- Home
- Entertainment
- Bollywood
- উন্মুক্ত ক্লিভেজ থেকে অন্তর্বাসে হট পোজ, জলপরী অবতারে ভাইরাল আলিয়া, ঘাম ঝড়ছে
উন্মুক্ত ক্লিভেজ থেকে অন্তর্বাসে হট পোজ, জলপরী অবতারে ভাইরাল আলিয়া, ঘাম ঝড়ছে
- FB
- TW
- Linkdin
আলিয়া ভাট, দিনে দিনে তাঁর ভক্তের সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে। একের পর এক ছবিতে তাক লাগাচ্ছেন তিনি।
স্টুডেন্ট অব দ্য ইয়ার ছবি থেকে বলিউড সফর শুরু হয়েছিল আলিয়ার। বর্তমানে তিনি সুপার স্টার।
সোশ্যাল মিডিয়ায় ভক্তের সংখ্যা নেহাতই কম নয় তাঁর। যার ফলে ঝড়ের বেগে ভাইরাল হয়ে ওঠে আলিয়ার প্রতিটি পোস্ট।
বর্তমানে আলিয়া গাঙ্গুবাই ছবির শ্যুট নিয়ে ব্যস্ত। এই ছবির টিজার ইতিমধ্যেই নজর কেড়েছে।
অন্যদিকে রণবীরের সঙ্গে বর্তমানে চুটিয়ে প্রেম করছেন তিনি। সেই দিকে নজর দিয়েই বিয়ের সুখবরের অপেক্ষায় ভক্তমহল।
তবে আলিয়া ভাটকে নিয়ে একটাই খুঁদ তুলে ধরেছিলেন সিদ্ধার্থ মালহোত্রা। তাঁকে নাকি বিকিনি পরে মোটেও ভালো লাগে না।
এবার সেই মন্তব্যকেও তুড়ি মেরে উড়িয়ে দিলেন আলিয়া ভাট। তিনি সাফ জানালেন যে আলিয়াকে হট লুকে মোটেও ভালো লাগে না।
তবে তা মিথ্যে প্রমাণ করেছেন আলিয়া ভাট। একাধিকবার হট পোজে ছবি দিয়ে নজর কেড়েছেন তিনি।
কখনও নোনেকের ঢবিতে উন্মুক্ত ক্লিভেজ, কখনও আবার বিকিনিতে হট পোজ।
এবারও তার ব্যতিক্রম হল না। জলের তলায় জলপরী লুকে ধরা দিলেন আলিয়া ভাট। ধরা পড়ল পার্ফেক্ট ফিগার।
এই ছবি মুহূর্তে ছড়িয়ে পড়ল নেট দুনিয়ায়। আলিয়ার লুকে মুগ্ধ হল নেটবাসী। দিনে দিনে আরও সুন্দর হয়ে উঠছেন।