- Home
- Entertainment
- Bengali Cinema
- স্পোর্টস 'ব্রা'র নিচে সারা পেট জুড়ে 'স্ট্রেচ মার্কস' ফ্ল্যাট অ্যাবস ফ্যাশনে সাহসী লুকে দেবলীনা
স্পোর্টস 'ব্রা'র নিচে সারা পেট জুড়ে 'স্ট্রেচ মার্কস' ফ্ল্যাট অ্যাবস ফ্যাশনে সাহসী লুকে দেবলীনা
- FB
- TW
- Linkdin
কখনও নাচ তো কখনও শরীরচর্চা কোনও না কোনওভাবেই নিজেকে নিয়ে সর্বদা ব্যস্ত দেবলীনা। ফিটনেস ফ্রিক অভিনেত্রীর কোনওভাবেই যেন তালিকা থেকে বাদ পড়ে না শরীরচর্চা।
সম্প্রতি জিমের টাইটস আউটফিটে স্পোর্টস অ্যাটায়ারে সাহসী লুকে ছবি পোস্ট করেছেন দেবলীনা। যা দেখা মাত্রই ঘায়েল হয়েছেন ভক্তরা।
অভিনেত্রীর সেক্সি ফ্ল্যাট অ্যাবসে সবচেয়ে বেশি নজর কাড়ছে পেটের স্ট্রেচ মার্কস। উন্মুক্ত পেট ভর্তি রয়েছে অসংখ্যা ফাটা দাগ। যদিও তাতেও কোনও কিছু যায় আসে না দেবলীনা।
নিজের শরীরের ফাটা দাগগুলিকেই যেন গর্বের সঙ্গে ফ্লন্ট করেন দেবলীনা। একপ্রকার বলতে গেলে পেটের স্ট্রেচ মার্কসকেই নিজের ফ্য়াশন স্টেটমেন্ট বানিয়ে নিয়েছেন অভিনেত্রী।
স্পোর্টস অ্যাটায়ারে সাহসী ছবি পোস্ট করেই ক্ষান্ত নন অভিনেত্রী। পেটের স্ট্রেচ মার্কস তার শরীরের পরিবর্তনের কারণ এবং ছবি এডিট করা তার না পসন্দ, সেটা খোলসা করেও দিয়েছেন গৌরব পত্নী।
বরাবরই কঠোর পরিশ্রমী দেবলীনা। অতিরিক্ত স্থূলতা থেকে একবারে সাইজ জিরোতে নিজেকে আনতে চলেছে ঘন্টার পর পর শরীরচর্চা। এবারও তার ব্যতিক্রম হল না।
দেবলীনার পেটের স্ট্রেচ মার্কস নিয়ে অনেকেই অনেক রকমের মন্তব্য করে থাকেন এবং এই ধরনের বোকা মন্তব্য করতেও তিনি বারণ করে দিয়েছেন।
বৈদিক রীতি মেনে গত ৯ ডিসেম্বর সাতপাকে বাঁধা পড়েছেন গৌরব-দেবলীনা। টলিউডে বহু প্রতীক্ষিত বিয়ের আসরও বসেছিল ঘনিষ্ঠ লোকজনের উপস্থিতিতে।
জমকালে চোখধাঁধানো বিয়ের আসরের পর দেওরের বিয়েতে নজর কেড়েছেন রঙ্গবতী গার্ল দেবলীনা।
সম্প্রতি নিজেকে নতুন ভাবে খুঁজে নয়া অবতারে নিজেকে মেলে ধরেছেন। ছবি পোস্ট করে অনুরাগীদের তাক লাগিয়ে দিয়েছেন দেবলীনা।