- Home
- Entertainment
- Bengali Cinema
- মরু শহরের বুর্জ খলিফায় সেক্সি ক্লিভেজে নেশা ধরালেন 'ঋতাভরী', বিদেশ সফরের সঙ্গী কে
মরু শহরের বুর্জ খলিফায় সেক্সি ক্লিভেজে নেশা ধরালেন 'ঋতাভরী', বিদেশ সফরের সঙ্গী কে
- FB
- TW
- Linkdin
নেটদুনিয়ার হট সেনসেশন ঋতাভরী চক্রবর্তী কয়েকদিন আগেই ছুটি কাটাতে মরু শহর দুবাইতে উড়ে গেছেন।
বিশ্বের সবচেয়ে উঁচু রেস্তোরাঁ বুর্জ খলিফা থেকে সেক্সি মারকাটারি ফিগারে একের পর এক ছবি শেয়ার করছেন নায়িকা।
তবে অভিনেত্রীর বিদেশ সফরের সঙ্গী কে, তা জানার জন্য় মুখিয়ে রয়েছেন ভক্তরা। কার সঙ্গে মরু শহরে উড়ে গেলেন নায়িকা।
ঋতাভরী একা নন, এই বিদেশ সফরের সঙ্গী নায়িকা বন্ধুরা। ছুটি কাটানোর সঙ্গে প্রিয় বন্ধু রাহুল দাশগুপ্তর জন্মদিন পুরোটাই চুটিয়ে উপভোগ করছেন।
দুবাইতে গিয়েই প্রিয় বন্ধু রাহুল দাশগুপ্তর জন্মদিন সেলিব্রেট করেছেন ঋতাভরী। সেক্সি কালো গাউনে লাস্যময়ী ঋতাভরীকে দেখে চোখ ফেরানো দায়।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে ঋতাভরী লিখেছেন, পৃথিবীর সবচেয়ে উঁচু রেস্তোরাঁয় বুর্জ খলিফায় বসে রয়েছেন তিনি।
পেস্তা রঙের পোশাকে বেরিয়ে রয়েছে সেক্সি ক্লিভেজ। গা গরম করা হট ফোটোশুটে নজর আটকেছে নেটিজেনদের।
নিজের ফিটনেস নিয়েও বেশ সচেতন অভিনেত্রী। একদিকে শরীরচর্চা আর অন্যদিকে কড়া ডায়েটিং -এই দুইয়ের ব্যালেন্সে তিনি হয়ে উঠেছেন হট অ্যান্ড সেক্সি।
ফ্ল্যাট অ্যাবস, মেদহীন ছিপছিপে কোমড়ের উষ্ণতায় মাতোয়ারা দর্শক। টেলি ধারাবাহিক 'ওগো বধূ সুন্দরী'র মিষ্টি মেয়েটি আজ নেটদুনিয়ার হটকেক।