- Home
- Entertainment
- Bollywood
- ক্যামেরায় নগ্নতা যেন জলভাত, সঙ্গমের দৃশ্যে যৌনতায় পর্দা কাঁপানো মল্লিকা এবার ওটিটি-তে
ক্যামেরায় নগ্নতা যেন জলভাত, সঙ্গমের দৃশ্যে যৌনতায় পর্দা কাঁপানো মল্লিকা এবার ওটিটি-তে
- FB
- TW
- Linkdin
পর্দায় ঘনিষ্ঠ চুম্বনে শিহরণ জাগাতে জুড়ি মেলা ভার মল্লিকা শেরওয়াতের। লিপলক থেকে সঙ্গমের দৃশ্যে শরীরী উত্তেজনা জাগানো মল্লিকা শুধু বলিউডেই নয়, হলিউডও তার উষ্ণতায় কাত।
সোশ্যাল মিডিয়ায় ভক্তদের ধরে রাখতে সিদ্ধহস্ত মল্লিকা শেরওয়াত। অন্তর্জালে উষ্ণতার পারদ চড়াতে জুড়ি মেলা ভার মল্লিকা।
এবার ওটিটি-তে পা রাখছেন মল্লিকা শেরওয়াত। সেক্সি চাবুক ফিগারে উষ্ণতার পারদ চড়াচ্ছেন মল্লিকা।
গত জানুয়ারি মাসেই ওয়েব সিরিজের জন্য কলকাতায় এসেছিলেন নায়িকা।
সৌমিক সেন পরিচালিত ওয়েব সিরিজে অভিনয় করতে দেখা যাবে মল্লিকা শেরওয়াতকে।
এই প্রথমবার মল্লিকাকে ওয়েবসিরিজে অভিনয় করতে দেখা যাবে। কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন মল্লিকা। এছাড়াও এষা গুপ্তা এবং গৌতম রোডের মতোন অভিনেতারাও রয়েছেন।
'মার্ডার' ছবিতে ইমরান হাশমির সঙ্গে মল্লিকার শরীরী আবেদন পাগল করেছিল ভক্তদের। এছাড়া অন্য ছবিতেও শরীরী কামে ঘায়েল করেছেন দর্শকদের।
'মার্ডার' ছবি করেই বলিউডে জনপ্রিয়তার শিখরে পৌঁছে যান মল্লিকা
এছাড়া ও হলিউড ছবি 'পলিটিকস অফ লাভ'-এ আরেথার চরিত্রটি জনপ্রিয় মার্কিন রাজনীতিবিদ কমলা হ্যারিসের অনুপ্রেরণায় তৈরি।
অনেকদিন ধরেই বড়পর্দা থেকে দূরে ছিলেন মল্লিকা শেরওয়াত। দীর্ঘদিন বাদে ওটিটি-দিয়েই নিজের কেরিয়ার নতুন করে শুরু করছেন মল্লিকা শেরওয়াত।