- Home
- Entertainment
- Bengali Cinema
- Nusrat Jahan : শর্টস কিংবা ব্যাকলেস, লাস্যময়ী নুসরতের কোমরের কার্ভসে বাড়ছে উষ্ণতার পারদ
Nusrat Jahan : শর্টস কিংবা ব্যাকলেস, লাস্যময়ী নুসরতের কোমরের কার্ভসে বাড়ছে উষ্ণতার পারদ
- FB
- TW
- Linkdin
শহুরে কোলাহল ছেড়ে অনেকটা দূরে গিয়ে নিজেদের মতো করে নিউইয়ার সেলিব্রেশনে মেতেছেন নুসরত জাহান (Nusrat Jahan) ও যশ দাশগুপ্ত। ২০২১ -কে বিদায় জানিয়ে ২০২২-কে স্বাগত জানিয়ে যশকে নিয়ে গোয়ায় উড়ে গিয়েছেন নুসরত।
গোয়ায় বর্ষবরণ সেলিব্রেশনের একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তারা। তবে এখনও পর্যন্ত একসঙ্গে ছবিতে ধরা দেননি টলিপাড়ার হট অ্যান্ড হ্যাপেনিং কাপল। তাদের একসঙ্গে দেখার জন্যই মুখিয়ে রয়েছেন ভক্তরা (Nusrat Jahan) ।
নতুন বছর উদযাপনে হট লুকে নিজেকে মেলে ধরছেন নুসরতক জাহান (Nusrat Jahan) । কখনও শর্টস কিংবা ব্যাকলেস গাউনে হট লুকে রাতারাতি ঘুম কেড়ে নিয়েছেন টলিপাড়ার সেক্সি মাম্মা নুসরত জাহান।
সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় গোয়ার প্রতিটি মুহূর্ত ভক্তদের সঙ্গে শেয়ার করছেন নুসরত। ডেনিম হট প্যান্ট, হলুজ রঙের ক্রপ টপ, চোখে সানগ্লাস, খোলা চুলে ধরা দিয়েছেন নুসরত জাহান। ছবি হু হু করে ভাইরাল হয়েছে (Nusrat Jahan) ।
গোয়ার বিচ থেকে খানিক দূরে নীল পোশাকে ছবি পোস্ট করেছেন নুসরত (Nusrat Jahan) । যতদূর চোখ যায় শুধু নীল জলরাশি। আর জলের মতো যেন নীলপরীর বেশে নিজেকে ফ্লন্ট করেছেন ঈশানের মাম্মা।
হাল ফ্যাশনে স্টাইল স্টেটমেন্টে ইতিমধ্যেই নজর কেড়েছেন নুসরত। গোয়াতে গিয়ে বিভিন্ন পোশাকে ফ্যাশন গোল দিয়েছেন নুসরত (Nusrat Jahan) । নীল ক্যাজুয়াল পোশাকে কোমরের কার্ভসে সুপারহট নুসরত জাহান।
ভ্যাকেশনের প্রতিটা মুহূর্ত তাড়িয়ে উপভোগ করছেন নুসরত জাহান। এই মুহূর্তে তাজ ফোর্ট আগুয়াডা রিসর্ট অ্যান্ড স্পা-তে সময় কাটাচ্ছেন যশ ও নুসরত (Nusrat Jahan) । বছরের শুরুতে ছক্কা হাঁকিয়েছেন বসিরহাটের সাংসদ অভিনেত্রী।
বিতর্ক যেন পিছু ছাড়ে না সাংসদ অভিনেত্রী নুসরত জাহানের। অভিনেত্রীকে নিয়ে সর্বদাই সরগরম টলিপাড়া । টলিপাড়ার প্রথম সারির অভিনেত্রী হিসেবে ইতিমধ্যেই দর্শকদের কাছে পরিচিত নুসরত জাহান (Nusrat Jahan) ।
রেডিও হোস্টের ভূমিকায় দেখা যাচ্ছে সাংসদ অভিনেত্রী নুসরত জাহানকে(Nusrat Jahan) । 'ইশক এফএম'-এ এবার নতুন রেডিও শো 'ইশক উইথ নুসরত','ভালবাসায় বোল্ড'- বড় চমক দিয়েছেন নুসরত জাহান।
নিখিলের সঙ্গে অবৈধ বিয়ে এবং তারপর মা হওয়ার ঘটনায় একের পর এক চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল নুসরত জাহানকে নিয়ে। এখানেই শেষ নয়, ঈশানের বাবার পরিচয় নিয়েও বিতর্ক তৈরি হয়েছিল। যদিও যশ দাশগুপ্তই ঈশানের বাবা তা স্বীকার করেছেন নুসরত জাহান। বর্তমানে যশের স্ত্রী হিসেবে নিজেকে দাবি করেছেন নুসরত জাহান (Nusrat Jahan) ।