- Home
- Entertainment
- Bollywood
- এ কি চেহারা হয়েছে 'সেক্সি মাম্মা'র, একরত্তিকে ছেড়ে কোয়ালিটি টাইমে মজে 'Superhot' বিরুষ্কা
এ কি চেহারা হয়েছে 'সেক্সি মাম্মা'র, একরত্তিকে ছেড়ে কোয়ালিটি টাইমে মজে 'Superhot' বিরুষ্কা
- FB
- TW
- Linkdin
সদ্যই ফুটফুটে কন্যাসন্তানের মা হয়েছেন অনুষ্কা শর্মা। বিরুষ্কার জীবনে এসেছে নতুন অতিথি। সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সঙ্গে খুশির খবর নিজেই শেয়ার করেছেন বিরাট কোহলি।
সোশ্যাল মিডিয়া থেকে অনেকটাই দূরে রাখতে চান নিজের সন্তানকে, তা আগেই খোলসা করে জানিয়ে দিয়েছেন পাওয়ার কাপল বিরুষ্কা।
বিরাট কিংবা অনুষ্কার দিক থেকে এখনও কোনও ছবি সোশ্যাল মিডিয়ায় শোয়ার হয়নি। নিজের মেয়ের মুখ এখনও কাউকে দেখানি তারকা দম্পত্তি।
জন্মানোর পর থেকেই চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছেন বিরুষ্কার সন্তান। ফুটফুটে কন্যাসন্তান জন্ম দেওয়ার মাত্র ১১ দিনের মাথাতেই পাপারাৎজির ক্যামেরায় ধরা দিলেন বিরাট-অনুষ্কা।
খোলা চুল, ডেনিম অ্যাটায়ারে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন বিরাট পত্নী অনুষ্কা। কালো রঙের স্লিং ব্যাগে অনুষ্কা যেন লাস্যময়ী। অন্যদিকে কালো পোশাক, কালো সানগ্লাসে নজর কেড়েছেন বিরাট।
সুরক্ষার কথা মাথায় রেখেই দুজনেই মুখে মাস্ক পরে ফোটোগ্রাফারদের পোজ দিয়েছেন তারকা দম্পতি। বান্দ্রায় তারকা দম্পত্তির ছবি মুহূর্তে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। একাধিক ছবিতে হাসি মুখে পোজ দিয়েছেন বিরাট-অনুষ্কা।
পাপারাৎজিদের দেখে হাতও নাড়তে দেখা গেছে অনুষ্কা। ফোটোগ্রাফারদের হাত নেড়ে হ্যালো বলেছেন বিরাট ঘরণী।
একে অপরের হাত ধরে ছবিতে পোজ দেওয়ার পরে বিরাট আবার হাতের ইশারা দিয়ে ছবি তুলতে বারণও করেছেন ফোটোগ্রাফারদের।
মেয়ের জন্মের ১১ দিন কেটে গেলেও এখনও বিরুষ্কা কন্যার ছবি কেউ দেখেননি। এমনকী ঘনিষ্ঠ বন্ধুদেরও বাড়িতে না আসার অনুরোধ জানিয়েছেন বিরাট-অনুষ্কা। এবং তাদের এই গোপনীয়তাকে সম্মানও জানিয়েছে সংবাদ মাধ্যম।