- Home
- Entertainment
- Bengali Cinema
- ৫৮-তে পা প্রসেনজিতের, ঘোড়া চালানো থেকে ড্রাম বাজানো, আর কী কী পছন্দ করেন টলি সুপারস্টার
৫৮-তে পা প্রসেনজিতের, ঘোড়া চালানো থেকে ড্রাম বাজানো, আর কী কী পছন্দ করেন টলি সুপারস্টার
টলি সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় দর্শকমনে ইতিমধ্যেই নিজের জায়গা পাঁকিয়ে নিয়েছেন। শুধু টলিউডেই নয়, বলিউডেও নিজের অভিনয়ের ছাপ রেখেছেন প্রসেনজিৎ। ৩০ সেপ্টেম্বর ৫৮-তে পা দিলেন টলিউডের সুপারহিরো প্রসেনজিৎ চট্টোপাধ্যায় । মাত্র ৪ বছর বয়স থেকেই অভিনয়ের হাতেখড়ি। তারপর থেকে এখনও পর্যন্ত তার উজ্জ্বল উপস্থিতি ছাপ রেখেছে দর্শকমনে। অভিনয়ের বাইরে আর কী কী পছন্দ করেন প্রসেনজিৎ, জন্মদিনে রইল অজানা কাহিনি।

৫৮-তে পা দিলেন টলিউডের সুপারহিরো প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) । মাত্র ৪ বছর বয়স থেকেই অভিনয়ের হাতেখড়ি। তারপর থেকে এখনও পর্যন্ত তার উজ্জ্বল উপস্থিতি ছাপ রেখেছে দর্শকমনে।
বাবা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের প্রযোজনায় তৈরি 'ছোট জিজ্ঞাসা' ছবিতেই রূপোলি পর্দায় আত্মপ্রকাশ ঘটে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
জীবনের চড়াই-উতরাইয়ের মধ্যে দিয়েই নিজেকে গড়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। কিন্তু কখনও থেমে যাননি। এমন সময় ইন্ডাস্ট্রির হাল ধরেছিলেন, যখন বাংলা সিনেমা বিমুখ হচ্ছিলেন দর্শক।
সালটা ১৯৭০। পীযুষ বোসের ' দুই পৃথিবী' ছবিতে উত্তমকুমারের ছেলেবেলার রোলটি করেছিলেন প্রসেনজিৎ। তারপরই ১৯৮৩ সালে বিমল রায়ের ' দুটি পাতা' ছবিতে প্রথম নায়ক হিসেবে আত্মপ্রকাশ প্রসেনজিতের।
সালটা ১৯৭০। পীযুষ বোসের ' দুই পৃথিবী' ছবিতে উত্তমকুমারের ছেলেবেলার রোলটি করেছিলেন প্রসেনজিৎ। তারপরই ১৯৮৩ সালে বিমল রায়ের ' দুটি পাতা' ছবিতে প্রথম নায়ক হিসেবে আত্মপ্রকাশ প্রসেনজিতের।
একটা সময়ে চুটিয়ে বাণিজ্যিক ছবিতে অভিনয় করেছিল প্রসেনজিৎ, যেগুলি শহরের তুলনায় গ্রামে বেশি চলেছিল। তারপর থেকেই প্রসেনজিৎকে অন্যভাবে চিনতে শুরু করে দর্শক।
বিভিন্ন রকমের চরিত্রে নিজেকে নিয়ে এক্সপেরিমেন্ট করতে পছন্দ করতেন প্রসেনজিৎ। তারপরই গৌতম ঘোষ পরিচালিত 'মনের মানুষ' ছবিতে লালন ফকিরের চরিত্রের জন্য নিজেকে উজাড় করে দিয়েছিলেন প্রসেনজিৎ।
তবে শুধু অভিনয়ই নয়, অভিনয় ছাড়াও নানা প্রতিভা সম্পন্ন ছিলেন প্রসেনজিৎ। অভিনয় ছাড়াও দারুণ ড্রাম বাজান প্রসেনজিৎ। ১২ বছর বয়সেই 'তুফান মেলোডি' নামের একটি ব্যান্ডের সদস্য ছিলেন প্রসেনজিৎ।
অভিনয়, ড্রাম বাজানোর পাশাপাশি ঘোড়া চালাতেও বেশ দক্ষ ছিলেন প্রসেনজিৎ। পাশাপাশি ফিটনেস নিয়েও সচেতন অভিনেতা। নিয়মিত এক্সারসাইজ করতে ভালবাসেন। পাশাপাশি খাওয়া-দাওয়া নিয়েও যত্নবান অভিনেতা।