- Home
- Entertainment
- Bengali Cinema
- পুজোর ফ্যাশন, টানা পাঁচদিন ব্যতিক্রমে ট্রেন্ড হতে চান, তবে টিপস দেবে প্রিয়াঙ্কার ওয়াল
পুজোর ফ্যাশন, টানা পাঁচদিন ব্যতিক্রমে ট্রেন্ড হতে চান, তবে টিপস দেবে প্রিয়াঙ্কার ওয়াল
- FB
- TW
- Linkdin
পঞ্চমী( Panchami)- ফ্যাশন ট্রেন্ড শুরু হোক এই দিন থেকেই। পঞ্চমীতেই এক ইউনিক ড্রেস এবার আপনার নজর কাড়বে। তাই কালেশনে রাখতেই পারেন এক ডিজাইনার জাম্পার।
ষষ্ঠী (Shasthi)- এদিনের সকালটা শুরু হোক একটু হালকা সাজ ও পোশাকে। ছিমছাম লুকে পুজোয় গা ভাসাতে এই দিনের সকালটা পার্ফেক্ট।
ষষ্ঠী (Shasthi)- এদিন রাতে থাকতেই পারে কালেশকনে একটা ওয়েস্টার্ন লুকে জমকালো পোশাক। যা সকলের নজর কাড়বে। সঙ্গে হালকা সাজ।
সপ্তমী (Saptami)- সপ্তমী মানেই পুজোর ফ্যাশন তুঙ্গে, এদিন এ বলে আমায় দেখ তো অপর জনের ফ্যাশনে চক্ষু চড়ক গাছ। তাই আপনিও ইউনিক কোনও ড্রেস এদিন তালিকাতে রাখতে পারেন।
সপ্তমীর সন্ধ্যা (Saptami)- কোনও স্মার্ট লুকে ডাম্পারও হতে পারে আপনার এদিনের স্টাইল আইকুন। তাই এদিনের পোশাক হওয়া চাই বিশেষ।
অষ্টমী(Astami)- পুজো এদিন মধ্য গগণে। এদিন পুজোয় মেতে উঠতে সকালের সাজ হোক একি চেনা-জানা ফ্রেম। হালকা গহণা, সঙ্গে লাল রঙা পোশাক।
অষ্টমীর সন্ধ্যা (Astami)- এদিন কোনও স্টানিং লুকের শাড়ি কিংবা চুড়িদার থাকতেই পারে ফ্যাশন লিস্টে। যা অনবদ্য লুকে আপনাকে সকলের মাঝে আলাদা করে তুলবে একটা ডিজাইনার ব্লাউস। তাই সেই বিষয়টাও মাথায় রাখতে হবে।
নবমীর সকাল (Nabami)- এদিনও কোনও হালকা কাফতান, বা শাড়িতে নিজেকে সাজিয়ে তুলতে পারেন। সাজ হবে হালকা, যা সকলের নজর কাড়বে।
নবমীর রাত (Nabami)- এদিন সন্ধ্যে বেলায় ওয়ানপিস পরেই পারেন। এদিন বেশিরভাগ ফ্যশন স্টেটমেন্টে রাখেন ওয়েস্টার্ন পোশীক, যা শেষ পাতে নজর কাড়ে।