- Home
- Entertainment
- Bengali Cinema
- যশ-নুসরত তর্জা, BJP-তে যোগদানের আগে মুখ্যমন্ত্রীর আশীর্বাদ, রাগ মেটাতেই কি পাল্টা আক্রমণ দিলীপকে
যশ-নুসরত তর্জা, BJP-তে যোগদানের আগে মুখ্যমন্ত্রীর আশীর্বাদ, রাগ মেটাতেই কি পাল্টা আক্রমণ দিলীপকে
গতকালই মুকুল রায় এবং কৈলাস বিজয়বর্গীয়র নেতৃত্বেই পদ্ম শিবিরে যোগ দিয়েছেন যশ। বিজেপিতে যোগ দিয়েই সুরবদল হয়েছে অভিনেতা যশের। প্রেমের গুঞ্জনের মধ্যেই নুসরতের বিরোধী দলেই যোগ দিয়ে জল্পনা যেন দ্বিগুন বাড়িয়ে দিয়েছেন যশ। বিজেপি-তে যোগ দেওয়ার আগে মুখ্যমন্ত্রীর কাছে আশীর্বাদও চেয়েছেন তিনি। অন্যদিকে সেদিনই টুইট করে দিলীপ ঘোষকে আক্রমণ করেন বসিরহাটের সাংসদ নুসরত জাহান। তবে কি বিরোধী দলেই যেতেই তর্জা শুরু হল যশ-নুসরতের।
- FB
- TW
- Linkdin
একদিকে সংসার ভাঙন, অন্যদিকে সাংসদ অভিনেত্রী নুসরত জাহানের জীবনে নতুন প্রেমের ঘনিষ্ঠতা নিয়েই যখন উত্তাল টলিপাড়া, তখনই বিজেপিতে যোগ দিলেন টলি অভিনেতা যশ দাসগুপ্ত। সকাল থেকেই তুমুল জল্পনার মধ্যেই হাতে তুলে নিলেন গেরুয়া পতাকা।
বিজেপি-তে যোগ দেওয়ার আগে মুখ্যমন্ত্রীর কাছে আশীর্বাদও চেয়ে নিয়েছেন যশ। অভিনেতা নিজে জানিয়েছেন, মমতা বন্দোপাধ্যায়কে তিনি যথেষ্ঠ শ্রদ্ধা করেন এবং নিজেকে দিদির ভাই মনে করেন বলে জানান তিনি। তাই তার বিরুদ্ধে কিছু বলতে চান না।
অন্যদিকে সেদিনই আবার টুইট করে দিলীপ ঘোষকে আক্রমণ করেন বসিরহাটের সাংসদ নুসরত জাহান। তবে কি বিরোধী দলেই যেতেই তর্জা শুরু হল যশ-নুসরতের।
প্রেমিক বন্ধু বিজেপিতে যোগ দিলেও তিনি যে তৃণমূলে রয়েছেন তা বোঝাতেই কি টুইট করলেন অভিনেত্রী নুসরত। মমতাকে নারী নিরাপত্তা নিয়ে আক্রমণ করায় কি পাল্টা দিলীপ ঘোষকে টুইটে বিঁধলেন নুসরত।
বর্তমানে তৃণমূল কংগ্রেসের বসিরহাটের সাংসদ নুসরত জাহান। ঠিক তার বিরোধী পদ্ম শিবিরেই যোগ দিলেন যশ, এই নিয়ে জোর গুঞ্জন বাড়ছে টলিপাড়ায়।
বিজেপিতে যোগ দিয়েই যশ জানিয়েছন, নুসরতের সঙ্গে তার বন্ধুত্বে কোনও প্রভাবই পড়বে না। যশের মতে, ব্যবস্থার বাইরে থেকে ব্যবস্থাকে বদলানো যায় না, তাই রাজনীতিতে যোগদান।
যশ জানিয়েছেন, আমি বিজেপিতে যোগদান করছি সেকথা নুসরতকে জানায়নি। তাছাড়া আমাদের বন্ধুত্ব অভিনয়কে ঘিরে। রাজনীতিতে আসার কারণ মানুষের জন্য কাজ করা।
সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তীও তৃণমূলের সাংসদ। সুতরাং যে যার ব্যক্তিগত পছন্দ অনুযায়ী রাজনীতি করে। বন্ধুত্বের মধ্যে রাজনীতি না ঢোকানোই ভাল, জানালেন যশ দাসগুপ্ত।
বিজেপিতে যোগ দিয়েই যশ জানিয়েছেন, এই সিদ্ধান্ত হঠাৎ করে নেওয়া নয়। যেহেতু আমার নিজের বয়স কম তাই তরুণ প্রজন্মই আমার মূল লক্ষ। কারণ বিজেপি সবসময়েই তরুণ প্রজন্মের উপর জোর দিয়েছে। রাজনীতি মানেই পরিবর্তন দরকার। আর পরিবর্তন মানেই সিস্টেমের মধ্যে কাজ করা।
মুকুল রায় এবং কৈলাস বিজয়বর্গীয়র নেতৃত্বেই পদ্ম শিবিরে যোগ দিলেন যশ এবং টলি অভিনেতারা। সকলের হাতে গেরুয়া পতাকা তুলে দেওয়া দেন বিজেপির পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়।