিং পেপার এবং কিছু পরিমাণ মাদকও উদ্ধার হয়েছে। এছাড়াও আইস ড্রাগস ও ইয়াবাও উদ্ধার হয়েছে অভিনেত্রীর বাড়ি থেকে। এবার অভিনেত্রীকে জিজ্ঞাসবাদ করে একাধিক চাঞ্চল্যকর তথ্য পেয়েছে বাংলাদেশের সিআইডি। উচ্চবিত্তের শারীরিক চাহিদা নাকি মেটাতে হতো পরীমণিকে।শুধু লোকলজ্জার ভয়ে তিনি নাকি চুপ করে ছিলেন। পরীমণির এই বয়ানকে ঘিরে জোর চাঞ্চল্য তৈরি হয়েছে।
910
এলএসডি-র নেশা করত অভিনেত্রী , যার জন্য বেশ কিছু ব্লটিং পেপার এবং কিছু পরিমাণ মাদকও উদ্ধার হয়েছে। এছাড়াও আইস ড্রাগস ও ইয়াবাও উদ্ধার হয়েছে অভিনেত্রীর বাড়ি থেকে। এবার অভিনেত্রীকে জিজ্ঞাসবাদ করে একাধিক চাঞ্চল্যকর তথ্য পেয়েছে বাংলাদেশের সিআইডি। উচ্চবিত্তের শারীরিক চাহিদা নাকি মেটাতে হতো পরীমণিকে।শুধু লোকলজ্জার ভয়ে তিনি নাকি চুপ করে ছিলেন। পরীমণির এই বয়ানকে ঘিরে জোর চাঞ্চল্য তৈরি হয়েছে।
1010
গত ৪ আগস্ট বাংলাদেশের ব়্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (RAB) অভিনেত্রীর বাড়িতে তল্লাশি চালায়। এবং ব়্যাবের হাতেই গ্রেফতার নন অভিনেত্রী। পরেরদিন আদালতে তোলা হলে চারদিনের পুলিশি হেফাজতে পাঠানো হয় অভিনেত্রীকে। এখনও জেলের মধ্যেই দিন কাটছে পরীমণির।